টেলিপাড়ায় বেশ পরিচিত মুখ তন্বী লাহা রায়। তবে সুনামের চেয়ে দুর্নামই বেশি। কারণ তাঁকে অধিকাংশ সময়েই সিরিয়ালে নেগেটিভ চরিত্রেই অভিনয় করতে দেখা যায়। মিঠাই সিরিয়ালে তোর্সা চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিত হয়ে গিয়েছিলেন তন্বী। এই মুহূর্তে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ২৭ জুলাই ছিল অভিনেত্রীর জন্মদিন। আর তা গ্র্যান্ডভাবেই পালন করলেন তন্বী।
জন্মদিনের আগেই শহর ছেড়েছিলেন অভিনেত্রী। এয়ারপোর্ট লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। আর হাতে পাসপোর্ট রয়েছে মানে তিনি দেশের বাইরেই জন্মদিন সেলিব্রেট করতে গিয়েছেন। যেমনটা ভাবা তেমনটা কাজ। জন্মদিনের দিন লাল রঙের বিকিনিতে ধরা দিলেন তন্বী। সামনে নীল রঙের সমুদ্রের জলরাশি আর সমুদ্রের জলে বসে লালপরী তন্বী। খোলা চুল ও চোখে সানগ্লাস, মেদহীন খোলা পিঠ ও কোমর থেকে আপনার নজর সরবে না। আর ঠিক তার পাশেই রাখা রয়েছে বার্থডে কেক। নিজের জন্মদিনে এভাবেই বোল্ড লুকে ধরা দিলেন তন্বী। এই বছর ২৫ বছরে পা দিলেন মিঠাই সিরিয়ালের তোর্সা।
ছোটপর্দার চেনা মুখ তন্বী। মিষ্টি মুখের হাসি দিয়েই তিনি সকলের মন জয় করে নেন। সিরিয়ালে তাঁর খল চরিত্র দেখলে দর্শকের রাগ হলেও বাস্তব জীবনে একেবারে অন্য ধরনের তন্বী। গত বছর মাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এখনও মায়ের কথা তাঁর একাধিক সোশ্যাল মিডিয়া পেজে অভিনেত্রী বলে থাকেন। এই বছর মায়ের মৃত্যুর এক বছর পূরণ হল। মাকে খোলা চিঠি লিখেছিলেন তন্বী। প্রতিদিন মায়ের অভাব কতটা তা বুঝিয়ে দেন তন্বী তাঁর প্রায় প্রতিটি পোস্টে। নিজে ফ্ল্যাট যেমন কিনেছেন তেমনি পৈতৃক বাড়িকে নতুন করে গড়ে তুলেছেন তন্বীর বাবা। সেখানে একটি ঘর এখন স্টুডিওতে পরিণত হয়েছে।
অপরদিকে, এই বছরই সদ্য মন ভেঙেছে তন্বীর। টলিপাড়ার আর এক নায়ক রাজদীপ গুপ্তর সঙ্গে জমিয়ে প্রেম চলছিল তন্বীর। গত বছর সেই কথা ঘোষণা করেছিলেন নিজেরা। ইনস্টাগ্রামে প্রায়ই তাঁদের আদুরে ছবির দেখা মিলত। একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন তাঁরা। সম্পর্কের বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের ব্রেকআপ হয়ে যায়। যদিও কী কারণে তাঁদের প্রেম ভাঙে সেই নিয়ে দুই তারকার পক্ষ থেকে কিছুই জানা যায়নি। তন্বী ও রাজদীপের পরিচয় শুরু বাক্স বদল সিরিজের মাধ্যমে। যদিও সেই সময় প্রেমটা হয়নি। আসলে তন্বী ও রাজদীপ দুজনেই তাঁদের মাকে হারিয়েছেন। আর এই মাতৃবিয়োগের যন্ত্রণাই দুজনকে কাছাকাছি এনেছিল। প্রসঙ্গত, কিছুদিন আগে পর্যন্ত তন্বীর সোশ্যাল মিডিয়ায় রাজদীপ ও তাঁর ছবি দেখা যেত। কিন্তু এরপর আর তাঁদের আর কোনও ছবি দেখতে পাওয়া যায়নি।