
লাল রঙের হল্টার বডিকন ড্রেস। মেসি বান, হাতে ওয়াইনের গ্লাস, মাখনের মতো সাদা খোলা পিঠ উষ্ণতার পারদ চড়াচ্ছে নেট দুনিয়ায়। ক্যামেরায় পিছন করে পোজ দিয়েছেন এই অভিনেত্রী, টলিউডে তিনি বেশ পরিচিত এক মুখ। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকেন এই নায়িকা। নিজের ইউটিউব চ্যানেলও রয়েছে, ডেইলি ভ্লগও করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর খোলা পিঠের ছবি দিতেই হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়।
এই অভিনেত্রী ঘুরতে যেতে ভীষণ ভালোবাসেন। সুযোগ ও সময় পেলেই তিনি কাঁধে ব্যাগ নিয়ে সোলো ট্রাভেলে বেড়িয়ে পড়েন। ঘন ঘন বিদেশ ভ্রমন নিয়ে এক সময় কটাক্ষের শিকারও হয়েছিলেন এই অভিনেত্রী। কয়েকটি বাংলা ধারাবাহিকে কাজ করার পরই এই নায়িকা মুম্বইতে চলে যান। সেখানে একটি জনপ্রিয় সিরিয়ালে চুটিয়ে অভিনয়ও করেন। তবে খুব কম সময়ের মধ্যে সেই সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় তাঁকে ফিরে আসতে হয়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছবি পোস্ট করেছেন যে নায়িকা, তিনি আর কেউ নন দেবচন্দ্রিমা সিং রায়।
দেবচন্দ্রিমার এই বোল্ড অবতারের ছবি নেটপাড়ায় ছ্যাঁকা দিচ্ছে। টেলিভিশনের জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা সিরিয়ালের পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও তিনি কাজ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় দেবচন্দ্রিমা। ডেইলি ভ্লগের মাধ্যমে অভিনেত্রী এখন কনটেন্ট ক্রিয়েটারও। ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবে অভিনেত্রীর অনুগামীর সংখ্যা নেহাত কম নেই। দর্শকেরাও দেবচন্দ্রিমার রোজনামচা দেখতে বেশ পছন্দই করেন। কিছুদিন আগেই তাঁর প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদকের বিরুদ্ধে বিস্ফোরক ভিডিও পোস্ট করেছিলেন। তা নিয়ে কম কাঁটাছেঁড়া হয়নি।
কাজের প্রতি তিনি বরাবরই ভীষণ মনোযোগী। সিঙ্গুর থেকে কলকাতায় এসে বাংলা টেলিভিশন ও টলিউড দুনিয়ায় পায়ের তলার মাটি শক্ত করেছেন। তারপর মুম্বইতে হিন্দি কাজের অফার পান দেবচন্দ্রিমা। সেখানেও তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন নিজের কাজের গুণে। সাহেবের চিঠি সিরিয়ালে তাঁর অভিনয় প্রশংসিত হয়। পরিচালক রাজা চন্দের নতুন ওয়েব সিরিজ বিভীষণ-এ দেবচন্দ্রিমাকে দেখা গিয়েছে সোহম মজুমদারের সঙ্গে।