Television Gossip: বছরের শুরুতেই সুখবর, মা হতে চলেছেন টেলিভিশনের এই 'খলনায়িকা'

Television Gossip: নতুন বছর আসতে না আসতেই টেলিপাড়ায় সুখবরের বন্যা। একদিকে যেমন চলতি মাসেই বিয়ে করতে চলেছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য আর এরই মাঝে আরও এক টেলি দম্পতি বছরের শুরুতেই শোনালেন সুখবর।

Advertisement
বছরের শুরুতেই সুখবর, মা হতে চলেছেন টেলিভিশনের এই 'খলনায়িকা'মা হতে চলেছেন এই খলনায়িকা
হাইলাইটস
  • নতুন বছর আসতে না আসতেই টেলিপাড়ায় সুখবরের বন্যা।

নতুন বছর আসতে না আসতেই টেলিপাড়ায় সুখবরের বন্যা। একদিকে যেমন চলতি মাসেই বিয়ে করতে চলেছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য আর এরই মাঝে আরও এক টেলি দম্পতি বছরের শুরুতেই শোনালেন সুখবর। টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকারের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। বিয়ের দুবছরের মাথায় মা-বাবা হতে চলেছেঅ এই দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সেই খবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন। 

অনিন্দিতা ও সুদীপের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ক্রিয়েটিভ ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দোলনা থেকে একরত্তির হাত দেখা যাচ্ছে, দুপাশে অনিন্দিতা ও সুদীপের দুই পোষ্য। ছবিতে লেখা রয়েছে, মার্চ ২০২৫-এ দেখা হচ্ছে বন্ধুরা। বছরের শুরুতেই অনিন্দিতা ও সুদীপ তাঁদের জীবনের সবচেয়ে বড় খবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন। চলতি বছরের মার্চ মাসেই এই দম্পতির কোলে আসতে চলেছে একরত্তি। তবে অনিন্দিতা যে প্রেগন্যান্ট সেই খবর এতদিন কেউই ঘুণাক্ষরে টের পাননি। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

২০২২ সালের ২৬ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। আর এবার দুই থেকে তিন হওয়ার পালা। ‘চ্যাম্পিয়ন’, ‘তুমি আসবে বলে’, ‘কুসুমদোলা’, ‘কে আপন কে পর’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন সুদীপ। অন্যদিকে ‘গুড্ডি’, ‘ধুলোকণা’, ‘পটলকুমার গানওয়ালা’, ‘ভুতু’, ‘করুণাময়ী রাণী রাসমণি’-র মতো সুপারহিট সিরিয়ালে অভিনয় করেছেন অনিন্দিতা। এখন অনিন্দিতাকে দেখা যাচ্ছে তেঁতুলপাতা সিরিয়ালে। তবে শুধুই ধারাবাহিক নয়, অনিন্দিতা অভিনয় করেছেব ‘ক্রিসক্রস’ ও ‘বিসমিল্লাহ’ সিনেমাতেও।

অনিন্দিতা ও সুদীপ দুজনেই নেগেটিভ চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রেগন্যান্ট অবস্থাতেই শ্যুটিং করেছেন অনিন্দিতা। অন্যদিকে, সুদীপকে দর্শকেরা এখন দেখতে পাচ্ছেন জি বাংলার 'ফুলকি' ধারাবাহিকে। তাঁদের পরিবারে অন্যতম সদস্য তাদের পোষ্যরা, যারা তাঁদের সন্তানের সমতুল্য। তাই ছবিতে দুই 'সন্তান'কেই তাঁদের আগতের ছবির পাশাপাশি রেখেছেন অনিন্দিতা এবং সুদীপ। 

Advertisement

মাত্র পাঁচমাস প্রেমের পর গত বছর সই-সাবুদ করে বিয়ে করেছিলেন অনিন্দিতা আর সুদীপ। কাছের বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতে চার হাত এক হয়েছিল। মাঝে মাঝেই তাঁদের আদরে মাখা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই তারকা দম্পতি। এবার অপেক্ষা মার্চ মাসের, এই মাসেই দুই থেকে তিন হবেন অনিন্দিত-সুদীপ।  

 

POST A COMMENT
Advertisement