scorecardresearch
 

Anupama Serial: 'অনুপমা' সিরিয়ালে এন্ট্রি এই বাঙালি কন্যার, রূপালীর মেয়ের চরিত্রে দেখা যাবে কাকে?

Anupama Serial: বাংলা টেলিপাড়ায় পরিচিত মুখ অদ্রিজা রায়। 'মৌয়ের বাড়ি' সিরিয়ালের মাধ্যমে দর্শকদের মন জয় করেন অভিনেত্রী। তবে বাংলা সিরিয়ালের পাশাপাশি তাঁকে পরিণীতা সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছে।

Advertisement
অনুপমা সিরিয়ালে এন্ট্রি এই বাঙালি নায়িকার অনুপমা সিরিয়ালে এন্ট্রি এই বাঙালি নায়িকার
হাইলাইটস
  • বাংলা টেলিপাড়ায় পরিচিত মুখ অদ্রিজা রায়।

বাংলা টেলিপাড়ায় পরিচিত মুখ অদ্রিজা রায়। 'মৌয়ের বাড়ি' সিরিয়ালের মাধ্যমে দর্শকদের মন জয় করেন অভিনেত্রী। তবে বাংলা সিরিয়ালের পাশাপাশি তাঁকে পরিণীতা সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছে। যদিও অদ্রিজা এখন মুম্বইতেই পাকাপাকিভাবে থাকছেন। ইতিমধ্যেই দুটো হিন্দি সিরিয়ালে কাজ করে ফেলেছেন এই বাঙালি কন্যা। এার আরও একবার জনপ্রিয় এক হিন্দি সিরিয়ালে দেখা যাবে অদ্রিজাকে।

রূপালী গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় সিরিয়াল অনুপমা টিআরপির সঙ্গে সঙ্গে কিছু বিতর্কের কারণেও সবসময় চর্চিত। আর এখানেই রূপালী গঙ্গোপাধ্যায়ের মেয়ের চরিত্রে দেখা যাবে অদ্রিজাকে। এই সিরিয়ালে অনুপমা (রূপালী)-র দত্তক নেওয়া মেয়ে রাহির চরিত্রে দেখা যাচ্ছিল অভিনেত্রী আলিশা পারভিনকে। তবে নির্মাতারা কোনও নোটিস না দিয়েই সিরিয়াল থেকে আলিশাকে সরিয়ে দেন। ২ মাস আগেই এই সিরিয়ালে এন্ট্রি নিয়েছিলেন আলিশা। হঠাৎ করে কেন আলিশাকে সরিয়ে দেওয়া হল সেটা কিন্তু একেবারেই স্পষ্ট নয়। আর সেই জায়গায় এলেন বাঙালি অভিনেত্রী অদ্রিজা রায়। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

তবে এখনও অনুপমার নির্মাতারা অদ্রিজার এন্ট্রি নিয়ে কোনও নিশ্চিত কিছু জানাননি। যদিও অনুপমা-তে অদ্রিজা এন্ট্রি করছেন এই নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক 'শ্রীময়ী'র অনুকরণে তৈরি এই ধারাবাহিক। বাঙালি দর্শকের কাছে যেমন বিপুল জনপ্রিয়তা‌ পেয়েছিল এই ধারাবাহিক, তেমনই গোটা দেশে ছড়িয়ে পড়েছে 'অনুপমা'র গল্প। অন্যদিকে, টলিপাড়ার পরিচিত মুখ অদ্রিজা রায়। যদিও বহু আগেই টলিপাড়া ছেড়ে বলিপাড়াতে নিজের কেরিয়ার তৈরি করতে মুম্বই পৌঁছে গিয়েছিলেন অদ্রিজা।   

আরও পড়ুন

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

শেষবার তাঁকে দেখা গিয়েছিল হিন্দি সিরিয়াল 'কুণ্ডলী ভাগ্য'তে। ইমলি ধারাবাহিকেও কাজ করেছিলেন অদ্রিজা। আর এবার 'অনুপমা'তে 'রাহি' চরিত্রে দেখা যেতে চলেছেন তাঁকে। এদিকে এই চরিত্রটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অদ্রিজা রায়। প্রসঙ্গত, ২০১৬ সালে অদ্রিজা রায় রায় বাংলা ধারাবাহিক ‘বেদিনী মোলুয়ার কথা’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন। এরপর বেশকিছু বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। পরে ২০২৩-এ হিন্দি সিরিয়াল 'দুর্গা আর চারু'তে কেন্দ্রীয় চরিত্র 'চারু'র হাত ধরে হিন্দি সিরিয়ালের দুনিয়ায় পা রেখেছিলেন অদ্রিজা।

Advertisement

TAGS:
Advertisement