Tonni Laha Roy: বাথটবে স্নানরত তন্বী, হাতে কেক, জন্মদিনের যে ছবি VIRAL

Tonni Laha Roy: ছোটপর্দার পরিচিত মুখ তন্বী লাহা রায়। মিঠাই সিরিয়ালে সৌমিতৃষার পাশাপাশি তোর্ষা ওরফে টেস চরিত্রটি দর্শকদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছিল। মিঠাই শেষ হওয়ার পর তন্বীকে সেভাবে দেখা যায়নি কোনও সিরিয়ালে। তবে সিরিজ-সিনেমাতে মনোযোগ দিয়েছেন তিনি। সম্প্রতি তন্বী তাঁর জন্মদিন উদযাপন করলেন, তবে এই শহরে নয়।

Advertisement
বাথটবে স্নানরত তন্বী, হাতে কেক, জন্মদিনের যে ছবি VIRAL তন্বী লাহা রায় ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • ছোটপর্দার পরিচিত মুখ তন্বী লাহা রায়।

ছোটপর্দার পরিচিত মুখ তন্বী লাহা রায়। মিঠাই সিরিয়ালে সৌমিতৃষার পাশাপাশি তোর্ষা ওরফে টেস চরিত্রটি দর্শকদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছিল। মিঠাই শেষ হওয়ার পর তন্বীকে সেভাবে দেখা যায়নি কোনও সিরিয়ালে। তবে সিরিজ-সিনেমাতে মনোযোগ দিয়েছেন তিনি। সম্প্রতি তন্বী তাঁর জন্মদিন উদযাপন করলেন, তবে এই শহরে নয়। জন্মদিনে তিনি উড়ে গিয়েছিলেন গোয়াতে। আর সেখানেই বাথটবে বসে নিজের বার্থডে কেক কাটলেন তন্বী। সঙ্গী কে ছিলেন জানেন?

তন্বী সোলো ট্রিপে গিয়েছেন। জন্মদিনের দিনটা একান্তই নিজের সঙ্গে কাটাবেন বলে একাই গোয়াতে উড়ে গিয়েছেন। আর সেখান থেকেই বেশ কিছু ছবি শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। তন্বীর সেই সাহসী অবতারের ছবি দেখে ভির্মি খাচ্ছে নেটপাড়া। তন্বীকে দেখা গিয়েছে কুরুসের ব্রালেটে। বাথটবে বসে রয়েছেন তন্বী, চারদিকে রঙিন বেলুন আর হ্যাপি বার্থডে লেখা কার্ড। তন্বীর হাতে জন্মদিনের কেক, আর অভিনেত্রী সেই কেক খাচ্ছেন বাথটবে বসেই। তন্বীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কৌশাম্বী। তাঁরা একসঙ্গে সিরিয়ালে অভিনয় করতেন এবং ভাল বন্ধুও। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tonni Laha Roy (@roytonni)

এখানেই শেষ নয়, তন্বীকে পুলের ধারেও দেখা গিয়েছে। তন্বীর বোল্ডনেস উষ্ণতা বাড়িয়েছে নেট পাড়ায়। প্রসঙ্গত, জন্মদিনের দিন অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেও বিশেষভাবে নজর কেড়েছে রাজদীপ গুপ্তর একটি পোস্ট। বেশ কয়েকটি ছবি দিয়েছেন তিনি মিঠাই-খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে। আর ভালোবাসা মাখা একটি ক্যাপশন। যা দেখে অনেকেই প্রশ্ন করছেন তাহলে কি প্রেম করছেন এই দুই তারকা। তন্বী-রাজদীপ তাঁদের ব্যক্তিগত কিছু মুহূর্তগুলির ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়া পেজে। ক্যাপশনে লেখা, ‘আচ্ছা ঠিক আছে… আজকের দিনটা তোমার… আর আগামীকাল ও তার পরের দিনও তোমার… এমন একটা দিন কাটাও যা ভালোবাসা, হাসি আর আনন্দে পরিপূর্ণ, যা তোমাকে খুশি রাখে। আজকের দিনটাও খুশি থাকো, বাদবাকি দিনগুলোও। হ্যাপি বার্থ ডে এইচ এস।’ অর্থাৎ রাজদীপ তন্বীকে বিশেষ নামেও যে ডাকেন তা একেবারে স্পষ্ট। প্রসঙ্গত, জি বাংলার বাক্স বদল সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন তন্বী আর রাজদীপ।

Advertisement

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tonni Laha Roy (@roytonni)

কদিন আগেই মা-কে হারিয়েছেন তন্বী। দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে চলে যান অভিনেত্রীর মা। সেই শোক কাটিয়ে উঠে, ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন। কাজের সূত্রে, তন্বীর ছোট পর্দায় শেষ কাজ ছিল মিঠাই। এছাড়াও মিমি ও আবীর চট্টোপাধ্যায়ের আলাপ-এ তাঁকে দেখা গিয়েছে। 

POST A COMMENT
Advertisement