টেলিপাড়ার দাপুটে খলনায়িকা হিসাবে পরিচিত অহনা দত্ত। 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে মিশকা চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন খুব কম বয়সেই। সিরিয়ালের পাশাপাশি অহনা বড়পর্দাতেও ডেবিউ করে ফেলেছেন। রাজ চক্রবর্তী পরিচালিত 'সন্তান' ছবিতে অহনার নেগেটিভ চরিত্র আবার তাঁকে খ্যাতি এনে দিয়েছে। তবে এখন একেবারে কাজ থেকে কিছুমাসের বিরতি নিয়েছেন। কারণ চলতি বছরের মার্চেই অহনা ঘোষণা করেছেন তিনি প্রেগন্যান্ট। আর এবার অভিনেত্রী জানালেন তিনি এখন ঠিক কত মাসের অন্তঃসত্ত্বা।
অহনা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি পরে রয়েছেন কালো রঙের টপ ও সাদা ট্রাউজার। খোলা চুল ও নো মেকআপ লুকে অহনার প্রেগন্যান্সি গ্লো একেবারে স্পষ্ট। তবে সবচেয়ে বেশি চোখ টেনেছে অহনার বেবিবাম্প। অভিনেত্রী কোনও ছবিতে ক্যামেরায় পোজ দিয়েছেন আবার কোনও ছবিতে তিনি হাসিতে গড়িয়ে পড়ছেন আবার কোনও ছবিতে তাঁর চোখে-মুখে সদ্যোজাতকে দেখার অপেক্ষা। এই ছবি শেয়ার করে অহনা ক্যাপশনে লিখেছেন, আমার চিরকাল দেখতে চাই আমার সন্তানের চোখ দিয়ে। আর এই ক্যাপশনের পর হ্যাশট্যাগ দিয়ে অহনা জানিয়েছেন তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা।
অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে অগাস্টেই অহনা ও দীপঙ্করের সন্তান আসতে চলেছে তাঁদের জীবনে। তবে এই অন্তঃসত্ত্বাকালীন সময়ে টুকটাক কাজ করে চলেছেন অভিনেত্রী। বেশকিছু ফটোশ্যুটেও দেখা গিয়েছে তাঁকে। অহনার ব্যক্তিগত জীবন বেশ চর্চিত। মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে সংসার পেতেছেন অহনা। আর তা নিয়েই অভিনেত্রীর সঙ্গে অভিনেত্রীর মায়ের মুখ দেখাদেখি বন্ধ। কারণ দীপঙ্কর ডিভোর্সি আর অহনার মা চাননি দীপঙ্করের সঙ্গে মেয়ের সম্পর্ক গড়ে উঠুক। কিন্তু অহনা তাঁর মায়ের বিরুদ্ধে গিয়ে দীপঙ্করের সঙ্গে লিভ-ইন করেন।
এখন অবশ্য তাঁরা বিবাহিত। গত ১ জানুয়ারি বিয়ের খবর দিয়েছিলেন অভিনেত্রী। যদিও বহু আগেই শুভকাজটা সেরে ফেলেছিলেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে রেজিস্ট্রি কাগজে সইসাবুদ করেই বিয়েটা হয়েছিল অহনা আর দীপঙ্করের। মার্চ মাসেই সুখবর শোনার অহনা ও দীপঙ্কর। এক সংবাদমাধ্যমকে অহনা জানিয়েছেন তিনি এখনও সাধ খাননি। কারণ মায়ের সঙ্গে তো সম্পর্ক ভাল নয়, তাই তাঁকে সাধ খাওয়ানোর কেউ নেই। তবে তিনি জানিয়েছেন আর কিছুদিন পর নিজেই নিজের সাধের আয়োজন করবেন।