Tollywood Actress: গোলাপি সোয়েটারে শিশুটি এখন টলিপাড়ার নায়িকা, জড়িয়েছেন বহু বিতর্কে

Tollywood Actress: গোলাপি রঙের সোয়েটার, সাদা প্যান্ট, চাইনিজ কাট চুল। বছর চারের এই শিশুটি ছবি তুলেছে তার মায়ের সঙ্গে। শিশুটির পিছনে বসে থাকা তার মা পরেছেন সবুজ রঙের সালোয়ার কামিজ ও কালো রঙের শাল জড়ানো।

Advertisement
গোলাপি সোয়েটারে শিশুটি এখন টলিপাড়ার নায়িকা, জড়িয়েছেন বহু বিতর্কেচিনে নিন টলিউডের এই নায়িকাকে
হাইলাইটস
  • বছর চারের এই শিশুটি ছবি তুলেছে তার মায়ের সঙ্গে।

গোলাপি রঙের সোয়েটার, সাদা প্যান্ট, চাইনিজ কাট চুল। বছর চারের এই শিশুটি ছবি তুলেছে তার মায়ের সঙ্গে। শিশুটির পিছনে বসে থাকা তার মা পরেছেন সবুজ রঙের সালোয়ার কামিজ ও কালো রঙের শাল জড়ানো। হাতে কাঁচের চুড়ি, কপালে টিপ। মায়ের সঙ্গে থাকা এই শিশুটি এখন টলিউডের জনপ্রিয় নায়িকা। তাঁর রূপের আগুনে জ্বলছে পুরুষ হৃদয়। তবে তাঁকে নিয়ে বিতর্কও বহু। 

এই টলিউড নায়িকার জীবন শুধুই বিতর্কে ভরা। বিয়ে থেকে শুরু করে তাঁর অন্য নায়কের সঙ্গে সম্পর্কে জড়ানো, প্রেগন্যান্ট হওয়া সবটাই বিতর্কে ভরা। নায়িকা তাঁর ব্যক্তিগত জীবনকে খুব একটা সোশ্যাল মিডিয়ায় দিতে পছন্দ করেন না। ছেলের জন্মের পরও বেশ কিছু বছর তার মুখ আড়ালেই রেখেছিলেন। তেমনই এই নায়িকা তাঁর মাকে নিয়েও কোনও পোস্ট কোনওদিন করেননি। তবে আন্তর্জাতিক মাতৃদিবসের দিন মায়ের সঙ্গে নিজের ছবি দিলেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কথা হচ্ছে নুসরত জাহানকে নিয়ে। রবিবার মাতৃদিবসের দিন নুসরত তাঁর মাকে নিয়ে ছবি পোস্ট করেন। ছোটবেলার ছবির সঙ্গে নুসরত তাঁর বড়বেলার ছবিও দেন মায়ের সঙ্গে। নুসরত জাহানের মায়ের নাম সুষমা জাহান। নুসরতের শেয়ার কতা দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে বসে মেহেন্দি পরছেন নায়িকা। নুসরত এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, হ্যাপি মাদার্স ডে। আমরা তোমায় ভালোবাসি মা। প্রসঙ্গত, এর আগে কোনওদিনই নুসরত তাঁর মায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় সেভাবে পোস্ট করেন না। কিন্তু মাতৃদিবসের দিন নুসরত এই ছবি শেয়ার না করে পারেননি।

টলিউড অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সেইসব বিতর্ককে পিছনে ফেলে নুসরত জীবনে এগিয়ে গিয়েছেন। যশের সঙ্গে সংসার করছেন চুটিয়ে। রয়েছে তাঁদের এক সন্তান ঈশান। ছেলেকে নিয়ে নুসরত প্রায়ই ছবি পোস্ট করেন। তবে ঈশান জন্মের পর থেকেই নুসরত ও যশ তাঁদের সন্তানকে সকলের আড়ালেই রেখেছিলেন। তবে গত বছর মাদার্স ডে-এর দিনই ঈশানকে প্রথমবার সবার সামনে নিয়ে আসেন নুসরত। নুসরত-পুত্রকে দেখতে একেবারেই যশের মতো। মাঝে মধ্যেই নুসরত বিভিন্ন সাক্ষাৎকারে ছেলের দুষ্টুমির কথা বলে থাকেন।   

Advertisement


  

POST A COMMENT
Advertisement