The Academy of Fine Arts Box Office: জটিলতা কাটিয়ে মুক্তি 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'-এর, বক্স অফিস রিপোর্ট কেমন?

মুক্তির সময় থেকেই একাধিক সমস্যায় পড়েছিল নবাগত পরিচালক জয়ব্রত দাসের ছবি 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'। ১৪ নভেম্বর এই ছবি মুক্তির কথা থাকলেও তা ফেডারেশন ও ইম্পার আপত্তি থাকার কারণে সেটা প্রেক্ষাগৃহে আসতে পারে না। তবে সব জটিলতা কাটিয়ে ২১ নভেম্বর মুক্তি পায় দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস।

Advertisement
জটিলতা কাটিয়ে মুক্তি 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'-এর, বক্স অফিস রিপোর্ট কেমন?দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস বক্স অফিস
হাইলাইটস
  • মুক্তির সময় থেকেই একাধিক সমস্যায় পড়েছিল নবাগত পরিচালক জয়ব্রত দাসের ছবি 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'।

মুক্তির সময় থেকেই একাধিক সমস্যায় পড়েছিল নবাগত পরিচালক জয়ব্রত দাসের ছবি 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'। ১৪ নভেম্বর এই ছবি মুক্তির কথা থাকলেও তা ফেডারেশন ও ইম্পার আপত্তি থাকার কারণে সেটা প্রেক্ষাগৃহে আসতে পারে না। তবে সব জটিলতা কাটিয়ে ২১ নভেম্বর মুক্তি পায় দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস। ছবি মুক্তির একরাতের মধ্যেই দারুণ সাড়া ফেলে দিয়েছে। ছবির প্রদর্শনসংখ্যা বেড়েছে ৩০টি। বর্তমানে এই ছবির শো সংক্যা ৪৮ থেকে বেড়ে হয়েছে ৭৮। বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে জয়ব্রত দাসের এই সিনেমা। 

ছবির গল্প
অত্যন্ত দামি অ্যান্টিক মদের বোতল আর কয়েকজন ক্রিমিনাল। সবাই মিলে প্ল্যান করে এই মদের বোতল চুরি করার। সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে নেমেই ঘটতে থাকে একের পর এক অঘটন ৷ তৈরি হতে থাকে প্ল্যান-অ্যান্টি প্ল্যান। এই নিয়েই চলতে থাকে ছবির গল্প। এই ছবি মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই প্রশংসার বন্যা। টলিপাড়ার অনেক পরিচালক-প্রযোজক, অভিনেতারা সকলেই একবাক্যে স্বীকার করেছেন, এই সিনেমার হাত ধরে ফের বদলেছে ছবি বানানোর সংজ্ঞা। ছবি দেখার জন্য হল ভরাচ্ছেন দর্শকেরা। আর কেনই বা হবে না, রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস আর অমিত সাহাদের তুখোড় অভিনয় আর পরিচালকের সহজ গল্পকে নতুন স্টাইলে বলার ধরনই আকৃষ্ট করছে দর্শককে। 

বক্স অফিস কালেকশন
দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ছবিটি মুক্তি পাওয়ার দিন থেকেই বাংলা ছবির বক্স অফিসে ভালই সাড়া ফেলেছে। বেঙ্গলি বক্স অফিস অনুযায়ী, তিনদিনে এই ছবি ইতিমধ্যেই ১৬.৭ লক্ষের ব্যবসা করে ফেলেছে। বেঙ্গলি বক্স অফিস অনুযায়ী, প্রথম দিনে ১.২ লক্ষ, দ্বিতীয় দিনে ৪.৫ লক্ষ এবং তৃতীয় দিনে ১১ লক্ষ। এর অর্থ এখনও পর্যন্ত ৩ দিনে ১৬.৭ লক্ষ টাকা আয় করেছে। 

সমস্যায় পড়েছিল এই ছবি
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট-এর কয়েকজন বন্ধুকে নিয়ে, সম্পূর্ণ স্বাধীনভাবে নিজস্ব পুঁজি দিয়ে প্রায় তিন বছর ধরে এই ছবিটি তৈরি করেছেন জয়ব্রত। বহুবার বন্ধ হয়ে গিয়েছে ছবির কাজ, আবার ফান্ড জোগাড় করে কাজ শুরু করেছেন। ফেডারেশনের সঙ্গে নিয়মের বেড়া জালে প্রথমে আটকে যায় সিনেমার মুক্তি ৷ কিন্তু কথাতেই আছে, সব ভালো যার শেষ ভালো ৷ অবশেষে জয়ব্রতর সিনেমা প্রেক্ষাগৃহের মুখ দেখেছে ৷ পাশাপাশি, বক্সঅফিস ও দর্শক দু'তরফেই মন জয় করতে সফল হয়েছে ৷ গত ১৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল 'অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবিটির। পুরোদমে চলছিল ছবির প্রচার। তার মধ্যেই তাল কাটল। ২০২১ সালে করোনা পরবর্তীকালে 'দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবিটি বানানো হয়েছিল। মাত্র ২৫ লাখ টাকা বাজেটে এসআরএফটিআইয়ের ছাত্র ছাত্রীরা ছবিটি তৈরি করেন। জানা গিয়েছিল, তাঁদের সেই ছবিতে ফেডারেশনের একজনও না থাকায়, বা অনুমতি না নেওয়ায় আটকে দেওয়া হয়েছিল এই ছবির মুক্তি।  

Advertisement

  

POST A COMMENT
Advertisement