Sean-Srijla: সৃজলার সঙ্গে ছবি দিয়েও ডিলিট করলেন শন, প্রেম করছেন নাকি 'মন ফাগুন' জুটি?

Sean-Srijla: 'মন ফাগুন' সিরিয়ালে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহ। আর এই ধারাবাহিকে কাজ করার সময়ই সম্পর্ক ভাঙে সৃজলা ও রোহন ভট্টাচার্যের। সেই সময় শোনা যাচ্ছিল যে শনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার জন্যই নাকি রোহন ও সৃজলার মধ্যে দুরত্ব আসে।

Advertisement
সৃজলার সঙ্গে ছবি দিয়েও ডিলিট করলেন শন, প্রেম করছেন নাকি 'মন ফাগুন' জুটি?প্রেম করছেন মন ফাগুন জুটি?
হাইলাইটস
  • 'মন ফাগুন' সিরিয়ালে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহ।

'মন ফাগুন' সিরিয়ালে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহ। আর এই ধারাবাহিকে কাজ করার সময়ই সম্পর্ক ভাঙে সৃজলা ও রোহন ভট্টাচার্যের। সেই সময় শোনা যাচ্ছিল যে শনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার জন্যই নাকি রোহন ও সৃজলার মধ্যে দুরত্ব আসে। যদিও সেই সময় শন ও সৃজলা এই নিয়ে কোনও মন্তব্যই করেনি। আর তারপর থেকেই শন ও সৃজলার সম্পর্ক নিয়ে টেলিপাড়ায় ফিসফিসানি শুরু হয়। আর রবিবার থেকে সেই গুঞ্জনে নতুন করে ঘি পড়ল।

আসলে রবিবার শন তাঁর ইনস্টাগ্রামে সৃজলার সঙ্গে একটি ছবি দেন। কিন্তু খানিক পরেই তা মুছে দেওয়া হয়। কিন্তু কেন এটা শন করলেন সেটাই বোঝা যাচ্ছে না। ইনস্টাগ্রামে মন ফাগুন জুটির এই ছবিটি এসেছিল শনের প্রোফাইল থেকে রবিবার বিকেলে। পরে সেটি মুছে ফেলা হয়। ফের একবার রাতে পোস্ট করা হয়, রাত ৯টা ৫৫ নাগাদ। আপাতত ছবিটি আবারও মুছে দেওয়া হয়েছে। এই ছবির ক্যাপশন ছিল, শীতের দুপুরে সূর্যের রোদ পোহানো। শনের গায়ে ছিল নীল রঙের সোয়েটার আর সৃজলা পরেছিলেন গোলাপি রঙের সালোয়ার কামিজ। দুজনের মুখেই হাসি। আর এই ছবি সামনে আসার পরই নতুন করে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

রোহন ভট্টাচার্যের সঙ্গে প্রেম চলাকালীন ছোটপর্দায় কাজ শুরু করেন সৃজলা। মন ফাগুন সিরিয়ালে শনের সঙ্গে তাঁর কেমিস্ট্রি দর্শকদের খুব পছন্দ হয়। এই সিরিয়ালে শেষ পর্যায়ে এসেই ইন্ডাস্ট্রিতে তাঁর ও সৃজলার সম্পর্কের কথা রটে। আর সেই কারণেই রোহনের সঙ্গে প্রেম ভাঙে সৃজলার। শোনা গিয়েছিল যে শনের সঙ্গে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন নায়িকা। যদিও শন এই গোটা বিষয়কে অস্বীকার করে জানিয়েছিলেন যে তিনি বন্ধুদের সঙ্গে গোয়ায় তাঁর জন্মদিন সেলিব্রেট করতে গিয়েছিলেন। তবে রোহনের সঙ্গে প্রেম ভাঙার পর থেকে সৃজলা বা শন কারোরই কোনও প্রেমের খবর শোনা যায়নি। তবে সৃলার সঙ্গে ছবি পোস্ট করে কেন তা মুছে দিলেন শন তা বোঝা যাচ্ছে না। 

Advertisement

সৃজলাকে এখন ছোটপর্দায় দেখা না গেলেও চুটিয়ে কাজ করছেন শন। রোশনাই সিরিয়ালে শনের বিপরীতে দেখা যাচ্ছে তিয়াসাকে। অপরদিকে শন-দিতিপ্রিয়া জুটি বাঁধছেন বড়পর্দায়। যদি এমন হতো সিনেমাটি মুক্তি পাবে ৩১ জানুয়ারি।    

POST A COMMENT
Advertisement