Bengali Movie Release In Puja: ছাব্বিশের পুজোতেও দেব বনাম শিবপ্রসাদ, আরও কোন কোন ছবি মুক্তি পাবে?

Bengali Movie Release In Puja: ২০২৫ সালকে বাংলা ছবির নবজাগরণ বলা চলে। কারণ এই বছরে একের পর এক সাড়া জাগানো বাংলা ছবি মুক্তি পেয়েছে। বাণিজ্যিক থেকে অন্য ধারার ছবি, দর্শকদের হলমুখী করতে বাধ্য করেছে। তবে এই বছরেই আবার ইন্ডাস্ট্রির ভেতরকার ফাটলও প্রকাশ্যে চলে এসেছে।

Advertisement
ছাব্বিশের পুজোতেও দেব বনাম শিবপ্রসাদ, আরও কোন কোন ছবি মুক্তি পাবে?এই বছরের পুজোতে কোন কোন ছবি মুক্তি?
হাইলাইটস
  • গত কয়েক বছরে পুজোর সময়ে হেভিওয়েট বাংলা ছবি মুক্তি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা প্রবল।

২০২৫ সালকে বাংলা ছবির নবজাগরণ বলা চলে। কারণ এই বছরে একের পর এক সাড়া জাগানো বাংলা ছবি মুক্তি পেয়েছে। বাণিজ্যিক থেকে অন্য ধারার ছবি, দর্শকদের হলমুখী করতে বাধ্য করেছে। তবে এই বছরেই আবার ইন্ডাস্ট্রির ভেতরকার ফাটলও প্রকাশ্যে চলে এসেছে। হল পাওয়া নিয়ে বিতর্ক থেকে স্ক্রিনিং কমিটির বৈধতা, নানা বিষয়ে সরগরম ছিল টলিপাড়া। অবশ্য এখন পুরনো বছরের তিক্ততা ভুলিয়ে নতুন বছরে দর্শকদের কী কী ছবি উপহার দিতে চলেছে টলিউড, সেইদিকে তাকিয়ে সবাই। 

ছবি সৌজন্যে: ফেসবুক

গত কয়েক বছরে পুজোর সময়ে হেভিওয়েট বাংলা ছবি মুক্তি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা প্রবল। ২০২৫ সালেও সেই পরম্পরা বজায় ছিল। ছাব্বিশেও বেশ কয়েকটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে পুজোর সময়। পর্দায় দেখা যাবে দেব, জিৎ, শুভশ্রী, অনির্বাণ চক্রবর্তীদের। টলিপাড়ায় বহু আগে থেকেই শোনা যাচ্ছিল যে পুজোয় একসঙ্গে মুক্তি পাবে দুই সুপারস্টার দেব ও জিৎ-এর ছবি। তবে দুদিন আগেই আরও এক চমক সামনে এল। এই বছর পুজোয় ফের জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। অর্থাৎ ‘ধূমকেতু’র পর আবারও ‘দেশু’কে একফ্রেমে দেখার সুযোগ পাবেন অনুরাগীরা। অর্থাৎ পুজোয় দেশু জুটি আবার পর্দায় ফিরছে। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

দেশু জুটির সঙ্গে টক্কর দিতে ময়দানে নামবে উইন্ডোজ প্রযোজনা। এই বছরের পুজোতে আসতে চলেছে 'বহুরূপী'র সিক্যুয়েল। এবার 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু' নিয়ে আসছেন নন্দিতা-শিবপ্রসাদ। ২০২৪ সালে বক্স অফিসে বিজয়রথ ছুটিয়েছিল নন্দিতা-শিবপ্রসাদের বহুরুপী। এই ছবিতেও ক্যামেরার পিছনে নয়, সামনেও কাজ করবেন শিবপ্রসাদ। এর পাশাপাশি পুজোয় এসভিএফের হাত ধরে ফিরছেন 'একেন'। তবে তিনি এবার কোন রহস্যভেদে নামছেন, তা এখনও সাসপেন্স। আর কোনও ছবি এই সময়ে মুক্তি পাবে কিনা, তা এখনও জানা যায়নি। 

এখানে উল্লেখ্য, বাংলা ছবির ভবিষ্যৎ সুরক্ষিত করতে গত বছরেই গঠন হয়েছে স্ক্রিনিং কমিটি। প্রতিটি ছবিই যাতে বক্স অফিসে ভালো ফল করতে পারে, তার জন্য ইম্পার তরফে জানানো হয়েছিল বছরভর মোট এগারোটা প্রাইম রিলিজ উইন্ডো করা যাবে। তার মধ্যে রয়েছে ২৩ জানুয়ারি, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইনস ডে, পয়লা বৈশাখ, গরমের ছুটি, ইদ, দুর্গাপুজো, কালীপুজো, ও বড়দিন। যারা ছ’টি ছবি বানাবে তাঁরা চারটে প্রাইম রিলিজ উইন্ডো পাবে। যারা চারটে ছবি বানাবে তাঁরা দু’টি প্রাইম রিলিজ উইন্ডো পাবে। এছাড়াও নন-প্রাইম উইন্ডোতেও ছবি মুক্তি পাবে। যদিও স্ক্রিনিং কমিটির বৈধতা এবং তার সিদ্ধান্তের সমর্থন করেননি দেব। ভোট দিয়েছেন ‘নোটা’য়।      

Advertisement

POST A COMMENT
Advertisement