Television Gossip: নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর, ছটপুজো করলেন বিহারি বাড়ির এই বাঙালি নায়িকা

Television Gossip: বাংলা সিরিয়াল ও টলিউডের চেনা মুখ দুজনেই। অভিনয় পেশার সঙ্গে যুক্ত স্বামী-স্ত্রী। তবে স্ত্রী বাঙালি হলেও স্বামী কিন্তু অবাঙালি।

Advertisement
নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর, ছটপুজো করলেন বিহারি বাড়ির এই বাঙালি নায়িকাছটপুজো করলেন এই বাঙালি নায়িকা
হাইলাইটস
  • বাংলা সিরিয়াল ও টলিউডের চেনা মুখ দুজনেই।
  • অভিনয় পেশার সঙ্গে যুক্ত স্বামী-স্ত্রী।

বাংলা সিরিয়াল ও টলিউডের চেনা মুখ দুজনেই। অভিনয় পেশার সঙ্গে যুক্ত স্বামী-স্ত্রী। তবে স্ত্রী বাঙালি হলেও স্বামী কিন্তু অবাঙালি। তাই নাক থেকে সিঁথি পর্যন্ত কমলা সিঁদুর পরে ছটপুজো উদযাপন করলেন অভিনেত্রী মিমি দত্ত। নিজের সোশ্যাল মিডিয়া পেজে সেই ছবিও শেয়ার করেছেন নায়িকা। প্রসঙ্গত, ওম ও মিমি দুজনেই দুই সংস্কৃতির উৎসব উদযাপন করতে ভালোবাসেন। 

মিমি যে ছবিগুলো শেয়ার করেছেন সেখানে তাঁকে দেখা যাচ্ছে লাল রঙের শাড়িতে, সঙ্গে সাদা রঙের ব্লাউজ। নাক থেকে টেনে সিঁদুর পরার পাশাপাশি মিমি পরেছেন লাল রঙের কাঁচের চুড়িও তবে সঙ্গে রয়েছে শাঁখা-পলাও। মিমি এই ছবি শেয়ার করে লিখেছেন, শুভ ছটপুজো। আর তিনি যে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন সেখান থেকেই বোঝা যাচ্ছে যে মিমি বিহারি বউও তাই তিনি ছটপুজো উদযাপন করছেন। তবে অভিনেত্রী ছট পুজোর ব্রত রেখেছিলেন কিনা সেটা স্পষ্ট নয়। ওম সাহানি এই ছবি ও ক্যাপশনে হার্টের ইমোজি দিয়েছেন।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi Dutta (@duttamimi007)

 

প্রথম দেখা ২০১১ সালে। রূপসী বাংলার ‘আলোর বাসা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন ওম সাহানি এবং মিমি দত্ত। যদিও তখন তাঁরা শুধুই সহকর্মী। সেটেও যতটুকু কথা হত, সবটাই কাজ নিয়ে। তবে একে অপরের প্রতি ভালো লাগা ছিল। কিন্তু ধারাবাহিক শেষ হওয়ার পর আর যোগাযোগ থাকেনি। কেরিয়ারের চাপে সেই ভালো লাগাও তখন অতীত। কাট টু ২০১৭। ফের দেখা হয় দু’জনের। এ বার সেই চাপা ভালো লাগা পরিণত হয় ভালবাসায়। আর অপেক্ষা না করে শেষে একে অপরকে মনের কথা জানান ওম এবং মিমি। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রেম পরিণতি পায় তাঁদের। মিস্টার এন্ড মিসেস হন তাঁরা।

মিমি ও ওমের বিয়ে ছিল বৈদিক মতে। অভিনেতাকে পুরদস্তুর বাঙালি বরবেশেই দেখা গিয়েছিল আর মিমিকে বাঙালি বধূ। তবে ওম যে অবাঙালি এটা ইন্ডাস্ট্রিতে সকলে জানলেও তাঁকে দেখে বোঝার উপায় নেই। বিয়ের পর নিয়ম করে জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি যান ওম। আর সেখানে পঞ্চব্যাঞ্জন খেয়ে উদরপূর্তি ঘটান। সোশ্যাল মিডিয়াতে ওম ও মিমি দুজনেই দারুণভাবে সক্রিয়। তাঁদের রিলস ভিডিওগুলি বেশ জনপ্রিয়। দুর্গাপুজো থেকে দীপাবলি সবটাই পালন করেছেন ওম-মিমি। তাই বাদ যায় কেন ছট পুজো। কিছুদিন আগেই শেষ হয়েছে ওম এবং তৃণার লাভ বিয়ে আজকাল। ওমকে পরবর্তীতে বিনোদিনী: এক নটীর উপাখ্যান-এ দেখা যাবে অভিনয় করতে। 

Advertisement

    

POST A COMMENT
Advertisement