
অহনা দত্তছোটপর্দার চেনা মুখ অহনা দত্ত তথা মিশকা। অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তাঁর করা নেগেটিভ চরিত্রের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান অহনা। বড়পর্দাতেও কাজ করে ফেলেছেন তিনি, তার ওপর সোশ্যাল মিডিয়ায় ডেইলি ভ্লগও করেন অহনা। সব মিলিয়ে তাঁর কেরিয়ারের চাকা তরকরিয়ে এগোচ্ছে। আর এরই মাঝে গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেন অহনা। তবে তিনি সুস্থ থাকলেও, সামন্য ক্ষতি হয়েছে তাঁর সদ্য কেনা গাড়িটির। পুরোটা অহনা তাঁর ভিডিওর মাধ্যমে সকলকে জানিয়েছেন।
অহনা জানিয়েছেন যে শনিবার বাইপাসের উপর ইলাইচি মোড়ের কাছে ঘটে এই দুর্ঘটনা। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অহহনা ও তাঁর স্বামী দীপঙ্করের কোনও আঘাত লাগেনি। অভিনেত্রী তাঁর ভিডিওতে জানিয়েছেন যে এবং তাঁর স্বামী দীপঙ্কর গাড়ি নিয়ে রাস্তার একধারে দাঁড়িয়েছিলেন। কিন্তু অন্য একটি গাড়ি ব্যাক করতে গিয়ে হঠাৎই তাঁদের দাঁড়িয়ে থাকা গাড়িতে এসে ধাক্কা মেরে দেয়। চালকের আসনে বসে থাকা দীপঙ্কর বার বার হর্ন দিয়ে সতর্ক করলেও লাভ হয়নি। অহনার কথায়, ‘গাড়ি দুর্ঘটনা অস্বাভাবিক কিছু নয়। এটা হতেই পারে। কিন্তু গাড়িতে ধাক্কা মারার পর ওরা যে ব্যবহার করেছে সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়।
অহনা এও দাবি করেছেন যে ওই ব্যক্তি নাকি মদ্যপ ছিলেন। অভিনেত্রী জানান যে গাড়িতে স্ক্র্যাচ লেগেছে এবং তারপরই সেই ব্যক্তি পালিয়ে যান। শুধু তাই নয়, গাড়িতে ধাক্কা লাগার বিষয়টি নিয়ে প্রতিবাদ করতেই ওই এলাকার স্থানীয়রাও তাঁদের দিকে তেড়ে আসার চেষ্টা করেন। অহনা ভিডিওতে বলেন, ওরা বলেছে ওদের অফিসে গিয়ে কালকে যেন টাকা নিয়ে নিই আমরা। অহনাকে থামিয়ে দীপঙ্কর বলেন, এরা হচ্ছে এক একজন দালাল। এদের আবার অফিস? ওদের সাহস দেখলে অবাক হয়ে যেতে হয়। এমন ঘটনা প্রতিদিন প্রতিনিয়ত সব জায়গায় ঘটছে।

মাত্র একমাস হয়েছে অহনা ও দীপঙ্কর তাঁদের পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিনেছেন। সোশ্যাল মিডিয়ায় গাড়ি কেনার সেই দিনটিও ভাগ করে নিয়েছিলেন অহনা। তাই স্বাভাবিকভাবেই নতুন গাড়ি এইভাবে তুবড়ে যাওয়ায় মন খারাপ দুজনের। তবে সঙ্গে যে মেয়ে ছিল না এটাই স্বস্তির। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন অহনা। তাঁকে দেখা যাচ্ছে তাঁকে ধরি ধরি মনে করি সিরিয়ালে।