Gourab Chatterjee: ট্রাফিকে গাড়ি দাঁড়াতেই বৃহন্নলার খপ্পরে গৌরব, কী ঘটল অভিনেতার সঙ্গে?

Gourab Chatterjee: গৌরব যে ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পেজে, সেখানে দেখা যাচ্ছে গাড়িতে করে কোথাও যাচ্ছেন গৌরব। ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড়াতেই ঘটল সেই ঘটনা। গাড়ির পাশে হাজির তিন বৃহন্নলা। তাঁদের ইশারাতেই গাড়ির কাচ নামালেন অভিনেতা।

Advertisement
ট্রাফিকে গাড়ি দাঁড়াতেই বৃহন্নলার খপ্পরে গৌরব, কী ঘটল অভিনেতার সঙ্গে?গৌরব চট্টোপাধ্যায়
হাইলাইটস
  • বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরেই কাজ করছেন গৌরব।

৯ অগাস্ট ছিল রাখি পূর্ণিমা। এইদিন বোনেরা বা দিদিরা তাঁদের আদরের ভাই-দাদার হাতে রাখি পরিয়ে, তাঁদের মঙ্গল কামনা করে থাকেন। রাখি উৎসবে মাততে দেখা গিয়েছে টলিউড ও টেলিভিশনের তারকাদেরও। শত ব্যস্ততার মাঝেও তাঁরা এই উৎসব পালন করতে ভোলেননি। তবে এই বছর একটু অন্যরকম রাখি উদযাপন করলেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। নিজের বোন-দিদিদের কাছে রাখি পরার পর এবার গৌরব যাঁদের কাছে রাখি পরলেন, তাঁদের সমাজ একটু অন্যরকম চোখেই দেখে। 

গৌরব যে ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পেজে, সেখানে দেখা যাচ্ছে গাড়িতে করে কোথাও যাচ্ছেন গৌরব। ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড়াতেই ঘটল সেই ঘটনা। গাড়ির পাশে হাজির তিন বৃহন্নলা। তাঁদের ইশারাতেই গাড়ির কাচ নামালেন অভিনেতা। যে দৃশ্য রোজ দেখা যায়, সেই দৃশ্য নয়, বরং একেবারে অন্য ধরনের ঘটনার সাক্ষী থাকলেন উত্তম কুমারের নাতি। বরং, গৌরবের সঙ্গে যা ঘটল তা একেবারে ভালোবাসায় মোড়া। সেই ভিডিও শেয়ার করতেই গৌরবের জন্য এল একাধিক ভালোবাসা ভরা মন্তব্য। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gourab Chatterjee (@baruog)

গৌরবের গাড়ির সামনে এসে তিনজন বৃহন্নলা অভিনেতার হাতে রাখি পরিয়ে দিলেন। হাসিমুখে অভিনেতাকে জানালেন রাখির শুভেচ্ছাও। শুধু তাই নয়, গৌরবের জন্য প্রার্থনাও করলেন। যেন অভিনেতা আরও ভাল ভাল কাজ করতে পারেন। তাঁর জীবন যেন আর আলোকময় হয়ে উঠুক। রাখির দিন এই ভিডিও আর রাখি পরা হাত অভিনেতা শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। গৌরবের এই ভিডিওতে টলিপাড়ার অনেকেই মন্তব্য করেছেন। 

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরেই কাজ করছেন গৌরব। সিনেমা-সিরিজে অভিনয় করেছেন তিনি। তার ওপর বাংলা সিরিয়ালেও তাঁর দাপট রয়েছে। সচরাচর যাঁদের দেখলে অনেকের অস্বস্তির উদ্রেক হয়, সমাজে আজও যাঁরা কোণঠাসা, বিশেষ দিনে তাঁদের মুখেই হাসি ফোটালেন গৌরব। দামি সওগাত নয়, নিছক সম্মান এবং ভালবাসাই যেন পুঁজি। তেতুঁলপাতা সিরিয়ালে এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিনেতাকে। 

Advertisement

POST A COMMENT
Advertisement