বিয়ে লুকিয়ে পরিচালকের সঙ্গে পরকীয়ায় এই নায়িকাবাংলা ইন্ডাস্ট্রির মতিগতি বোঝা খুবই দায়। কে কখন কার সঙ্গে প্রেম-ব্রেকআপ করছেন, তা বুঝতেই পারবেন না। তাও ইন্ডাস্ট্রির ভেতরকার গুঞ্জন মাঝে মধ্যেই বাইরে বেরিয়ে আসে। এই যেমন টলিপাড়ার এই মিষ্টি নায়িকা গত বছর অক্টোবরে বিয়ে সেরেছিলেন, সেই বিয়ের ছবি তাঁর অজান্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্য়ে বিয়ের ছবি গায়েব করে তা নিয়ে একটাও টুঁ শব্দ খরচ করতে রাজি নন এই নায়িকা। নিজের সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্টেও নিজের বিয়ের চিহ্নমাত্র রাখেননি। আর এই বিয়ের গোপন করেই দিব্যি পরকীয়া চলছে এক পরিচালকের সঙ্গেই।
বড়পর্দা নয়, বরং ওটিটি দুনিয়াক পরিচালক তিনি। তাঁরই পরিচালনায় এক রহস্যময় সিরিজের মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল ওই নায়িকাকে। টলিপাড়ার অন্দরের খবর, সেই শ্যুটিং করতে গিয়েই একে-অপরের প্রেমে হাবুডুবু খান তাঁরা। প্রেম এতটাই গভীর হয় যে, এখন তাঁরা একসঙ্গে একটি প্রযোজনা সংস্থার মালিকানাও নিয়েও ফেলেছেন। দু'জন একসঙ্গে তৈরিও করে ফেলেছেন তাঁদের প্রথম মাইক্রো ড্রামা। একাধিক ফ্ল্মি পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা গেলেও, সকলের কাছে নিজেদের ভাল বন্ধু বলেই দাবি করেন এই পরিচালক ও নায়িকা।
অথচ নায়িকা বিবাহিত। গত বছর অক্টোবরে এক ব্যবসায়ী পাত্রের গলায় মালা দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই সেই ছবি ভাইরাল হয়ে যায়। কিন্তু নায়িকার হস্তক্ষেপে সেই ছবি মুছে দেওয়া হলেও ততক্ষণে যা হওয়ার তা হয়েই গিয়েছে। প্রকাশ্যে কখনই নিজের বিয়ে নিয়ে কোনও কথাই তিনি বলতে চান না। কেন বিয়ে লুকিয়ে রাখছেন এই নায়িকা, সেই বিষয়টিও স্পষ্ট নয়। তাঁর সোশ্যাল মিডিয়ায় বোল্ড ছবির ছড়াছড়ি। সিরিয়াল থেকে সিরিজ দুটো মাধ্যমেই কাজ করেছেন এই নায়িকা। একটা সময়ে তাঁর অভিনীত সিরিয়ালটি বেশ চর্চিত ছিল। তবে এইসবের মাঝেও কখনওই নিজের বিবাহিত জীবন নিয়ে মুখ খুলতে দেখা যায়নি নায়িকাকে।
অন্যদিকে, ওই পরিচালকের ব্যক্তিগত জীবন নিয়ে এখনও পর্যন্ত কাটাছেঁড়া হয়নি বললেই চলে। ওটিটি প্ল্যাটফর্মের বাইরে তেমন কাজ করতেও দেখা যায়নি পরিচালককে। তবে নায়িকার সঙ্গে এখন জোট বেঁধে আরও নতুন কাজের পরিকল্পনায় আছেন তিনি। নিজেদের সম্পর্কে যাতে আঁচ না পড়ে, তাই ক্যামেরা এড়িয়ে চলেন দু'জনেই। তবে বিবাহিত নায়িকার এভাবে পরকীয়ায় জড়ানোর ঘটনা টলিপাড়ায় নতুন কিছু নয়। কেরিয়ার ও খ্যাতি পাওয়ার জন্য অভিনেত্রীরা দুঃসাহসিক পদক্ষেপ নিয়েই থাকেন।