Swikriti Majumder: 'কুম্ভ স্নান করলে নাকি সুন্দরী?,' ভেজা শরীরে স্বীকৃতির ছবিতে তুমুল ট্রোলিং

Swikriti Majumder: টেলিভিশনের খুবই চেনা মুখ স্বীকৃতি মজুমদার। খেলাঘর, মেয়েবেলা, আলোর কোলে-র মতো সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়াতে ভালই অ্যাক্টিভ থাকেন নায়িকা। মাঝে মাঝেই নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চায় থাকেন স্বীকৃতি। তবে সেইসব কিছুকে মোটেও পাত্তা দেন না তিনি।

Advertisement
'কুম্ভ স্নান করলে নাকি সুন্দরী?,' ভেজা শরীরে স্বীকৃতির ছবিতে তুমুল ট্রোলিংস্বীকৃতি মজুমদার
হাইলাইটস
  • টেলিভিশনের খুবই চেনা মুখ স্বীকৃতি মজুমদার।

টেলিভিশনের খুবই চেনা মুখ স্বীকৃতি মজুমদার। খেলাঘর, মেয়েবেলা, আলোর কোলে-র মতো সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়াতে ভালই অ্যাক্টিভ থাকেন নায়িকা। মাঝে মাঝেই নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চায় থাকেন স্বীকৃতি। তবে সেইসব কিছুকে মোটেও পাত্তা দেন না তিনি। বরং একেবারে নিজের মতো করে জীবন যাপন করছেন অভিনেত্রী। সম্প্রতি স্যুইম পোশাকে ধরা দিলেন নায়িকা। আর ছবি পোস্ট হতেই ফের ট্রোলের মুখে তিনি। 

কালো রঙের মনোকিনি, বুকের কাছে কাজ করা। জলের ঢেউয়ে স্বীকৃতির শরীরি আলোড়ন নেটপাড়ায় নতুন করে সেনসেশন সৃষ্টি করেছে। অভিনেত্রীর ভেজা শরীর থেকে চোখ সরানো দায়। তবে এটা ঠিক কোথায় তা জানা যায়নি। যদিও অভিনেত্রী এখন মুম্বইতে রয়েছেন বলে জানা গিয়েছে। এই ছবি পোস্ট হতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল নেট দুনিয়ায়। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

স্বীকৃতির এই পোস্টে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন, এটা মহাকুম্ভতে নাকি। আবার অনেকে লিখেছেন, কুম্ভ স্নান করলে নাকি সুন্দরী। এই ছবি পোস্ট করে স্বীকৃতি ক্যাপশনে লেখেন, ইশক জ্যায়সা কুছ। অভিনেত্রী এখন মুম্বইতেই রয়েছেন। তাঁর সোশ্যল মিডিয়ায় ঢুঁ মারলেই তা বোঝা যাবে। অভিনেত্রী একটি পাবে অর্জুন রামপালের সঙ্গে সেলফি পোস্ট করেছেন। তবে এই প্রথম নয়, এর আগেও স্বীকৃতির বোল্ড অবতার রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল নেট দুনিয়াকে।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কিছুদিন আগেই স্বীকৃতিকে দেখা গিয়েছিল মুম্বইয়ের লোকাল ট্রেনে যাতায়ায় করতে। সেই সময় তাঁর পরনে ছিল সাদা রঙা টি-শার্ট আর কালো শর্টস। আর এই ছবি পোস্ট হতেই ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী। এক নেটিজেন লেখেন, ‘প্যানন্টা খুলে ফেললে ভালো হতো….’। ছাড়বার পাত্রী নন স্বীকৃতি। কটাক্ষের উচিত জবাব দিয়ে তিনি লেখেন, ‘আপনি না জন্মালে দুনিয়াটা ভালো হতো!’ সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে এক্কেবারেই মাথা ঘামান না স্বীকৃতি। নায়িকাকে ট্রোল করলে মোক্ষম জবাব দিতে জানেন তিনি।

নিজের ব্যক্তিগত জীবনকে সবসময়ই আড়ালে রেখেছেন অভিনেত্রী। গত বছরই তাঁর বিয়ের খবর সামনে এসেছে। কিন্তু নায়িকার সোশ্যাল মিডিয়া পেজে তা নিয়ে কোনও ছবি-ভিডিও কিছুই নেই। স্বীকৃতি নিজেও তাঁর বিয়ের খবর কাউকে জানাননি। ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয় কেরিয়ার গড়েছেন নায়িকা। জি বাংলার আনন্দী সিরিয়ালে শেষ দেখা মিলেছে স্বীকৃতির। খাকি উর্দিতে পুলিশ অফিসারের বেশে একদম লেডিং সিংঘম নায়িকা। অভিনেত্রী কবে কামব্যাক করবেন, তারই অপেক্ষায় রয়েছেন ভক্তেরা।    

Advertisement

POST A COMMENT
Advertisement