টেলি দুনিয়ার পরিচিত মুখ কৌশাম্বী চক্রবর্তী। মিঠাই সিরিয়ালের দিদিয়া টেলিভিশন জগতে বেশ জনপ্রিয়। তার ওপর আবার বাংলা সিরিয়ালের হার্টথ্রব আদৃত রায়ের ঘরণী। কৌশাম্বী যদিও তাঁর অভিনয়ের জোরে ইন্ডাস্ট্রিতে নিজের পা জমিয়ে ফেলেছেন। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীকে মাঝে মাঝেই ফটোশ্যুট করতে দেখা যায়। সম্প্রতি সেরকমই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কৌশাম্বী। তাঁকে দেখে নেটপাড়ার ঘুম উড়েছে।
কালো রঙের ডিপ নেক টপ আর ডেনিম শর্ট পরে একের পর এক কিলার পোজ দিয়েছেন কৌশাম্বী। তাঁর পোশাকের মধ্যে দিয়ে উঁকি মারছে বক্ষযুগল। খোলা চুল আর হালকা মেকআপে অভিনেত্রীর থেকে চোখ সরানো দায়। তাঁর এই বোল্ড লুকের ছবি ভাইরাল হতে সময় নেয়নি। কৌশাম্বীর প্রশংসায় নেটিজেন থেকে টেলি তারকারা। আসলে আদৃত-ঘরণীকে সর্বদাই ঘরোয়া লুকে বা সাদামাটা ভাবে দেখে অভ্যস্থ নেটিজেনরা। তাই হঠাৎ করে তাঁর এই অন্য ধরনের লুকস সবাইকে অবাক করেছে। যদিও কৌশাম্বীর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলে তাঁর একাধিক বোল্ড লুকের ছবি দেখতে পাওয়া যাবে।
গত মাসেই জন্মদিন সেলিব্রেট করেছেন কৌশাম্বী। বৃদ্ধাশ্রমে গিয়ে এই বছরের জন্মদিন পালন করেন তিনি। একটা সময় ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই। শুধু পপুলারই নয়, একটানা দীর্ঘদিন বেঙ্গল টপার হিসাবে প্রথম স্থান দখল করে ছিল। মিঠাইয়ের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন আদৃত রায়। আর দিদিয়ার চরিত্রে ছিলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। গত বছরের ৯ মে আদৃত ও কৌশাম্বী বিয়ে করেন। এই বছর তাঁদের বিয়ের এক বছর পূর্ণ হল। আদৃত ও কৌশাম্বী দুজনেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। তাঁদের অভিনয় বরাবরই সকলকে মুগ্ধ করেছে।
'মিঠাই' সিরিয়ালের পর কৌশাম্বীকে 'ফুলকি' সিরিয়ালে পারমিতার চরিত্রে দেখা গিয়েছিল। এই সিরিয়াল করতে করতেই আদৃতের সঙ্গে বিয়ে সারেন তিনি। তবে বসে থাকার মেয়ে কৌশাম্বী নন, এই মুহূর্তে রাজ চক্রবর্তী প্রযোজিত 'গৃহপ্রবেশ' সিরিয়ালে নেগেটিভ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এই সিরিয়ালে ডাক্তার মোহনার চরিত্রে অভিনয় করছেন কৌশাম্বী। তাঁর এই খলনায়িকার চরিত্র দর্শকদের বেশ পছন্দ হচ্ছে। প্রায় রোজই কোনও না কোনও টানটান মুহূর্ত তৈরি হচ্ছে সিরিয়ালে। টিআরপি তালিকাতে এখন রীতিমতো ধামাকা করছে গৃহপ্রবেশ।