
টেলিভিশন ইন্ডাস্ট্রিতে খুবই পরিচিত মুখ সৈরিতী বন্দ্যোপাধ্যায়। একাধিক সিরিয়ালে সৈরিতী অভিনয় করে নজর কেড়েছেন। তবে শুধু সিরিয়ালেই সীমাবদ্ধ নয়, ওয়েব সিরিজেও অভিনেত্রীর অভিনয় বেশ প্রশংসিত। এরই সঙ্গে সৈরিতী ভীষণভাবে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়। প্রায়ই নিজের ছবি-ভিডিও পোস্ট করে থাকেন সৈরিতী। তাঁর বোল্ড ও সাহসী ছবিতে ঘায়েল নেটপাড়া।
সৈরিতীর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাবে তাঁর একাধিক পাগল করা ছবি। কখনও শাড়িতে ব্যাকলেস ব্লাউজে তাঁর রূপ মুগ্ধ করে আবার কখনও বা ওয়েস্টার্ন পোশাকে তাঁর মারকাটারি ফিগার দেখলে অনেক অভিনেত্রী ঈর্ষান্বিত হবেন। খোলামেলা পোশাকে বেশ স্বাচ্ছন্দ্য সৈরিতি। তাঁর মেদহীন ফিগারে সব পোশাকই দারুণ মানিয়ে যায়। নিজের বয়স নিয়ে লুকোছাপা করতে একেবারেই পছন্দ করেন না অভিনেত্রী। বরং নিদের বয়স সকলকে বুক ফুলিয়েই বলেন।
৩৪ বছরের সৈরিতীর রয়েছে একটি কন্যাসন্তানও। ২০২০ সালে সৈরিতী জন্ম দেন তাঁর মেয়ের। তবে এক সন্তানের মা হয়েও অভিনেত্রী তাঁর ফিগার বজায় রেখেছেন। তাঁকে দেখে বোঝা খুব মুশকিল তিনি এক মেয়ের মা। সৈরিতীর কেরিয়ার শুরু মডেলিংয়ের হাত ধরে। সেখান থেকেই ছোট পর্দা। 'নাগলীলা', 'ঠিক যেন লাভ স্টোরি' এবং 'বাক্সবদল' ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। 'ঠিক যেন লাভ স্টোরি' ধারাবাহিকে নীল ভট্টাচার্য এবং তার জুটি মনে ধরেছিল দর্শকদের। ওই ধারাবাহিক করার সময়েই সৈরিতী বিয়ে সেরে নেন, তাঁর স্বামীর নাম রোহিত। এই সময় কিছুটা কেরিয়ারে ব্রেক নেন সৈরিতি। টুম্পা অটোওয়ালিতে তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা যায়।
সৌমিতৃষা অভিনীত কালরাত্রি সিরিজে সৈরিতীর অভিনয় ভীষণভাবে নজর কাড়ে দর্শকদের। একেবারে অন্য ধরনের সাহসী চরিত্রে তাঁকে দেখা যায়। রিল লাইফের জন্য সৈরিতী বোল্ড হলেও শ্বশুরবাড়িতে মাথায় ঘোমটা দিয়ে রাখেন অভিনেত্রী। সেই কথা দিদি নম্বর ১-এ এসে নিজেই জানিয়েছিলেন তিনি। আসলে সৈরিতীর বিয়ে হয় অবাঙালি পরিবারে। দিদি নম্বর ১-এর মঞ্চেই সৈরিতী একসময় বলেছিলেন যে তাঁর শ্বশুরবাড়িতে ঘোমটা দিয়ে থাকতে হয় তাঁকে। যাঁরা তাঁর বরের চেয়ে বয়সে বড় তাঁদের সামনে কিংবা তাঁর শ্বশুরমশাই এলে নায়িকাকে ঘোমটা দিয়ে থাকতে হয়।
যদিও সৈরিতী জানিয়েছেন যে তিনি শাড়ি বা সালোয়ার যেটাই পরে থাকুক না কেন, তাঁকে বড়দের সামনে ঘোমটা দিয়েই থাকতে হয়। যদিও সোশ্যাল মিডিয়ায় সেই ঘোমটা দেওয়া বউমা একেবারেই বোল্ড ও সাহসী অবতারে ধরা দিয়ে থাকেন। তখন তাঁকে দেখে বোঝার উপায় নেই সৈরিতী এক মেয়ের মা। ছোট পর্দার নায়িকা হিসাবে অভিনয় যাত্রা শুরু হয়েছিল তাঁর। তবে মাঝে অনেক দিন সিরিয়ালে দেখা যায়নি।