Tiyasha Lepcha: ইনস্টা রিলে স্পষ্ট বেবিবাম্প, বিয়ের আগেই প্রেগন্যান্ট নাকি তিয়াসা? VIDEO

Tiyasha Lepcha: ছোটপর্দার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা। কৃষ্ণকলি সিরিয়ালের মাধ্যমে মিষ্টি মুখের তিয়াসা পরিচিতি পান টেলি দুনিয়ায়। অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে এই সিরিয়ালে জুটি বাঁধার পর তাঁদের ফের একসঙ্গে দেখা যায় বাংলা মিডিয়াম সিরিয়ালে। তবে এই সিরিয়াল শেষ হওয়ার পর আর কোনও সিরিয়ালে তিয়াসা অভিনয় না করলেও জমিয়ে সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও বানিয়ে চলেছেন।

Advertisement
ইনস্টা রিলে স্পষ্ট বেবিবাম্প, বিয়ের আগেই প্রেগন্যান্ট নাকি তিয়াসা? VIDEO তিয়াসা লেপচা
হাইলাইটস
  • ছোটপর্দার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা। কৃষ্ণকলি সিরিয়ালের মাধ্যমে মিষ্টি মুখের তিয়াসা পরিচিতি পান টেলি দুনিয়ায়।

ছোটপর্দার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা। কৃষ্ণকলি সিরিয়ালের মাধ্যমে মিষ্টি মুখের তিয়াসা পরিচিতি পান টেলি দুনিয়ায়। অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে এই সিরিয়ালে জুটি বাঁধার পর তাঁদের ফের একসঙ্গে দেখা যায় বাংলা মিডিয়াম সিরিয়ালে। তবে এই সিরিয়াল শেষ হওয়ার পর আর কোনও সিরিয়ালে তিয়াসা অভিনয় না করলেও জমিয়ে সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও বানিয়ে চলেছেন। আর সেরকমই এক ভিডিও পোস্ট হতেই তিয়াসার প্রেগন্যান্ট হওয়ার খবর সামনে চলে এল। 

নীলের সঙ্গে তিয়াসা যে ভিডিও শেয়ার করেছেন সেখানে তাঁর বেবিবাম্প একেবারেই স্পষ্ট। সম্প্রতি এই রিল শেয়ার করতেই নেটিজেনরা এই দাবি করলেন। বাংলা মিডিয়ামের সহ অভিনেতা নীল ভট্টাচার্যর সঙ্গে বেশ কিছু রিল তৈরি করেন তিয়াশা। সম্প্রতি সালোয়ার কামিজ পরে একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন। যা দেখে এক নেটিজেন লিখেছেন, প্রথমবার তাঁকে অন্তঃসত্ত্বা বলে মনে হচ্ছে। অনেকেই আবার প্রশ্ন করেছেন যে তিয়াসা অর্ন্তঃসত্ত্বা নাকি। যদিও এইসব মন্তব্যের কোনও উত্তর দেননি তিয়াসা। 

প্রসঙ্গত, কৃষ্ণকলি সিরিয়ালে নীল ও তিয়াসার জুটি দারুণভাবে জনপ্রিয় হয়েছিল। এই সিরিয়াল শেষ হওয়ার পর দর্শকদের দাবি ছিল যে নীল ও তিয়াসার জুটিকে আবার ফিরিয়ে আনা হোক। দর্শকদের সেই দাবি মিটিয়ে বাংলা মিডিয়াম সিরিয়ালে ফেরেন নীল ও তিয়াসা। তবে এই সিরিয়াল টিআরপিতে সেভাবে কোনও কামাল দেখাতে পারেননি। এই সিরিয়াল শেষ হওয়ার পর তিয়াসার হাতে এখন কোনও সিরিয়াল নেই। আপাতত রিল ভিডিও করছেন অভিনেত্রী। 

সম্প্রতি দিদি নম্বর ১-এ এসে তিয়াসা জানিয়েছেন তাঁর বিয়ের পরিকল্পনা। ২০২৫ সালের অক্টোবরের পরই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। তিয়াসার প্রথম স্বামী ছিলেন সুবান রায়, যাঁর সঙ্গে বহু আগেই অভিনেত্রীর ডিভোর্স হয়ে গিয়েছে। তারই মাঝে সোহেলের সঙ্গে তিয়াসার প্রেমচর্চা চলছেই। কিছুদিন আগে শোনা যাচ্ছিল তাঁদের ব্রেক আপ হয়ে গিয়েছে। যদিও সোহেলের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে দেখা গিয়েছে। 

Advertisement

বাংলা মিডিয়ামের পর এখন অনেকদিনই সিরিয়ালে দেখা নেই তিয়াসার। এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অনেক জায়গা ঘুরেছেন। তাই ক্লান্ত। রেস্ট নিচ্ছেন। তবে খুব শীঘ্রই কামব্যাক করবেন। বড়পর্দায় কাজের সুযোগ আসলেও করবেন তিয়াসা, জানিয়েছেন সাক্ষাৎকারে।  

POST A COMMENT
Advertisement