Television Actress: আগেও কাজ করেছেন দেবের সঙ্গে, 'প্রজাপতি ২'-তেও থাকছেন এই টেলি নায়িকা

টেলিপাড়ার চেনা মুখ এই নায়িকা। একাধিক সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে এবং তাঁর অভিনয় বেশ প্রশংসিত। দেবের ছবিতে সিরিয়ালের নায়িকাদেরও নেওয়ার প্রবণতা আগেও দেখা গিয়েছে। সৌমিতৃষা, শ্বেতা, ইধিকা, জ্যোতির্ময়ী এঁরা প্রত্যেকেই দেবের ছবিতে অভিনয় করেছেন।

Advertisement
আগেও কাজ করেছেন দেবের সঙ্গে, 'প্রজাপতি ২'-তেও থাকছেন এই টেলি নায়িকা'প্রজাপতি ২'-তে রয়েছেন এই টেলি নায়িকা
হাইলাইটস
  • দেবের ছবিতে সিরিয়ালের নায়িকাদেরও নেওয়ার প্রবণতা আগেও দেখা গিয়েছে।

টেলিপাড়ার চেনা মুখ এই নায়িকা। একাধিক সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে এবং তাঁর অভিনয় বেশ প্রশংসিত। দেবের ছবিতে সিরিয়ালের নায়িকাদেরও নেওয়ার প্রবণতা আগেও দেখা গিয়েছে। সৌমিতৃষা, শ্বেতা, ইধিকা, জ্যোতির্ময়ী এঁরা প্রত্যেকেই দেবের ছবিতে অভিনয় করেছেন। বড়দিনে মুক্তি পাচ্ছে দেবের আগামী ছবি প্রজাপতি ২। আর এই ছবিতে দেখা যাবে টেলিভিশনের এই চেনা মুখকে। যদিও এই খবর প্রকাশ্যে কখনও আসেনি। তবে অভিনেত্রীর সাম্প্রতিক পোস্ট এবং ছবির ট্রেলার মুক্তির দিন সেই টেলি অভিনেত্রীকে দেখে সকলেই অবাক। 

প্রজাপতি ২-এ দেখা যাবে টেলি নায়িকা জ্যোর্তিময়ী কুণ্ডুকে। এই ছবির মাধ্যমেই তিনি বাংলা ছবিতে ডেবিউ করবেন। এছাড়াও রয়েছেন ইধিকা পালও। যদিও দেবের নায়িকা কখনই এই বিষয়ে মুখ খোলেননি। হঠাৎ করেই তাঁকে দেখা যায় প্রজাপতি ২-এর একটি গানে। এবার প্রজাপতি ২ ছবিতে এই টেলি নায়িকাকেও দেখা যাবে। ইনি হলেন শ্রীপর্ণা রায়। যাঁকে আগেও দেবের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। তবে এই ছবিতে শ্রীপর্ণার চরিত্র কী, সে বিষয়ে কিছু জানা যায়নি। 

ছবি সৌজন্যে: ফেসবুক

সম্প্রতি একটি ছবি পোস্ট করেছিলেন শ্রীপর্ণা। যেখানে তাঁকে দেবের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। এই সেটটা দিদি নম্বর ১-এর সেট। ছবির প্রচারে এসেছিলেন প্রজাপতি ২-এর গোটা টিম। এরপরই খোলসা হয় যে শ্রীপর্ণাও কাজ করছেন এই ছবিতে। জানা গিয়েছে, এই ছবিতে একটি বিশেষ চরিত্রে থাকবেন লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের কাসাই ওরফে শ্রীপর্ণা। এর আগে অভিনেত্রীকে বড় পর্দায় টনিক এবং কিডন্যাপ ছবিতেও দেখা গিয়েছিল।

ছবি সৌজন্যে: ফেসবুক

২০১২ সাল থেকে অভিনয় জীবনের শুরু অভিনেত্রীর। প্রথম থেকে মুখ্য চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কড়ি খেলা সিরিয়ালে তাঁর পারমিতা চরিত্রটি দর্শকদের মন জয় করেছিল। এরপর তাঁকে গাঁটছড়া সিরিয়ালেও দেখা যায়। আঁচল, মুকুট, নেতাজি সহ বেশ কিছু সিরিয়ালে প্রধান চরিত্রেই অভিনয় করেছেন শ্রীপর্ণা। এরপর প্রায় দেড় বছর ছোটপর্দার বাইরে ছিলেন। লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে কাসাই চরিত্রে অভিনয় করছেন তিনি। ব্যক্তিগত জীবন খুব একটা সুখের নয়। বিয়ের দু বছরের মাথায় চিকিৎসক স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় শ্রীপর্ণার। এখন আপাতত কেরিয়ারেই মনোযোগ দিতে চাইছেন নায়িকা।  

Advertisement

POST A COMMENT
Advertisement