Rupsa Chatterjee: 'এখন থেকে সব রাত...' রূপসা-সায়নদীপের ফুলশয্যার VIDEO

Rupsa Chatterjee: অক্টোবরেই রাজকীয়ভাবে বিয়ে সারেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। আর বিয়ের কিছুদিনের মধ্যেই মা হওয়ার সুখবর শোনান রূপসা। বিয়ের পর থেকে সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে সক্রিয় রূপসা। নিজের ছোট ছোট মুহূর্তকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন রূপসা।

Advertisement
'এখন থেকে সব রাত...' রূপসা-সায়নদীপের ফুলশয্যার VIDEO রূপসা-সায়নদীপ
হাইলাইটস
  • অক্টোবরেই রাজকীয়ভাবে বিয়ে সারেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার।

অক্টোবরেই রাজকীয়ভাবে বিয়ে সারেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। আর বিয়ের কিছুদিনের মধ্যেই মা হওয়ার সুখবর শোনান রূপসা। বিয়ের পর থেকে সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে সক্রিয় রূপসা। নিজের ছোট ছোট মুহূর্তকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন রূপসা। এবার বিয়ের পর প্রথম রাতের ভিডিও সকলের সঙ্গে শেয়ার করলেন রূপসা-সায়নদীপ। সোশ্যাল মিডিয়ায় নায়িকার ফুলশয্যার ভিডিও রীতিমতো ভাইরাল। 

রূপসার বিয়ে একেবারে বাঙালি প্রথা মেনে ধুমধাম করেই হয়েছে। বিয়ের পর ঘরোয়া বৌভাত ও রিসেপশনের ছবি-ভিডিও শেয়ার করেছিলেন রূপসা ও সায়নদীপ। বাঙালি বাড়িতে ফুলশয্য়ার দিন নবদম্পতির খাট সুন্দর করে সাজানো হয়। রূপসার ক্ষেত্রেও তা ব্যতিক্রম হয়নি। রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছিল নায়িকার ফুলশয্য়ার খাট। রূপসা পরেছিলেন বেনারসী শাড়ি সঙ্গে ফুলের সাজ। আর স্বামী সায়দ্বীপ পরেছিলেন পাঞ্জাবি। নিজেদের এই বিশেষ মুহূর্তের ভিডিও শেয়ার করেন তাঁরা। যেখানে তাঁদের আদুরে মুহূর্তগুলো ধরা পড়েছে। 

এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল এই রাত তোমার আমার। আর ক্যাপশনেও লেখা ছিল, এখন থেকে সব রাত তোমার আমার। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই কমেন্টে ভরে গিয়েছে। সকলেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের আগামীর পথ চলার জন্য। ফুলশয্যার রাতে নিয়ম মেনে স্বামী সায়নদীপ রূপসাকে উপহারে সোনার চেন দেন। সেটা তাঁকে পরিয়েও দেন নিজের হাতে। অক্টোবরে সামাজিকভাবে বিয়ে করলেও তাঁদের আইনি বিয়ে অনেকদিন আগেই হয়ে গিয়েছে।  

উল্লেখ্য, বিয়ের এক মাসের মাথায় নায়িকার সন্তানসম্ভবা হওয়ার কথা ঘোষণা হওয়ার পর থেকে বিস্তর আলোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। অক্টোবর মাসে ‘ড্রিমি ওয়েডিং’ করেছিলেন তাঁরা। সম্পর্কের শুরু থেকেই কোনও রাখঢাক ছিল না তাঁদের। আগের বছর ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ের পর থেকেই একসঙ্গে সংসার করছেন তাঁরা। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ের দু’বছর পালন করবেন তাঁরা। কবে ভূমিষ্ঠ হবে তাঁদের সন্তান। রূপসা জানিয়েছেন খুব বেশি মাস অপেক্ষা করে থাকতে হবে না। এপ্রিলের আগেই নতুন অতিথি চলে আসার কথা। আপাতত প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছেন অভিনেত্রী। 

Advertisement

POST A COMMENT
Advertisement