টেলিদুনিয়ায় বেশ পরিচিত নাম রুকমা রায়। তাঁকে একাধিক সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন দর্শকেরা। সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও নজর কেড়েছেন নায়িকা। তবে এই মুহূর্তে ছোটপর্দা থেকে দূরেই আছেন অভিনেত্রী। যদিও সোশ্যাল মিডিয়ায় সদাই সক্রিয় অভিনেত্রী। মাঝে মাঝেই নিজের সাহসী অবতারের ছবি পোস্ট করতে ভোলেন না তিনি। আর এবারেও তার ব্যতিক্রম হল না। খোলা পিঠে ট্যাটু ফ্লন্ট করতেই রুকমার পোজে ঘায়েল বহুজন।
রুকমা যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে বাথরুমের বড় জানলা দিয়ে দেখা যাচ্ছে পাহাড়ের দৃশ্য। বাথরবে রয়েছেন অভিনেত্রী, তার পিছনেই বাথটব। এর পরের ছবিতেই তাঁকে দেখা গেল বাথরব আধা খোলা অবস্থায়। যেখানে খোলা পিঠে রুকমা ফ্লন্ট করছেন ট্যাটু। সাদা-কালো এই ছবি থেকে আপনি চোখ সরাতে পারবেন না। বাথরুমের জানলা থেকে সূর্যের আলো এসে পড়েছে রুকমার মুখে, যেখানে তাঁকে আরও সুন্দর লাগছে। এই ছবি পোস্ট করতেই রুকমার কমেন্ট বক্স ভরে গিয়েছে মন্তব্যে। সকলেই অভিনেত্রীর এই লুকসের প্রশংসা করেছেন।
টেলিভিশনে জনপ্রিয় মুখ হলেন রুকমা রায়। একের পর এক ধারাবাহিক এবং ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন। দেশের মাটি, লালকুঠি সহ বেশকিছু সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকদের ন জয় করেছে। সময় পেলেই রুকমা বেড়িয়ে পড়েন এদিক-ওদিক ঘুরতে। কখনও মলদ্বীপ, কখনও বালি, কখনও বা হিমাচল। অধিকাংশ সময়ে সোলো ট্রিপেই যান নায়িকা। গত বছর রুকমা ও রাহুল বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে ছিল। যদিও রুকমা ও রাহুল দুজনেই জানিয়েছিলেন যে তাঁরা শুধুই ভাল বন্ধু ছাড়া আর কিছুই নয়।
এমনিতেই মাঝে মধ্যে ট্রোলের মুখে পড়তে হয় রুকমাকে। তবে এইসব ট্রোলকে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। রুকমা দিদি নম্বর ১-এসে মাছ দেখে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছিল, সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়। তবে পরে অভিনেত্রী জানিয়েছিলেন যে তাঁকে মাছ খাওয়া শিখিয়েছে তাঁর মা। বেশ কয়েক মাস ছোটপর্দা থেকে দূরে ছিলেন রুকমা। এরপর অবশ্য তাঁকে তুমি আশেপাশে থাকলে সিরিয়ালে দেখা গিয়েছিল। এছাড়াও নষ্টনীড় ১ ও ২ সিজনে অভইনয় করতে দেখা গিয়েছিল রুকমাকে।