Mishmee Das: টেলি অভিনেত্রীকে পুলিশের সামনেই হেনস্থা-গালিগালাজ-হুমকি, কী হয়েছে?

Mishmee Das: এখনও আরজি কর-কাণ্ডের রেশ কাটেনি। অধরা রয়েছে বিচার। আর তারই মাঝে একের পর এক হেনস্থার ঘটনা ঘটে চলেছে শহরের বুকে। শুক্রবার অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের সঙ্গে হেনস্থার ঘটনা ঘটে। আর তারপর আরও এক অভিনেত্রীর সঙ্গে ঘটল এই ধরনের ঘটনা। হেনস্থার অভিযোগ আনলেন ছোটপর্দার পরিচিত মুখ মিশমি দাস।

Advertisement
টেলি অভিনেত্রীকে পুলিশের সামনেই হেনস্থা-গালিগালাজ-হুমকি, কী হয়েছে?মিশমি দাস ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • হেনস্থার অভিযোগ আনলেন ছোটপর্দার পরিচিত মুখ মিশমি দাস।

এখনও আরজি কর-কাণ্ডের রেশ কাটেনি। অধরা রয়েছে বিচার। আর তারই মাঝে একের পর এক হেনস্থার ঘটনা ঘটে চলেছে শহরের বুকে। শুক্রবার অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের সঙ্গে হেনস্থার ঘটনা ঘটে। আর তারপর আরও এক অভিনেত্রীর সঙ্গে ঘটল এই ধরনের ঘটনা। হেনস্থার অভিযোগ আনলেন ছোটপর্দার পরিচিত মুখ মিশমি দাস। রবিবার নিজের বাড়ির সামনেই হেনস্থার শিকার হতে হয় অভিনেত্রীকে। গোটা ঘটনাটি তিনি জানিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে?

শুধু মিশমি নন, তাঁর মা ও এক আত্মীয়ের সঙ্গেও হেনস্থার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কোন গোপনে মন ভেসেছে অভিনেত্রীর। মিশমি একটি ছবি পোস্ট করেছেন। যেখানে হলুদ টি-শার্ট ও ডেনিম পরে এক মহিলা তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। এই ছবি পোস্ট করে মিশমি লেখেন, 'আমি তখন একটি অনুষ্ঠানে যাব বলে তৈরি হচ্ছিলাম। আর আমার মা এবং এক আত্মীয় বাড়িতে ঢুকছিল। তখন মা দেখেন যে আমাদের বাড়ির ঠিক সামনে একটি গাড়ি রাখা আছে। তখন মা ওনাদের গাড়িটি সরাতে বলেন কারণ,আমার গাড়ি রাখা যাচ্ছিল না আমাদেরই বাড়ির সামনে। তার পরই ওই গাড়িতে থাকা এক মহিলা আমার মা-কে গালিগালাজ ও হুমকি দেওয়া শুরু করে। অনেক ঝামেলার পর ওরা গাড়ি সরিয়ে নিলেও গালাগাল থামায়নি। তাই তখন আমি বাইরে এসে গাড়িটি এবং মহিলাটির ছবি তুলে নিই।'

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mishmee Das (@mishmeedas13)

এরপর মিশমি যখন তাঁর গাড়িতে উঠতে যান তখন তাঁকে ওই মহিলা বাধা দেন বলে জানান অভিনেত্রী এবং যে ছবিটি মিশমি তুলেছেন তা মুছে দেওয়ার জন্য বলেন। মিশমি লেখেন, 'আমি আমি ওনার কথা না মানলে আমার উপর জোর খাটানোরও চেষ্টা করেন। আমি যখন গাড়িতে উঠি তখন উনিও একটা ছবি তুলে নেন আমার আর বলেন ফিল্ম ইন্ডাস্ট্রির নাম খারাপ কী করে করি, দেখুন এবার!' মিশমি এরপর প্রশ্ন তোলেন যে তিনি যদি তাঁর বাড়িতেই নিরাপদ না থাকেন তাহলে রাস্তায় কীভাবে নিরাপদ থাকবেন। এই পুরো ঘটনাটা তিনি কলকাতা পুলিশকে ট্যাগও করেন। নায়িকা নিজের কাজে চলে যাওয়ার পরেও তাঁর মা-কে অকথ্য ভাষায় কথা শোনানো হয়। 

Advertisement

প্রসঙ্গত, শুক্রবার সন্ধেতে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের সঙ্গেও হেনস্থার ঘটনা ঘটে। এক সেনাকর্মীর বাইকে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে অভিনেত্রীকে হেনস্থা হতে হয়। ওই সেনাকর্মী পায়েলের গাড়ির কাঁচও ভেঙে দেন। টালিগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করলেও পরে তিনি জামিন পেয়ে যান। এই ঘটনার পর পায়েলও বেশ আতঙ্কে রয়েছেন এবং একা রাতে কোথাও যেতে ভয় পাচ্ছেন।  

 

POST A COMMENT
Advertisement