Manosi Sengupta: দিদির কোলে হাত-পা নাড়ছে একরত্তি, ছেলের মুখ দেখালেন মানসী

Manosi Sengupta: কিছুদিন আগেই মা হয়েছেন টেলিভিশনের খলনায়িকা মানসী সেনগুপ্ত। আর মা হওয়ার পর থেকেই তিনি তাঁর সন্তানকে সকলের আড়ালেই রেখছিলেন। মার্চ মাসে জন্ম নেয় মানসীর পুত্র। আর তারপর থেকেই ছেলেকে সকলের আড়ালে রেখে দিয়েছিলেন নিম ফুলের মধু সিরিয়ালের মৌমিতা।

Advertisement
দিদির কোলে হাত-পা নাড়ছে একরত্তি, ছেলের মুখ দেখালেন মানসী মানসী সেনগুপ্ত
হাইলাইটস
  • কিছুদিন আগেই মা হয়েছেন টেলিভিশনের খলনায়িকা মানসী সেনগুপ্ত।

কিছুদিন আগেই মা হয়েছেন টেলিভিশনের খলনায়িকা মানসী সেনগুপ্ত। আর মা হওয়ার পর থেকেই তিনি তাঁর সন্তানকে সকলের আড়ালেই রেখছিলেন। মার্চ মাসে জন্ম নেয় মানসীর পুত্র। আর তারপর থেকেই ছেলেকে সকলের আড়ালে রেখে দিয়েছিলেন নিম ফুলের মধু সিরিয়ালের মৌমিতা। তবে সম্প্রতি ছেলের নাম সামনে এনেছেন তিনি। আর এবার সবাইকে দেখিয়ে দিলেন তাঁর পুত্রের মুখও।

মানসী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ছোট ভিডিও শেয়ার করেছেন। যেখানে মানসীর মেয়ের কোলে চুপ করে খেলা করছে একরত্তি। ছোট ছোট হাত-পা নাড়িয়ে দিদির কোলে রয়েছে সে। কপালে কাজলের টিপ। দিদিও খুব যত্ন নিয়ে ভাইকে কোলে নিয়েছে। ভাই-বোনের এই ভিডিও সকলের মন জয় করে নিয়েছে। কিছুদিন আগেই মানসী তাঁর ছেলের নাম জানিয়েছেন। ছেলের নাম রেখেছেন অধ্যায়। এটা তাঁর ও তাঁর বোন রাইমার পছন্দের নাম। তবে ছেলের নামের সঙ্গে পদবী জুড়েছেন নিজের। 

এক সংবাদমাধ্যমকে মানসী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে স্বামী অভিজিৎ ঘোষের পদবী ব্যবহার করে মানসীর মেয়ে। তাই অভিনেত্রী চান তাঁর পদবীটাও থেকে যাক। আর এই কারণেই তিনি তাঁর ছেলেকে নিজের পদবী দিয়েছেন। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে মানসী জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন। দ্বিতীয়বার মানসীর মা হওয়া নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। কারণ মাঝে একটা সময় শোনা গিয়েছিল তাঁর স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটেছে। তা নিয়ে অভিনেত্রী নিজেও যথেষ্ট অপকট ছিলেন। তাই খুব স্বাভাবিক ভাবেই তাঁর সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছিল।

কিন্তু সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন যে, তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল ঠিকই, তবে মেয়ের কথা ভেবে তাঁরা আবার সবটা ঠিক করে নিয়েছেন। তারপরই তাঁরা দ্বিতীয় সন্তানের জন্য পরিকল্পনা করেছেন। মানসীর স্বামী অভিজিৎ ঘোষকে সেভাবে ক্যামেরার সামনে আসতে দেখা যায় না। ছেলের নাম মানসী ও তাঁর বোন রাইমা মিলেই ঠিক করেছেন। ছোটপর্দার জনপ্রিয় খলনায়িকা হিসাবে পরিচিত মানসী। একাধিক বাংলা সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। মাঝে তিনি মুম্বইতেও অভিনয় করতে গিয়েছিলেন। পরে ফিরে এসে আবার এখানে চুটিয়ে অভিনয় করেন। এখন অভিনয় থেকে বিরতি নিয়েছেন মানসী। তবে ফটোশ্যুট সহ অন্যান্য কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দুই সন্তানকে নিয়ে এখন ভাল সময় কাটছে অভিনেত্রীর। 

Advertisement

POST A COMMENT
Advertisement