Rupsa Chatterjee: ছেলের সঙ্গে রাত জাগছেন রূপসা, স্ত্রীকে দেখে মুগ্ধ সায়নদীপ

Rupsa Chatterjee: বিয়ের তিনমাসের মাথায় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। সন্তান জন্মের পর পুরো জীবনটাই বদলে গিয়েছে রূপসার। জীবনের সেরা সময় কাটাচ্ছেন অভিনেত্রী। ছোট্ট ছোট্ট হাত-পা, মাঝেমধ্যে কেবল চোখ মেলে সবটা দেখছে। সন্তানের সঙ্গেই এখন সময় কাটাচ্ছেন রূপসা।

Advertisement
ছেলের সঙ্গে রাত জাগছেন রূপসা, স্ত্রীকে দেখে মুগ্ধ সায়নদীপছেলের জন্য রাত জাগছেন রূপসা
হাইলাইটস
  • বিয়ের তিনমাসের মাথায় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়।

বিয়ের তিনমাসের মাথায় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। সন্তান জন্মের পর পুরো জীবনটাই বদলে গিয়েছে রূপসার। জীবনের সেরা সময় কাটাচ্ছেন অভিনেত্রী। ছোট্ট ছোট্ট হাত-পা, মাঝেমধ্যে কেবল চোখ মেলে সবটা দেখছে। সন্তানের সঙ্গেই এখন সময় কাটাচ্ছেন রূপসা। মা ও সন্তানকে একসঙ্গে সময় কাটাতে দেখে এক অন্য রকম অনুভূতি স্বামী সায়নদীপ সরকারের। তাঁর চোখে এ এক অন্য রূপসা। আর সেই রূপসা ও তাঁদের সন্তানকে নিয়েই আবেগঘন পোস্ট দিলেন অভিনেত্রীর স্বামী। 

সায়ন প্রেমিকা, স্ত্রী রূপসাকে যেমন দেখেছেন তেমনি এখন দেখছেন তাঁর সন্তানের মাকে। মাতৃত্বের এই রূপ সবার থেকে একটু বিশেষ। গত ২৬ জানুয়ারি তাঁদের কোলজুড়ে এসেছে একরত্তি। যাকে নিয়ে মেতে রয়েছে পুরো পরিবার। ফেব্রুয়ারি মাস প্রেমের মাস। আর ভালোবাসার মানুষের জন্য সুন্দর পোস্ট করে সায়নদীপ। লিখেছেন, ‘বছর দু’য়েক আগে, এই ভালোবাসার মাসে আমরা এক হয়েছিলাম। রূপসা-সায়ন থেকে ‘রূপসায়ন’ হয়ে উঠেছিলাম। তখন আমরা প্রেমিক-প্রেমিকা। তার পর স্বামী-স্ত্রী। আর এখন আমরা বাবা-মা। আমি তোমাকে সবসময় আমার স্ত্রী হিসেবে ভালোবেসেছি। কিন্তু তুমি যে ভাবে মায়ের ভূমিকা পালন করছ, তা আমি আগে কখনও দেখিনি।’

অপরিসীম যন্ত্রণা, সঙ্গে ঘুমহীন রাত। রূপসাকে এই সময়টা কাটাতে দেখে সায়নদীপ তাঁর মা-বাবার কষ্টটাও অনুভব করতে পেরেছেন। তিনি লেখেন, তুমি যে ভাবে আমাদের ছেলের যত্ন নিচ্ছ, তা আমায় অবাক করে। তোমার এই লড়াই আমাকে আমাদের বাবা-মায়ের কথা মনে করায়। আমাদের বড় করার সময় কষ্ট করেছিলেন তাঁরা। এই দিনগুলি আমাকে অনেক কিছু শিখিয়েছে। বাবা হওয়ার অনুভূতি আমাকে বুঝিয়েছে। মনে হয়, বাবা কতটা কষ্ট করেছিল আমায় বড় করতে। এই বিষয়টা আমার বাবা-মায়ের প্রতি সম্মান আরও বাড়িয়ে দিয়েছে। যত দিন যাচ্ছে, তোমার প্রতি আমার শ্রদ্ধা আরও বেশি বাড়ছে। আমাদের জুনিয়রের সেরা মা হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসা।

Advertisement

অক্টোবরে সামাজিক মতে বিয়ে করেন রূপসা-সায়নদীপ। বিয়ের কিছুদিন পরই রূপসার মা হওয়ার কথা সামনে আসে। যা নিয়ে তাঁকে ট্রোলের মুখে পড়তে হয়। কিছুদিন আগেও রূপসার সাধের দিন অভিনেত্রীর ছেলে হবে নাকি মেয়ে এই নিয়ে ভোটপর্ব শুরু হওয়ার ভিডিও পোস্ট হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনা শুরু হয়। মা হওয়ার পর এক সংবাদমাধ্যমকে রূপসা জানিয়েছিলেন যে এটা তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। ঘুম পাড়ানো, দুধ খাওয়ানো, পটি পরিষ্কার সবটাই নিজে করছেন রূপসা।       

POST A COMMENT
Advertisement