শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। এই খবর ছড়িয়ে পড়ার পরই মুখভার হয়ে গিয়েছিল দর্শকদের। যদিও সিরিয়াল শেষ হওয়ার খবর পুরোপুরি ভুল নয়। আর এই সিরিয়াল শেষ হওয়ার আগেই নিম ফুলের মধু ছাড়লেন সৃজন ওরফে রুবেল দাস। শুক্রবারই ছিল সৃজনের শেষ শ্যুট নিম ফুলের মধুর সেটে। নতুন এক ধারাবাহিকে দেখা যাবে রুবেলকে, আর সেই কারণেই তড়িঘড়ি নিম ফুলের মধু ছাড়লেন সৃজন।
শোনা যাচ্ছে, শ্রীজিৎ রায়ের নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রুবেল। বিপরীতে থাকতে পারেন মোহনা মাইতি। প্রসঙ্গত, ‘নিমফুলের মধু’ ধারাবাহিকটিরও প্রযোজক-পরিচালক শ্রীজিৎ। এই সিরিয়ালে রুবেলকে দেখা যাবে অন্যরকম চরিত্রে। নিম ফুলের মধু সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করছেন রুবেল। একদিকে নতুন সিরিয়ালে কাজ করার উত্তেজনা, অন্যদিকে পুরনো সিরিয়াল ছাড়ার কষ্ট। নিম ফুলের মধু সিরিয়াল শুরুর প্রথম থেকেই রুবেল রয়েছেন সৃজনের চরিত্রে। সৃজন ও পর্নার জুটি দর্শকদের দারুণভাবে প্রিয়।
রুবেল এক সংবাদমাধ্যমকে বলেছেন, খারাপ তো লাগছেই। সকলের সঙ্গে এতদিনের সম্পর্ক। রোজ দেখা হতো। এখন আর সেটা হবে না। বার নতুন কাজ শুরু হচ্ছে। সেটা নিয়েও এক্সাইটমেন্ট আছে। প্রস্তুতিও নিতে হচ্ছে। যদিও নতুন কাজ নিয়ে এখনই কিছু জানাতে চাইছেন না রুবেল। তবে নতুন চরিত্রটি বাকিগুলির চেয়ে অনেকটাই আলাদা, সেটা স্পষ্ট করেছেন অভিনেতা। অভিনেতা জানিয়েছেন তাঁর প্রতিটি চরিত্রই ঘরোয়া। কিন্তু নতুন চরিত্রটি একটু ছকভাঙা। সব ঠিক থাকলে মার্চ মাসে শুরু হবে তাঁর নতুন ধারাবাহিকের শ্যুটিং।
রুবেল ছোটপর্দার খুবই পরিচিত মুখ। ডান্স বাংলা ডান্স-এর মঞ্চ থেকে উত্থান অভিনেতার। এর আগে রুবেলকে দেখা গিয়েছিল যমুনা ঢাকি সিরিয়ালে। সেই সময় তিনি জুটি বেঁধেছিলেন তাঁর রিয়্যাল লাইফের স্ত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে। সেই জুটিও খুব জনপ্রিয় হয়েছিল দর্শকের কাছে। দর্শকেরা আবারও চাইছে শ্বেতা ও রুবেলকে একসঙ্গে দেখতে। তবে এরই মাঝে রুবেলের সঙ্গে মোহনা অভিনয় করলে, দর্শক নতুন এক জুটি পাবেন।