Television Gossip: চাউর হয়েছিল ডিভোর্সের খবর, সেই টেলি খলনায়িকাই ফের মা হচ্ছেন

Television Gossip: টেলিভিশন দুনিয়াতে তিনি ভিলেন হিসাবেই পরিচিতি পেয়েছেন। তাঁর নেগেটিভ চরিত্রের কারণেই তাঁর জনপ্রিয়তা এতটা তুঙ্গে। তার ওপর সোশ্যাল মিডিয়াতে তাঁর বোল্ডনেস রীতিমতো ছ্যাঁকা দেবে আপনাকে। সিরিয়াল জগতে ভীষণ পরিচিত এক মুখ তিনি। সিরিয়ালে তাঁর কূটবুদ্ধি রীতিমতো আপনাকে রাগিয়ে দিতে বাধ্য।

Advertisement
চাউর হয়েছিল ডিভোর্সের খবর, সেই টেলি খলনায়িকাই ফের মা হচ্ছেন ফের মা হচ্ছেন এই টেলিখলনায়িকা
হাইলাইটস
  • টেলিভিশন দুনিয়াতে তিনি ভিলেন হিসাবেই পরিচিতি পেয়েছেন।
  • তাঁর নেগেটিভ চরিত্রের কারণেই তাঁর জনপ্রিয়তা এতটা তুঙ্গে।

টেলিভিশন দুনিয়াতে তিনি ভিলেন হিসাবেই পরিচিতি পেয়েছেন। তাঁর নেগেটিভ চরিত্রের কারণেই তাঁর জনপ্রিয়তা এতটা তুঙ্গে। তার ওপর সোশ্যাল মিডিয়াতে তাঁর বোল্ডনেস রীতিমতো ছ্যাঁকা দেবে আপনাকে। সিরিয়াল জগতে ভীষণ পরিচিত এক মুখ তিনি। সিরিয়ালে তাঁর কূটবুদ্ধি রীতিমতো আপনাকে রাগিয়ে দিতে বাধ্য। সেই মানসী সেনগুপ্ত প্রেগন্যান্ট। টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেত্রীর এই নতুন খবরের কথা। যদিও মানসী নিজে কোনও পোস্ট করেননি।

ফের মা হতে চলেছেন নাকি মানসী। এক সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী নিজেই এ কথা স্বীকার করেছেন। মানসীর আগেই একটি কন্যা রয়েছে। তাকে বড় করে তোলা থেকে তার সঙ্গে নানান মুহূর্তের ভিডিও-ছবি সব শেয়ার করে থাকেন তিনি। তবে মা হওয়ার বিষয়টি এখন তিনি গোপনেই রেখেছেন। 'নিম ফুলের মধু'-তে মৌমিতা চরিত্রে অভিনয়ের পাশাপাশি তাঁকে 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকেও দেখা যাচ্ছে। অহনা চরিত্রে অভিনয় করছেন মানসী। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এক সংবাদমাধ্যমকে মানসী জানিয়েছেন যে তাঁর ফের মা হওয়ার খবরটি তিনি আর কয়েকদিন পর সকলকে জানাবেন। এই প্রেগন্যান্সি অবস্থাতেই নতুন সিরিয়ালের কাজ শুরু করেছেন মানসী। তিনি জানিয়েছেন যে যতদিন পারবেন তিনি কাজ চালিয়ে যাবেন তারপর বিশ্রাম নেবেন। তবে মানসী এও জানিয়েছেন যে নতুন বছরেই তাঁর ঘরে নতুন অতিথি আসতে চলেছেন। প্রসঙ্গত, শুধুমাত্র ধারাবাহিকে অভিনয়ের জন্যই নয়, সোশ্যাল মিডিয়ায় তাঁর নানা রিলস, ভিডিয়োর জন্যও জনপ্রিয়তা তুঙ্গে। মানসীর বোল্ড ইমেজ রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

যদিও দুবছর আগে মানসী দিদি নম্বর ১-এসে জানিয়েছিলেন যে তিনি তাঁর স্বামীর প্রতি কোনও টান অনুভব করেন না। তার অন্যতম কারণ ছিল মানসীকে কাজের জন্য মুম্বই থাকতে হচ্ছিল। তিনি সেখানে 'মোসে ছল কিয়া যায়ে' আর 'বন্নি চাও হোম ডেলিভার' এই দুই ধারাবাহিকে কাজ করছিলেন খলনায়িকার চরিত্রে। আর মানসীর স্বামী থাকতেন কলকাতায়। আর সেই কারণেই একে-অপরের প্রতি টান ছিল না, যার কারণ দুরত্ব। তবে মানসী এরপর কলকাতায় ফিরে আসেন এবং মনে করা হচ্ছে স্বামীর সঙ্গে সব দুরত্ব এবার মিটে গিয়েছে। 

Advertisement

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এর আগে 'কী করে বলব তোমায়' ধারাবাহিকের খলনায়িকা পায়েল সেনের ভূমিকায় পাওয়া গিয়েছিল মানসীকে। এই চরিত্রটির জন্যই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন মানসী। রাজা চন্দের পরিচালনায় 'কাটাকুটি' নামের এক ওয়েব সিরিজেও কাজ করেছেন মানসী। এরপর মুম্বই থেকে প্রস্তাব আসায় সব ছেড়ে মায়ানগরী পাড়ি দেন। তবে ফের কলকাতায় ফিরে এসেছেন এবং নিম ফুলের মধু সিরিয়ালে নেগেটিভ চরিত্রে অভিনয় করে আবারও সব লাইমলাইট কেড়ে নিয়েছেন।        

POST A COMMENT
Advertisement