Madhubani-Raja: ২০০ টাকার ব্যাগ ২ হাজার টাকা! চরম ট্রোলড, পাল্টা চ্যালেঞ্জ রাজা-মধুবনীর, VIDEO

Madhubani-Raja: টেলিপাড়ার জনপ্রিয় জুটি মধুবনী গোস্বামী ও রাজা গোস্বামী। মধুবনী বহু বছর আগেই অভিনয় পেশা ছেড়ে দিয়েছিলেন। তবে সম্প্রতি চিরসখা সিরিয়ালে তাঁকে কামব্যাক করতে দেখা যায়, এই সিরিয়ালেই অভিনয় করছেন রাজাও। অভিনয়ের পাশাপাশি রাজা ও মধুবনী তাঁদের ব্যবসাও শুরু করেছেন। সম্প্রতি তাঁরা নতুন এক ব্যবসা শুরু করেন, যার খবর সোশ্যাল মিডিয়ায় ঘোষণাও করেন এই দম্পতি।

Advertisement
২০০ টাকার ব্যাগ ২ হাজার টাকা! চরম ট্রোলড, পাল্টা চ্যালেঞ্জ রাজা-মধুবনীর, VIDEOমধুবনী ও রাজা গোস্বামী
হাইলাইটস
  • টেলিপাড়ার জনপ্রিয় জুটি মধুবনী গোস্বামী ও রাজা গোস্বামী।

টেলিপাড়ার জনপ্রিয় জুটি মধুবনী গোস্বামী ও রাজা গোস্বামী। মধুবনী বহু বছর আগেই অভিনয় পেশা ছেড়ে দিয়েছিলেন। তবে সম্প্রতি চিরসখা সিরিয়ালে তাঁকে কামব্যাক করতে দেখা যায়, এই সিরিয়ালেই অভিনয় করছেন রাজাও। অভিনয়ের পাশাপাশি রাজা ও মধুবনী তাঁদের ব্যবসাও শুরু করেছেন। সম্প্রতি তাঁরা নতুন এক ব্যবসা শুরু করেন, যার খবর সোশ্যাল মিডিয়ায় ঘোষণাও করেন এই দম্পতি। নানা ধরনের ব্যাগের পসার সাজিয়েছেন দু’জন মিলে। অনলাইনে সেগুলি বিক্রিও হচ্ছে রমরমিয়ে। তবে নেটিজেনদের একাংশের দাবি, কম দামের ব্যাগগুলিকে চড়া দামে বিক্রি করছেন রাজা-মধুবনী। আর এই নিয়ে তাঁদের ট্রোলের মুখেও পড়তে হয়েছে। 

এমনিতেই একাধিক বিতর্কে জড়িয়ে থাকেন মধুবনী। এবার তাঁর নতুন ব্যাগের ব্যবসা নিয়েও ট্রোলারদের কটাক্ষের মুখে পড়লেন রাজা ও মধুবনী। ‘রাজা মধুবনী কালেকশনস’এ মিলছে নানা ধরনের ব্যাগ, যা নিয়ে অভিনেত্রীর নিজের দাবি– “ব্র্যান্ডেড” এবং “ক্লাসি”। কিন্তু দাম দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের! একটা মাঝারি সাইজের ব্যাগের গাম নাকি শুরু ১৯৯৯ টাকা থেকে। অথচ নেটিজেনরা দাবি করেছেন, নিউমার্কেট ও গড়িয়াহাট চত্ত্বরের ফুটপাত বা স্থানীয় বাজারে এই একই ব্যাগ পাওয়া যায় ২০০-৩০০ টাকায়। এরই মাঝে রাজা-মধুবনীকে এক ব্যবহারকারী অভিযোগ করে জানিয়েছেন, একই ব্যাগ তিনি মাত্র ২৫০ টাকায় কিনেছেন, অথচ সেলিব্রিটি ট্যাগ লাগিয়ে সেই পণ্য বিক্রি হচ্ছে ৬০০ টাকায়।

ছবি সৌজন্যে: ফেসবুক

প্রায় রোজই রাজা-মধুবনীর ব্যাগের ব্র্যান্ড নিয়ে অভিযোগ উঠছে। আর এই নিয়ে সম্প্রতি এই তারকা দম্পতি ফেসবুকে লাইভ করে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন যে কেউ যদি ২০০০ টাকার ব্যাগ ২০০ টাকায় দিয়ে পারে তাহলে তাঁরা সেই ব্যাগ ডজন খানেক কিনবেন। রাজা আরও জানিয়েছেন যে যাঁরা এইসব করে তাঁদের ক্ষতি করার চেষ্টা করছেন, আসলে কিন্তু তাঁদের লাভই হয়েছে। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত জীবনকে এমনভাবে প্রচার কৌশলে ব্যবহার করা এবং ক্রেতাদের অবাস্তব দামের মুখোমুখি করা একটি অস্বাস্থ্যকর মার্কেটিং।

Advertisement

রাজা এবং মধুবনীর দাবি, তাঁরা যে ধরনের ব্যাগ বিক্রি করেন, তা বাজারচলতি সস্তা ব্যাগের থেকে অনেকটাই উন্নত মানের। তাই স্বাভাবিক ভাবে দামও বেশি। পাশাপাশি ট্রোলারদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাঁরা বলেন, কেউ যদি ভাল মানের লেদারের ব্যাগ সস্তায় খুঁজে পেলে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে। তা হলে অবশ্যই তাঁরা কম দাম সেই ব্যাগ বিক্রি করবেন। ‘চিরসখা’ ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল রাজা-মধুবনীকে। এই ধারাবাহিকের হাত ধরেই মা হওয়ার পর ফের অভিনয়ে ফেরেন অভিনেত্রী। এক আইনজীবীর চরিত্রে দেখা যায় তাঁকে। সাম্প্রতিক কালে একাধিক বেফাঁস মন্তব্যের পর নানা কটাক্ষের মুখে পড়েন মধুবনী। সংসার এবং সন্তানকে সামলানোর পাশাপাশি বিউটি পার্লার এবং ভ্লগিংও চালাচ্ছেন মধুবনী।

POST A COMMENT
Advertisement