Thakurpukur Incident: 'মদ খেয়ে ভিক্টোদা গাড়ি চালাচ্ছিল,' ঠাকুরপুকুর দুর্ঘটনায় কী বলছেন স্যান্ডি সাহা?

Thakurpukur Incident: রবিবার ঠাকুরপুকুর বাজারের কাছে ডিএইচ রোডে একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। আর এই ঘটনায় মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছে ছোটপর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। ঠাকুরপুকুর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই ঘটনায় গুরুতর জখম হন ৬ জন। যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে

Advertisement
'মদ খেয়ে ভিক্টোদা গাড়ি চালাচ্ছিল,' ঠাকুরপুকুর দুর্ঘটনায় কী বলছেন স্যান্ডি সাহা?কী বলছেন স্যান্ডি সাহা?
হাইলাইটস
  • রবিবার ঠাকুরপুকুর বাজারের কাছে ডিএইচ রোডে একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়।

রবিবার ঠাকুরপুকুর বাজারের কাছে ডিএইচ রোডে একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। আর এই ঘটনায় মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছে ছোটপর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। ঠাকুরপুকুর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই ঘটনায় গুরুতর জখম হন ৬ জন। যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গাড়ির চালকের আসনে সিদ্ধান্ত ছিলেন, তা নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। প্রসঙ্গত, এই ঘটনার সঙ্গে আরিয়ান ভৌমিক, স্যান্ডি সাহা, ঋ সেনগুপ্তর মতো তারকাদের নাম উঠে এসেছে। তাঁরাও নাকি সেই সময় গাড়িতে ছিলেন। যদিও স্যান্ডি তাঁর সোশ্যাল মিডিয়া পেজে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তিনি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন না। এরই সঙ্গে প্রকৃত ঘটনা কী তা bangla.aajtak.in-কে জানিয়েছেন স্যান্ডি। 

সান বাংলা চ্যানেলে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ভিডিও বৌমা। যার পরিচালক ভিক্টো। এই ধারাবাহিকের সঙ্গেই যুক্ত আরিয়ান, ঋ ও স্যান্ডি ও সান বাংলার কার্যনিবাহী প্রযোজক শ্রিয়া বসু। শনিবার দক্ষিণ কলকাতার এক শপিং মলের প্রথম সারির পানশালাতে পার্টি মেজাজে ছিলেন সকলে। স্যান্ডি বলেন, 'পার্টি শেষ হওয়ার পর ঠিক করি আরিয়ানের (ভৌমিক) বাড়িতে পার্টি হবে। যেহেতু পরদিন শ্যুটিং ছিল। শ্যুটিং ফ্লোর আরিয়ানের জোকার বাড়ি থেকে কাছে। পার্টি করার পর আমি প্রথমে ভিক্টোদার গাড়িতেই উঠেছিলাম। আর ভিক্টোদা একেবারে মত্ত ছিল। আর বেশ জোরেই গাড়ি চালাচ্ছিল। আমি ভিক্টোদাকে বলি গাড়ি আস্তে চালাতে কারণ আমার ভয় লাগছিল। পরে আমি মাঝরাস্তায় ওই গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে উঠে যাই। ওটা ড্রাইভার চালাচ্ছিল।'

 

স্যান্ডি বলেন, আমি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। ৬ এপ্রিল রবিবার শ্যুটিংয়ে গিয়ে আমি দুর্ঘটনার খবর পাই। এরপরই দেখি যে আমার ফোনে ঋ পাঁচবার ফোন করেছেন। এরপর শ্রিয়ার মায়ের ফোন পাই। স্যান্ডি জানিয়েছেন যে এটা খুবই দুঃখজনক ঘটনা। ভিক্টোর গাড়িতেই ঋ ও শ্রিয়া বসু ছিলেন বলে জানিয়েছেন স্যান্ডি। এমনকী আরিয়ানও ওই গাড়িতে ছিলেন না। স্যান্ডি ও আরিয়ান শ্যুটিং ফ্লোরে নির্দিষ্ট সময়েই পৌঁছে গিয়েছিলেন। 

Advertisement

ইতিমধ্যেই দুর্ঘটনার একাধিক ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সমাজমধ্যমে। সেখানে দেখা গিয়েছে, দুর্ঘটনার পরও শ্রিয়া এমনই মত্ত যে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। পুলিশের গাড়িতে ওঠার সময় বেসামাল হয়ে রাস্তায় পড়েও যান। ঋ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি পরিচালকের গাড়িতে থাকলেও দুর্ঘটনার আগেই নেমে যান। ঘটনাটি শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।   

POST A COMMENT
Advertisement