Shruti Das: মাকে বরণ করতে পারবেন না শ্রুতি, কারণ জানালেন পর্দার 'নিশা'

Shruti Das: প্রতি বছরই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের বাড়িতে পুজো হয়ে থাকে। বিয়ের আগে থেকেই সেই পুজোতে যোগ দিচ্ছেন অভিনেত্রী শ্রুতি দাসও। আইনি বিয়ের পর মাকে বরণ ও সিঁদুর খেলাতেও মেতেছিলেন অভিনেত্রী। তবে এই বছর মাকে বরণ ও সিঁদুর খেলায় যোগ দিতে পারবেন না শ্রুতি।

Advertisement
মাকে বরণ করতে পারবেন না শ্রুতি, কারণ জানালেন পর্দার 'নিশা'শ্রুকি দাস
হাইলাইটস
  • প্রতি বছরই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের বাড়িতে পুজো হয়ে থাকে।

প্রতি বছরই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের বাড়িতে পুজো হয়ে থাকে। বিয়ের আগে থেকেই সেই পুজোতে যোগ দিচ্ছেন অভিনেত্রী শ্রুতি দাসও। আইনি বিয়ের পর মাকে বরণ ও সিঁদুর খেলাতেও মেতেছিলেন অভিনেত্রী। তবে এই বছর মাকে বরণ ও সিঁদুর খেলায় যোগ দিতে পারবেন না শ্রুতি। কারণ পুজোর আগেই পরিবারে ঘটে গিয়েছে অঘটন। 

গত ১২ বছর ধরেই শ্রুতির শ্বশুরবাড়িতে এই পুজো হয়। আর ৬ ধরে শ্রুতি নিজে এই পুজোয় অংশ নিচ্ছেন। গত বছরও শ্রুতিকে দেখা গিয়েছিল শ্বশুরবাড়ির পুজোয় মাকে বরণ করতে। কিন্তু এই বছর সেই দৃশ্য আর দেখা যাবে না। আসলে চলতি বছরেই শ্রুতি তাঁর জেঠুকে হারিয়েছেন। তাই পুজোর কাজ বা মায়ের বরণের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। 

এক সাক্ষাৎকারে শ্রুতি জানিয়েছিলেন যে তাঁর আইনি বিয়ে হলেও সামাজিক বা শাস্ত্রমতে বিয়ে হয়নি। তাই বাবার বাড়ির সব নিয়মই তাঁকে মানতে হবে। শ্রুতি ও স্বর্ণেন্দুর আইনি বিয়ের ২ বছর পূর্ণ হলেও এখনও তাঁরা সামাজিক বিয়ে করেননি। তাই শ্রুতির বাবার বাড়ির নিয়ম অনুযায়ী তাঁর কালাশৌচ চলছে। তবে পুজোর চারটে দিনই বাড়ির পুজোতেই ছিলেন শ্রুতি। একসঙ্গে খাওয়া-দাওয়া, আড্ডা সবই চলে। গত বছরই শ্রুতির এই পুজোয় অংশ নেওয়া নিয়ে ট্রোলের মুখে পড়তে হয়েছিল। সেই সময় আরজি কর-এর রেশ চলছিল। আর শ্রুতির করা একটি ফেসবুক পোস্ট ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়। পরে অবশ্য সেই পোস্ট মুছে দেন শ্রুতি। 

বহুদিন পর ছোটপর্দায় ফিরেছেন শ্রুতি। রাঙা বউ সিরিয়ালের পর তাঁকে আর টেলিভিশনে দেখা যায়নি। তবে ইতিমধ্যেই বড়পর্দায় ডেবিউ করে ফেলেছেন। ওয়েব সিরিজেও তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে। জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। পুজো মিটলেই সিরিয়ালের শ্যুটিং শুরু হয়ে যাবে।

Advertisement

POST A COMMENT
Advertisement