দেব-যিশু সেনগুপ্তের খাদান এখন রীতিমতো চর্চায়। জোর কদমে চলছে এই সিনেমার শ্যুটিং। দেব লোকসভা নির্বাচনের প্রচারের মাঝেই সিনেমার শ্যুটিং চালাচ্ছেন। এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধছেন যিশু সেনগুপ্ত-দেব অধিকারী। যিশু ছবিতে কীর্তনিয়া ‘মোহন দাস’। দুর্দান্ত শ্রীখোল বাজান। দেব পুরুলিয়ার আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি ‘শ্যাম মাহাতো’। যিনি চাকরির খোঁজে আসবেন। তবে এই সিনেমায় ধূসর চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে বিভ্রান্ত দেখা গিয়েছিল। প্রথম থেকেই এই সিনেমায় নেগেটিভ চরিত্রে বনি সেনগুপ্তকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়ালেও, পরে অভিনেতা নিজেই জানিয়ে দেন যে তিনি এই ছবিতে অভিনয় করছেন না। তাহলে খাদান ছবিতে নেগেটিভ চরিত্রে কাকে দেখা যাবে?
দেব-যিশুর খাদান ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ জন ভট্টাচার্যকে। জন এর আগে দেবের সঙ্গে ‘গোলন্দাজ’, ‘প্রধান’ ছবিতে অভিনয় করেছেন। এবার দেবের ছবিতেই ধূসর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জন জানিয়েছেন যে এই চরিত্রটি বেছে নেওয়ার কারণ হল এটি নেগেটিভ চরিত্র। যিশুর ছেলের চরিত্রে দেখা যাবে জনকে। তবে এর চেয়ে বেশি কিছু বলতে নারাজ অভিনেতা। ইতিমধ্যেই জন এই ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন।
দেব-যিশু ছাড়াও এই ছবিতে রয়েছেন ইধিকা পাল, যাঁর সঙ্গে জন ইতিমধ্যেই স্ক্রিন শেয়ার করেছেন। তবে তা সিরিয়ালে। এখানে অবশ্য জনের বিপরীতে দেখা যাবে না ইধিকাকে। প্রসঙ্গত, বনি সেনগুপ্তর খাদান ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু পরে বনি এই চরিত্রটি থেকে সরে আসেন। কারণ বনির মতে এই চরিত্রটি এতটাই ধূসর যে অভিনেতা মন থেকে মেনে নিতে পারেননি। তাই বনি এই চরিত্রটা থেকে সরে আসেন। পরে এই চরিত্রটার জন্য চৈতি ঘোষালের ছেলে অমর্ত্যর কথাও ভাবা হয়েছিল। কিন্তু অমর্ত্য জানান যে তাঁর হাতেও সময় কম। কারণ তিনি মায়ের সিনেমায় কাজ করছেন। ফলে খাদান ছবিতে নেগেটিভ চরিত্র কে অভিনয় করবেন তা নিয়ে সংশয় দেখা গিয়েছিল।
জন ইতিমধ্যেই পুরুলিয়ায় ছ’দিনের টানা শুট করে ফেলেছেন। তিনি যিশুর ছেলে। লম্বা চুল, দাড়ি-গোঁফে ঢাকা মুখ। আচমকাই তিনি ডাক পেয়েছেন। তাই খুব বেশি প্রস্তুতির সময়ও পাননি। তবে দেব ও যিশুর সঙ্গে অভিনয় করার সুযোগ ছাড়তে পারেননি। আপাতত তিনি একটি মিউজিক ভিডিওর শুটে ব্যস্ত। ছোটপর্দার রিচিত মুখ জন। এর আগে তাঁকে দেখা গিয়েছিল বোঝো না সে বোঝে না সিরিয়ালে। সদ্যই শেষ করেছেন আলোর ঠিকানা সিরিয়ালটিও।