নবরাত্রি শুরু হয়ে গিয়েছে। আর দুর্গাপুজো প্রায় শুরুর মুখেই। যদিও বৃষ্টি অসুর হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টিতে অনেকেই বাড়ি থেকে বেরোতে চান না আবার এমন মানুষও রয়েছেন যাঁরা পুজোতে প্রিয়জনদের নিয়ে বাড়িতেই পার্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর এই সময় ওটিটি প্ল্যাটফর্মে একাধিক সিরিজ দেখে নিতে পারেন সবাই মিলে। আসুন দেখে নিন বাংলা ও হিন্দি কোন কোন সিরিজ এই সময় আপনি দেখতে পারবেন।
Two Much with Kajol & Twinkle-Amazon Prime Video (September 25)
কাজল ও টুইঙ্কল খান্নার এই রিয়্যালিটি শো-তে তারকাদের সব পর্দাফাঁস করা হয়। তাই পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে এই শো উপভোগ করতেই পারেন। ২৫ সেপ্টেম্বর এই শো ওটিটিতে মুক্তি পেয়েছে।
Dhadak 2-Netflix (September 26)
নেটফ্লিক্সে দেখতে পাবেন সিদ্ধার্থ চতুর্বেদী ও তৃপ্তি দামরির সিনেমা ধড়ক ২। যাঁরা লাভস্টোরি দেখতে পছন্দ করেন, তাঁদের এই ছবি ভালই লাগবে।
Hridayapoorvam – JioHotstar (September 26)
পারিবারিক সিনেমা। এক ব্যবসায়ী, যিনি তাঁর পরিবারের থেকে অনেক দূরে থাকেন। এই ছবিটি প্রেম, ক্ষতি ও পরিবারের সম্পর্ক নিয়ে।
Janaawar- Zee5 (September 26)
রহস্য ও অপরাধমূলক এই ছবিতে গ্রামীন ভারতের চিত্র তুলে ধরবেন এই আদিবাসী উপজাতির পুলিশ অফিসার।
Son of Sardaar 2 – Netflix (September 26)
অজয় দেবগণ, ম্রুণাল পাঠক. চাঙ্কি পাণ্ডের কমেডি এই সিনেমা দেখতে দেখতে হাসতে হাসতে গড়াগড়ি খাবেন।
Saiyaara on Netflix
সাইয়ারা ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেও মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে আলোড়ন সৃষ্টির পর, অনেক ভক্ত এই সিনেমার ওটিটি মুক্তির জন্য অপেক্ষা করছিলেন। এখনও যারা দেখেননি, তারাও দেখে নিতে পারেন এখন।
Bads of Bollywood-Netflix
শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রথম সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড' ১৮ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই এই ছবি দর্শকদের কাছে আলোড়ন ফেলেছে।
Chhoto Byomkesh-Hoichoi (September 24)
২৪ সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছোট ব্যোমকেশ ওয়েব সিরিজ। এই সিরিজে তুলে ধরা হয়েছে ব্যোমকেশ নামের এক তুখোড় বুদ্ধিমান ছেলের নানা কাণ্ডকারখানা।
Feluda - Addatimes
আড্ডাটাইমসে পুজোর সময় মুক্তি পাবে সৃজিত মপখোপাধ্যায়ের ফেলুদা সিরিজ। ‘ফেলুদা’ টোটা রায়চৌধুরী, ‘তোপসে’ কল্পন মিত্র, ‘জটায়ু’ অনির্বাণ চক্রবর্তী মিলে দর্শকদের মন জয় করবেন।