পায়ের তলায় যেন সর্ষে। সুযোগ পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন টেলিপাড়ার চেনা মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। কখনও দেশে আবার কখনও বা বিদেশে, কখনও একা আবার কখনও বা বন্ধুদের সঙ্গে নিজের পছন্দের জায়গায় চলে যান অভিনেত্রী। এই মুহূর্তে দেবচন্দ্রিমা রয়েছেন থাইল্যান্ডে। প্রিয় বান্ধবী অদ্রিজা রায়ের জন্মদিন উপলক্ষ্যে থাইল্যান্ডে ভ্যাকেশনে আসা। আর এখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করলেন দেবচন্দ্রিমা। সবুজ জলে নিজেকে ভাসিয়ে দিয়েছেন অভিনেত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই পারদ চড়ল নেট দুনিয়ার।
ফি ফি আইল্যান্ডে দেবচন্দ্রিমা
থাইল্যান্ডের ফি ফি আইল্যান্ড খুবই বিখ্যাত। সবুজ সি-বিচে অনেকেই স্নান করতে নামেন কিংবা নিছকই ছবি তোলার খাতিরে। সেরকমই দেবচন্দ্রিমাকে দেখা গেল কালো সাদা প্রিন্টেড ওয়ান শোল্ডার মনোকিনিতে। দেবচন্দ্রিমার খোলা পিঠ নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চড়াচ্ছে। তিনি যে এই জলকেলি উপভোগ করছেন তা ভালই বোঝা যাচ্ছে। এই ছবি পোস্ট করে দেবচন্দ্রিমা ক্যাপশনে লিখেছেন, ট্রাভেল শুধু থেরাপি নয় আমার কাছে, যেখানে আমি সত্যিকারের নিজেকে খুঁজে পাই। আমি সাধারণত উচ্চতাকে ভালোবাসি, কিন্তু এখন আমি নিজেকে সমুদ্রের জলে খুঁজে পাচ্ছি।
দেবচন্দ্রিমার পায়ের তলায় সর্ষে
কখনও ২৩ ফিট ওপর থেকে ঝাঁপ মেরে উচ্চতাকে জয় করা আবার কখনও সমুদ্রের জলে হারিয়ে যাওয়া, দেবচন্দ্রিমা সর্বদাই নিজের সত্ত্বাকে খোঁজেন আলাদা আলাদাভাবে। এই ছবির কমেন্ট থেকেই জানা যায় যে বহুদিন ধরে দেবচন্দ্রিমা মুম্বইতে ফ্ল্যাট কেনার চেষ্টা করছিলেন, সেই ইচ্ছে আপাতত তাঁর পূরণ হয়েছে। মুম্বইতে ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী।
করেন ডেইলি ভ্লগ
টেলিভিশনের জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা সিরিয়ালের পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও তিনি কাজ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় দেবচন্দ্রিমা। ডেইলি ভ্লগের মাধ্যমে অভিনেত্রী এখন কনটেন্ট ক্রিয়েটারও। ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবে অভিনেত্রীর অনুগামীর সংখ্যা নেহাত কম নেই। দর্শকেরাও দেবচন্দ্রিমার রোজনামচা দেখতে বেশ পছন্দই করেন। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ দেবচন্দ্রিমা। সোশ্যাল মিডিয়া অভিনেত্রীর একটি রোজগারের মাধ্যমও বটে।
হিন্দিতেও কাজ করেছেন
টলিউডের গণ্ডি পেরিয়ে হিন্দি ধারাবাহিকেও ইতিমধ্যেই বেশ নজর কেড়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। কাজের প্রতি তিনি বরাবরই ভীষণ মনোযোগী। সিঙ্গুর থেকে কলকাতায় এসে বাংলা টেলিভিশন ও টলিউড দুনিয়ায় পায়ের তলার মাটি শক্ত করেছেন। তারপর মুম্বইতে হিন্দি কাজের অফার পান দেবচন্দ্রিমা। সেখানেও তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন নিজের কাজের গুণে। পরিচালক রাজা চন্দের নতুন ওয়েব সিরিজে দেবচন্দ্রিমা জুটি বাঁধেন সোহম মজুমদারের সঙ্গে।