Kanchan-Sreemoyee: শ্রাবণের প্রথম সোমবার করবেন শ্রীময়ী, ২১-র মঞ্চে বিধায়ক কাঞ্চনের সঙ্গে দেখা যাবে?

Kanchan-Sreemoyee: বিয়ের আগে থেকেই কাঞ্চন ও শ্রীময়ীকে সব জায়গাতেই একসঙ্গে দেখা যায়। ফিল্মি পার্টি থেকে শুরু করে সামাজিক কোনও কাজ, পুজোর উদ্বোধন, সবকিছুতেই একসঙ্গে থাকেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের পরও যে তাঁদের একসঙ্গেই দেখা যাবে এটা তো বলাই বাহুল্য।

Advertisement
শ্রাবণের প্রথম সোমবার করবেন শ্রীময়ী, ২১-র মঞ্চে বিধায়ক কাঞ্চনের সঙ্গে দেখা যাবে?কাঞ্চন-শ্রীময়ী
হাইলাইটস
  • বিয়ের আগে থেকেই কাঞ্চন ও শ্রীময়ীকে সব জায়গাতেই একসঙ্গে দেখা যায়।

বিয়ের আগে থেকেই কাঞ্চন ও শ্রীময়ীকে সব জায়গাতেই একসঙ্গে দেখা যায়। ফিল্মি পার্টি থেকে শুরু করে সামাজিক কোনও কাজ, পুজোর উদ্বোধন, সবকিছুতেই একসঙ্গে থাকেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের পরও যে তাঁদের একসঙ্গেই দেখা যাবে এটা তো বলাই বাহুল্য। এমনকী কাঞ্চন মল্লিকের ভোট প্রচারের সময়ও শ্রীময়ীকে দেখা গিয়েছে। সোমবার, ২১ জুলাই। প্রতিবছরের মতো এই বছরও ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস পালন হবে। আবার এইদিন শ্রাবণ মাসের প্রথম সোমবার। দিদির মঞ্চে কাঞ্চনের সঙ্গে শ্রীময়ী কি যাবেন?

১৮ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। আর ২১ জুলাই শ্রাবণের প্রথম সোমবার। আর পাঁচটা মহিলার মতো শ্রীময়ীও এই শ্রাবণের সোমবার পালন করে থাকেন। গত দেড় বছর ধরে কাঞ্চন-পত্নী শ্রাবণের প্রথম ও শেষ সোমবার পালন করেন। আর সোমবার ২১ জুলাই ও শিবের পুজো একসঙ্গে পড়েছে। তাই কাঞ্চনের সঙ্গে ২১-এর মঞ্চে থাকতে পারবেন না শ্রীময়ী। এক সংবাদমাধ্যমকে শ্রীময়ী জানিয়েছেন যে বিয়ের আগে থেকেই তিনি শিবরাত্রি পালন করতেন। 

আর গত দেড় বছর ধরে তিনি শ্রাবণের সোমবার পালন করেন। তবে সিরিয়ালের শ্যুটিং থাকার জন্য প্রতি সোমবার তা পালন করা হত না। তাই শ্রাবণ মাসের প্রথম ও শেষ সোমবার পালন করেন নিষ্ঠা ও ভক্তি সহকারে। শ্রীময়ী বলেছেন যে গত বছর তিনি তারকেশ্বরে গিয়েছিলেন। তবে খুব কঠিন উপোস করেন না শ্রীময়ী। সকালে কিছু ঘণ্টা না খেয়ে থাকার পর শিবের মাথায় জল ঢালেন তিনি। এরপর সারাদিন নিরামিষ খাবার খান। রাতে লুচি জাতীয় কোনও খাবার থাকে। কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই যে ঈশ্বর ভক্তিতে বিশ্বাসী তা নতুন করে বলার কিছু নেই। উত্তরপাড়ার বিধায়কের বাড়িতে কালীপুজো থেকে লক্ষ্মীপুজো, সত্যনারায়ণ, জগন্নাথ দেব সব পুজোই ভক্তিভরে হয়ে থাকে। কাঞ্চন তো নিজে উপোস করে কালীপুজো করেন। 

২১ জুলাই-এর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টলিপাড়ার একাধিক চেনা মুখের সারিদের দেখা যায়। দেব, সোহম, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া থেকে শুরু করে টেলিপাড়ার নায়িকারাও এই মঞ্চে থাকেন। তবে এই বছর কাঞ্চনকে একাই দেখা যাবে এখানে। যদিও গত বছরও শ্রীময়ী প্রেগন্যান্ট হওয়ার কারণে এই শহিদ দিবসের অনুষ্ঠানে যেতে পারেননি। অপরদিকে, অক্ষয় তৃতীয়ার দিন ইসকনে মেয়ে কৃষভির মুখে ভাতের জন্য দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনেও অনুপস্থিত ছিলেন এই তারকা দম্পতি। 

Advertisement

এই মুহূর্তে শ্রীময়ীকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না। আপাতত মেয়ের সঙ্গেই সময় কাটাতে ব্যস্ত তিনি। অন্যদিকে কাঞ্চন এক দিকে অভিনয় আর অন্য দিকে রাজনীতি দু’দিকই সামলাচ্ছেন সমান তালে।

POST A COMMENT
Advertisement