
ঠাকুরপুকুরের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়ায়। বিবারের সকালে ভরা বাজারে বেপরোয়া গাড়ি পিষে দেয় ছয় জনকে। পরে তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়। তার পর থেকেই আলোচনার কেন্দ্রে ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস। এরই মাঝে অভিযুক্ত সিদ্ধান্ত দাসের অতীত জীবন নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা যাচ্ছে, ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস।
ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। এই ঘটনার পরই অনিন্দিতা তাঁর ফেসবুকে একটি পোস্ট লেখেন। তিনি লেখেন, সত্যিটা সব সময়ে প্রকাশ্যে আসে। এরপরই এক সংবাদমাধ্যমকে অনিন্দিতা জানান যে তিনি অভিযুক্ত সিদ্ধান্ত দাসের সঙ্গে ৫ বছরের সম্পর্কে ছিলেন। যদিও এর থেকে বেশি কিছুই বলতে চাননি অভিনেত্রী। শুধু এটুকু জানান দোষীদের যেন শাস্তি হয়। তবে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা। ভিক্টো নাকি অনিন্দিতার প্রথম স্বামী।
ইন্ডাস্ট্রির গুঞ্জন, কয়েক বছরের দাম্পত্যের পর বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। যদিও এই সম্পর্ক নিয়ে এতদিন কখনওই কোনও কথা প্রকাশ্যে বলেননি অনিন্দিতা। তবে অনেকেই জানিয়েছেন যে অনিন্দিতা ভিক্টোর সঙ্গে সংসার করার সময় মানসিক ও শারীরিকভাবে অত্যাচারের শিকার হন। সূত্রের খবর, ক্টো দিনের পর দিন গায়ে হাত তুলত অনিন্দিতার উপর। প্রথমে বিষয়টি চুপচাপ সহ্য করে নিলেও পরে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অনিন্দিতা। পরে সুদীপ সরকারের সঙ্গে প্রেম এবং বর্তমানে এক সন্তানের বাবা-মা হয়ে চুটিয়ে দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাঁরা।
অনিন্দিতা কোনও দিনই তাঁর অতীত সম্পর্ক নিয়ে কোথাও কোনও কথা বলেননি। তবে ঠাকুরপুকুরের ঘটনা ঘটার পর পরই তিনি ফেসবুকে পোস্ট করেন। অনিন্দিতা লেখেন, সত্যিটা সব সময়ে প্রকাশ্যে আসে। এই পোস্ট দেখে টলিপাড়ার একাধিক মানুষ বার্তা বাক্সে মন্তব্য করে জানিয়েছেন, অনিন্দিতার এই পোষ্টের অপেক্ষায় ছিলেন সকলেই! কেউ কেউ আবার লিখেছেন, " সবটাই কর্মফল।" ভিক্টোর সঙ্গে একাধিক মহিলার সম্পর্কের কথাও শোনা গিয়েছে। তবে সিদ্ধান্তের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বছর ধরে একটি নারীর সঙ্গেই ছবি রয়েছে। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন সিদ্ধান্ত। ১০ এপ্রিল, বৃহস্পতিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হবে।