একসময় বাংলা সিরিয়ালের চেনা মুখ ছিলেন গৌরব মণ্ডল। বেশ কিছু সিরিয়ালে অভিনয়ও করেছেন তিনি। আচমকাই সব ছেড়ে বৃন্দাবন নিবাসী হয়ে যান গৌরব। সেখানেই রাশিয়ান নৃত্যশিল্পী চিন্তামণি ডায়নার সঙ্গে বিয়ে করেন।। জুন মাসেই তাঁদের সংসারে এসেছে একরত্তি। এতদিন মেয়ের মুখ আড়ালে রেখেছিলেন গৌরব ও চিন্তামণি। তবে ৩১ অগাস্ট রাধাষ্টমীর দিন মেয়ের মুখ দেখান এই জুটি। সঙ্গে জানিয়ে দেন মেয়ের নাম তাঁরা কী রেখেছেন।
চিন্তামণি ডায়না যে ভিডিও শেয়ার করেছেন, সেখানে দেখান যাচ্ছে খুদে খুদে হাতে আদর করছেন মা-বাবা। একরত্তির পরনে গোলাপি রঙের জড়ি পাড়ের শাড়ি, কপালে চন্দন কুমকুম দিয়ে আঁকা কল্কা। ফুলের বিছানায় বাবা-মায়ের মাঝে শুয়ে আনন্দে হাত-পা ছুঁড়ে খেলা করছে। একরত্তির চোখের রঙ নীল। ভিডিওতে তাকে দেখলেই মন ভরে যাবে, এত মিষ্টি শিশু। এই ভিডিও শেয়ার করে চিন্তামণি ক্যাপশনে লেখেন, ‘জয় শ্রী রাধে, শুভ রাধাষ্টমী। আমাদের প্রিয় বান্ধবী, রাস্মিতা রাধে দাসী। ওঁর নামের অর্থ 'কৃষ্ণের জন্য শ্রী রাধার অমৃত দিব্য প্রেমময় স্নিগ্ধতার দাসী। বৃন্দাবনে জন্মগ্রহণ করেছে এমন ছোট্ট ব্রজবাসী কন্যা!' তৃতীয় প্রজন্মের ভক্ত। ও শ্রীমতী রাধারাণীর কৃপা। রাস্মিতা শ্রী রাধার এক ক্ষুদ্র দিব্য স্ফুলিঙ্গ, যার হৃদয়ে শ্রীকৃষ্ণ বাস করেন। আজ, আমরা ওঁকে সকলের সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। ওর জীবন সব সময় শ্রীরাধিকার প্রেমময় সেবায় নিমজ্জিত থাকুক। আমাদের যা কিছু আছে তা কেবল তাঁদের অসীম করুণার উপহার।'
খুদের মুখ দেখার পরই তাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে সকলে। এই বছরের জুন মাসে গৌরব ও চিন্তামণির সন্তান জন্মানোর পর থেকেই তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তাঁদের ভক্ত-অনুরাগীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। সামনে এল গৌরব-চিন্তামণির সন্তানের মুখ। ১৯ জানুয়ারি বৃন্দাবনের শ্রী রং জি মন্দিরে গাঁটছড়া বাঁধেন গৌরব-চিন্তামণি। রাজকীয় সাজে চার হাত এক হয় দু'জনের। বাংলা কনের মতো এদিন হাতে শাঁখা-পলা পরতেও দেখা যায় চিন্তামণিকে। শ্রী কৃষ্ণকে সাক্ষী রেখে একে-অপরের পাশে সারাজীবন থাকার শপথ নেন তাঁরা। বিয়ের দিন দুজনেই লাল রঙের পোশাককে বেছে নিয়েছিলেন। একেবারে গ্র্যান্ড ওয়েডিং সারেন গৌরব-চিন্তামণি। কৃষ্ণের ভক্ত এই বিদেশিনী। ডায়নার বাবা-মা ইস্কনের সঙ্গে যুক্ত, তাই ছোট থেকেই কৃষ্ণপ্রেমে মজেই বড় হয়ে ওঠা। বৃন্দাবনেই গৌরবের সঙ্গে আলাপ আর তারপর তাঁদের প্রেম শুরু।
গৌরবের জন্মদিনের দিনই চিন্তামণি জানিয়েছিলেন যে তিনি প্রেগন্যান্ট। জুন মাসেই তাঁদের মেয়ের জন্ম হয়। চিন্তামণি ডায়না তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছেন যে নর্ম্যাল ডেলিভারির মাধ্যমে তিনি তাঁর সন্তান প্রসব করেন। তিনবারের চেষ্টাতেই গর্ভ থেকে সন্তান রকেটের মতো লাফিয়ে বের হয় বলে জানিয়েছেন গৌরব-পত্নী। অভিনেত্রী জেসমিন রায়ের সঙ্গে বিচ্ছেদের পর টলিউডের সঙ্গেও খানিকটা দূরত্ব বাড়িয়েছিলেন গৌরব। বৃন্দাবনে গিয়ে নিজের জীবনকে নতুন করে আবিষ্কার করেন অভিনেতা। বিদেশিনী প্রেমিকার সঙ্গে প্রেম কখনই লুকিয়ে রাখেনি গৌরব। বৃন্দাবনধামেই সংসার পাতেন তাঁরা।