
রবিবার সাতসকালে ঠাকুরপুকুরের ব্যস্ত বাজারে বেপরোয়া গাড়ি পিষে দেয় ৬ জনকে। যাঁদের মধ্যে হাসপাতালে একজনের মৃত্যুও হয়। আর সেই বেপরোয়া গাড়ি মত্ত অবস্থায় চালাচ্ছিলেন ছোটপর্দার পরিচালক সিদ্ধান্ত দাস, যিনি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ভিক্টো নামে পরিচিত। ঘটনার পরই তাকে গ্রেফতার করা হয় এবং সোমবার তাকে আলিপুর কোর্টে তোলা হলে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এই ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় ওঠে টলিপাড়া জুড়ে। কেউই পরিচালকের পাশে দাঁড়াতে রাজি নন। সোশ্যাল মিডিয়া জুড়ে মাতাল অবস্থায় গাড়ি চালানো এবং পরিচালক ভিক্টোকে নিয়ে সমালোচনা তুঙ্গে। কিন্তু কে এই ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস?
জানা গিয়েছে, সান বাংলায় সদ্য শুরু হওয়া 'ভিডিও বৌমা' সিরিয়ালের পরিচালক এই সিদ্ধান্ত দাস। অতীতে ভিক্টো তথা সিদ্ধান্ত দাসের সঙ্গে নাম জড়িয়েছে টেলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদেরও। তবে পরিচালকের সোশ্যাল মিডিয়া পেজে গত তিনবছর ধরে তাঁকে এক নারীর সঙ্গেই দেখা গিয়েছে। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, রাজ চক্রবর্তীর প্রযোজনায় 'গোধূলি আলাপ' সিরিয়ালের পরিচালকের দায়িত্ব সামলেছেন। যদিও সেই সিরিয়াল টিআরপিতে খুব একটা ভাল ফল করতে পারেনি।
ইন্ডাস্ট্রির ভেতরকার খবর অনুযায়ী, ভিক্টো দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। এই পরিচালককে নিয়ে টেলি দুনিয়ার অভিনেত্রীদের মধ্যে চাপা অসন্তোষও রয়েছে। গোধূলি আলাপ সিরিয়ালের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারও পেয়েছেন। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সে পুরস্কার নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যে নারীর সঙ্গে পরিচালকের ছবি রয়েছে তিনি তাঁর স্ত্রী নাকি প্রেমিকা তা বোঝা যায়নি। জানা গিয়েছে, শনিবার দক্ষিণ কলকাতার এক শপিং মলের পাবে রাতভর পার্টি করে পরিচালক ভিক্টো তথা সিদ্ধান্ত। তবে পরিচালক একা ছিল না, সঙ্গে ছিল ভিডিও বৌমা সিরিয়ালের প্রধান চরিত্রে থাকা আরিয়ান ভৌমিক, স্যান্ডি সাহা, ঋ, সান বাংলার কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু।
পাবে মদ্যপান করার পর এরপর আরিয়ানের বাড়িতে গিয়েও ফের মদের আসর বসে। এরপর মদ্যপ অবস্থাতেই গাড়ি চালায় পরিচালক। সেই সময় গাড়িতে ছিল শুধু শ্রিয়া। ঠাকুরপুকুর বাজারে রবিবার সকাল সাড়ে নটা নাগাদ বেপরোয়াভাবে ভিক্টোর গাড়ি ঢুকে পড়ে। পরপর ৬ জনকে ধাক্কা মারে সেই গাড়ি। ঘটনায় ৬ জন আহত হন। হাসপাতালে মৃত্যু হয় একজনের। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।