সৌমি চক্রবর্তীসেরকম হাড় কাঁপানো শীত না থাকলেও হালকা শীতের আমেজ এখনও রয়েছে। শীতের পোশাকেও দেখা যাচ্ছে সবাইকে। আর এরকম মরশুমে সবাইকে উষ্ণতার পরশ দিলেন ছোটপর্দার এই অভিনেত্রী। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের এমন ছবি পোস্ট করেছেন, যা দেখে নেট নাগরিকরা রীতিমতো ঘামছেন। তবে একই সঙ্গে নিন্দার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। যিনি এই ঝড় তুললেন, তিনি হলেন ছোটপর্দার চেনা মুখ সৌমি চক্রবর্তী।
নিম ফুলের মধু সিরিয়ালে সৌমি রুচিরা চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। কিছুদিন আগেই নিজের ব্রেকআপ হওয়া নিয়ে খবরের শিরোনামে এসেছিলেন সৌমি। তবে সেই রেশ কেটে গিয়েছে। নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। আর সেই আবহেই শীতের সকালে নিজের সাহসী ছবি পোস্ট করলেন তিনি। সৌমির পোস্ট করা ছবিতে অভিনেত্রীকে বিছানার ওপর শুয়ে থাকতে দেখা গিয়েছে।
শীতের সকালে তাঁর হাতে ধরা কালো রঙের কফি কাপ। তবে শরীরের ঊর্ধ্বাঙ্গে নেই কোনও পোশাক। সবুজ রঙের চাদর দিয়েই নিজেকে ঢেকে রেখেছেন অভিনেত্রী। খোলা চুলে সকালে তাঁর মেকআপহীন স্নিগ্ধ সৌন্দর্য মুগ্ধ করেছে অনেককে। বিছানার ওপরে হাসিমুখে শুয়ে রয়েছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই এই ছবিগুলির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী। এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পাওয়ার সঙ্গে সঙ্গে ট্রোলড হয়েছেন অভিনেত্রী।
সৌমিকে ট্রোলড করে নেটিজেনদের একাংশ লিখেছেন, এটা শীতের সকাল নয় হানিমুনের সকাল। আবার অনেকে লিখেছেন, সৌমি এইরকম ছবি তোমার থেকে আশা করিনি। আবার কেউ লিখেছেন, শীতের সকালে কে এমন থাকে। আবার কেউ লেখেন, শীতে খালি গায়ে কেমনে বইন। আবার কারোর কারোর মতে, শরীর না দেখলে অফার পাবে না। তবে এইসব ট্রোলের পাল্টা কোনও জবাব দেননি সৌমি।
প্রসঙ্গত, কনটেন্ট থিয়েটার পৃথ্বীশের সঙ্গে সম্পর্ক ছিল সৌমির। দুই পরিবারের মধ্যস্থতায় বিয়ের কথাও চালু হয়েছিল কিন্তু আচমকাই সব শেষ হয়ে যায়। তবে পৃথ্বীশের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ‘কোন গোপনে মন ভেসেছে’ সহ অভিনেতা মন্দার অর্থাৎ দেবজ্যোতি রায় চৌধুরীর সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তাঁরা প্রেম করছেন কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।