
সঞ্চালিকা হিসাবে সুদীপা চট্টোপাধ্যায়ের বেশ সুনাম রয়েছে টালিগঞ্জ চত্ত্বরে। এক দিকে যেমন তাঁর রান্নার অনুষ্ঠান চারিদিকে জনপ্রিয় হয়েছে। তেমনই আবার নিজের ব্যবসাও খুলেছেন তিনি। পাশাপাশি আবার নিজের ইউটিউব চ্যানেলও রয়েছে, যেখানে সুদীপা তাঁর স্পেশাল স্পেশাল রান্নার ভিডিও শেয়ার করে থাকেন। কিছুদিন আগেই স্বামী অগ্নিদেব ৬০ বছর বয়সে পা দিয়েছেন। দারুণভাবে সেই জন্মদিন পালনও করেছেন সঞ্চালিকা। আর হঠাৎই নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়লেন সুদীপা। সোশ্যাল মিডিয়ায় দিলেন তারই ইঙ্গিত।
সোমবার সুদীপা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন তিনি ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন। সুদীপা লেখেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি....আমার আশেপাশের প্রায় সবাই মহাকুম্ভে ডুব দিয়ে দিলে, তাদের তো সবার মোক্ষলাভ হয়ে যাবে...। সুদীপা আরও লেখেন, ভূত হয়ে, একা একা বাঁচবো কি করে? মগডালে পা ঝুলিয়ে-আড্ডা হবে না? এই লেখার পাশে কান্নার ইমোজি দিয়েছেন। আসলে সুদীপা চিন্তিত সবার কুম্ভে চলে যাওয়া নিয়ে। কারণ তিনি যেতে পারেননি।
প্রসঙ্গত, এই বছর মহাকুম্ভ খুবই বিশেষ। ১৪৪ বছর পর প্রয়াগরাজে এই মহাকুম্ভ হচ্ছে। ত্রিবেণী সঙ্গমে পবিত্র ডুব দিতে বলিউড থেকে টলিউড সকলেই ভিড় জমাচ্ছেন। বলিউডের একাধিক তারকাকে দেখা গিয়েছে কুম্ভে যেতে। অপরদিকে টলিউড ও টেলিপাড়া থেকেও বেশ কিছুজনকে দেখা গিয়েছে কুম্ভে যেতে। সোশ্যাল মিডিয়া খুললেই এখন কুম্ভে যাওয়ার হিড়িক দেখে সত্যিই অবাক হতে হয়। আর এইসব দেখেই বেশ চিন্তায় পড়ে গিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। এমনিতে তাঁর অধিকাংশ পোস্টেই ট্রোল করা হয়। কিন্তু এই পোস্টে কমেন্ট করতে দেখা গেল শুভশ্রী ও মিমি চক্রবর্তীকে।
প্রযোজক পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে ২০১৭ সালে আইনি মতে বিয়ে করেন সুদীপা। তাঁদের প্রেমের বিয়ে। দীর্ঘ দিন একত্রবাসের পর বিয়ে করেন তাঁরা। সিরিয়ালের সেটেই তাঁদের প্রেমের শুরু হয়। সে সময় অগ্নিদেব অবশ্য ছিলেন বিবাহিত। সম্প্রতি অগ্নিদেবের ৬০ বছরের জন্মদিন উদযাপন করেন সুদীপা। দুই ছেলে ও পরিবারের সঙ্গেই অগ্নিদেবের জন্মদিন পালন করা হয়।