scorecardresearch
 

Neem Phuler Madhu: 'নিম ফুলের মধু'-তে এন্ট্রি নিলেন এই জনপ্রিয় অভিনেতা, 'পুঁটি'র নায়ক কে?

Neem Phuler Madhu: বাংলা টেলিভিশনের জনপ্রিয়তম সিরিয়ালগুলির মধ্যে অন্যতম নিম ফুলের মধু। বেশ কিছু বছরে এই সিরিয়াল দর্শকদের মন জয় করতে সফল হয়েছে। প্রথমদিকে টিআরপিতে এই সিরিয়াল ভাল ফল করলেও এখন সেভাবে মন জয় করতে পারছে না। তবে জনপ্রিয়তায় ভাটা একেবারেই পড়েনি। ইতিমধ্যেই নিম ফুলের মধু এগিয়েছে ২০ বছর।

Advertisement
নিম ফুলের মধু-তে গ্র্যান্ড এন্ট্রি এই নায়কের নিম ফুলের মধু-তে গ্র্যান্ড এন্ট্রি এই নায়কের
হাইলাইটস
  • বাংলা টেলিভিশনের জনপ্রিয়তম সিরিয়ালগুলির মধ্যে অন্যতম নিম ফুলের মধু।

বাংলা টেলিভিশনের জনপ্রিয়তম সিরিয়ালগুলির মধ্যে অন্যতম নিম ফুলের মধু। বেশ কিছু বছরে এই সিরিয়াল দর্শকদের মন জয় করতে সফল হয়েছে। প্রথমদিকে টিআরপিতে এই সিরিয়াল ভাল ফল করলেও এখন সেভাবে মন জয় করতে পারছে না। তবে জনপ্রিয়তায় ভাটা একেবারেই পড়েনি। ইতিমধ্যেই নিম ফুলের মধু এগিয়েছে ২০ বছর। পর্ণার বয়স বেড়েছে, বড় হয়েছে পুঁটিও। সিরিয়ালে গুণ্ডারূপে দেখা যাচ্ছে রুবেল তথা সৃজনকে। পুঁটির বড়বেলার চরিত্রে এন্ট্রি নিয়েছেন সোমু সরকার। এবার পুঁটির নায়কের চরিত্রে দেখা যাবে টেলিভিশনের আর এক পরিচিত মুখকে। 

নিম ফুলের মধু-তে পর্ণা আর সৃজনের মেয়ের ভূমিকায় দেখা মিলছে সোমু সরকারের। পুঁটির নায়ক কে হবে? সেই নিয়ে শুরু থেকেই মাথাব্যাথা ছিল দর্শকদের। আর এই সিরিয়ালে আরও একবার দেখা মিলবে সকলের পছন্দের সেই নায়ককে। সদ্যই এই অভিনেতার একটি সিরিয়াল শেষ হয়েছে। গাঁটছড়া সিরিয়ালে তাঁর চরিত্র দর্শকদের বেশ ভাল লেগেছিল। এবার সেই পরিচিত মুখকেই দেখা যাবে নিম ফুলের মধু-তে পুঁটির নায়কের চরিত্রে। 

অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে নিম ফুলের মধু সিরিয়ালে। রবিবার থেকেই এই সিরিয়ালে এন্ট্রি নিয়েছেন তিনি। অনিন্দ্যকে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের এক অফিসারের ভূমিকায়। ক্লাবের ছেলেদের ভয় দেখাতে বাবুর বাবু সহায়তা নেয় গিরিধারী সিং-এর (রুবেল)। অপর্ণ আর গিরিধারীকে বাঁচাতে 'তারকাটা' পর্ণা ফের চমক দেখায়। কিন্তু দত্ত বাড়িতে এসে পুঁটির মুখোমুখি অনিন্দ্য। সাংবাদিক-পুলিশের এই টক্কর প্রথম দিনেই জমে ক্ষীর! দুজনের রসায়ন দেখে দর্শকরা নিশ্চিত, এই পুলিশই হবে পুঁটির হবু বর। আর পর্নার জামাই।

Advertisement

ছোটপর্দায় খুবই চেনা মুখ অনিন্দ্য। গাঁটছড়া সিরিয়ালে অনিন্দ্যর রাহুল চরিত্রটি খুবই জনপ্রিয় হয়েছিল। অভিনেতার শেষ ধারাবাহিক ছিল কাজল নদীর জলে। যেখানে অরুণিমা হালদারের বিপরীতে অভিনয় করছিলেন। তবে মাত্র কয়েক মাস চলার পরেই বন্ধ হয় যায় সেটি। অনিন্দ্য ছোট পর্দার পাশাপাশি বড় পর্দা, সিরিজের জনপ্রিয় মুখ। এছাড়াও মিমি চক্রবর্তীর খুব ভাল বন্ধু অনিন্দ্য। মাঝে মাঝেই তাঁদের একসঙ্গে পার্টি করতে দেখা যায়। তবে নিম ফুলের মধু সিরিয়ালে পুঁটির নায়ক অনিন্দ্যই কিনা তা সময় বলে দেবে।   

আরও পড়ুন

Advertisement