Tele Actress Bold Looks: কালো মনোকিনিতে পুলের জলে, ভেজা শরীরে 'বোল্ড' টেলি অভিনেত্রী

গ্ল্যামার দুনিয়া মানেই তারকাদের বোল্ড ও সাহসী ছবির ঝলক। আর ভ্যাকেশনে গেলে তো কথাই নেই, টলিউড বা টেলিভিশন, নায়িকাদের স্বল্প পোশাকের ছবি পোস্ট হতেই তা নিমেষে ভাইরাল। সেরকমই এক টেলি অভিনেত্রীর সুইম স্যুট পরা ছবি সম্প্রতি বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Advertisement
কালো মনোকিনিতে পুলের জলে, ভেজা শরীরে 'বোল্ড' টেলি অভিনেত্রীটেলি অভিনেত্রীর বোল্ড ছবিতে ঘায়েল নেটপাড়া
হাইলাইটস
  • গ্ল্যামার দুনিয়া মানেই তারকাদের বোল্ড ও সাহসী ছবির ঝলক।

গ্ল্যামার দুনিয়া মানেই তারকাদের বোল্ড ও সাহসী ছবির ঝলক। আর ভ্যাকেশনে গেলে তো কথাই নেই, টলিউড বা টেলিভিশন, নায়িকাদের স্বল্প পোশাকের ছবি পোস্ট হতেই তা নিমেষে ভাইরাল। সেরকমই এক টেলি অভিনেত্রীর সুইম স্যুট পরা ছবি সম্প্রতি বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অবশ্য এই অভিনেত্রী এমনিতেই খুব বোল্ড আর তার ওপর ভ্যাকেশনে গিয়ে নিজেকে তুলে ধরলেন এরকম খোলামেলা পোশাকে। 

কালো মনোকিনি, যেখানে অভিনেত্রীর খোলা পিঠ রীতিমতো পারদ চড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও তিনি বসে রয়েছেন গাছের ছায়ায় আবার কখনও বা সূর্যের আলোয় পুলের জলে গা ভাসিয়েছেন। তাঁর ভেজা শরীর রীতিমতো উষ্ণতা বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। টেলি দুনিয়ায় কখনও এই অভিনেত্রী নেগেটিভ চরিত্রে আবার কখনও বা ইতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। ইনি হলেন অর্পিতা মণ্ডল, যিনি টেলিভিশন দুনিয়ায় বেশ জনপ্রিয়। 

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হলেন অর্পিতা মণ্ডল। তিনি প্রায় সময়েই কোনও না কোনও কারণে খবরের শিরোনাম দখল করে থাকেন। অর্পিতা খুবই বোল্ড, তাঁর সোশ্যাল মিডিয়া ঢুঁ দিলেই একাধিক সাহসী অবতারের ছবি দেখা যায়। ছোট পর্দার জনপ্রিয় মুখ অর্পিতা। ফুলকি সিরিয়ালে তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। এছাড়াও তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন রিমলি, লক্ষ্মীকাকিমা সুপারস্টার সিরিয়ালেও। নেটপাড়ার পারদ কীভাবে চড়াতে হয় অর্পিতা খুব ভালই জানেন। 

গত বছর বিয়ে করেছেন অভিনেতা স্বর্ণদীপ্তকে। তিনিও ছোটপর্দার খুব চেনা মুখ। প্রেম করেই বিয়ে করেন অর্পিতা ও স্বর্ণদীপ্ত। সম্প্রতি বিয়ের প্রথম জন্মদিন পালন করেন এই তারকা জুটি। আদর করে তাঁরা একে-অপরকে মাম্মা বলে ডাকেন। লক্ষ্মীকাকিমা সুপারস্টার সিরিয়ালে এই জুটি অনস্ক্রিন স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এরপরই তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়। তাঁদের প্রেম ছিল একেবারে খুল্লাম খুল্লা।তাঁরা কোনও রাখঢাক না করেই নিজেদের বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করতেন সোশ্যাল মিডিয়ায়। বিয়ের পরও অর্পিতা ও স্বর্ণদীপ্তের আদুরে ছবি নেটপাড়ায় বেশ ভাইরাল হয়। এই মুহূর্তে তাঁরা ব্যাঙ্ককে ভ্যাকেশনে রয়েছেন। সেখান থেকেই একের পর এক সাহসী ছবি পোস্ট করতে দেখা গিয়েছে অর্পিতাকে।   

Advertisement

    

POST A COMMENT
Advertisement