Tollywood Star Trolled 2025: মমতাশঙ্কর থেকে শুভশ্রী, 'কারণে-অকারণে' ট্রোলড হয়ে ২০২৫-এ শিরোনামে ছিলেন কারা?

গত কয়েক বছরে সোশ্যাল মিডিয়া তারকাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ফেলেছে। পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন, সবকিছুরই আপডেট দেওয়ার মাধ্যম হল এই নেট দুনিয়া। তবে সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে কটাক্ষ কম হয় না। কখনও কোনও ছবিকে ঘিরে আবার কখনও কোনও পোস্টকে ঘিরে, একের পর এক কটাক্ষ-খারাপ মন্তব্য আসতে থাকে।

Advertisement
মমতাশঙ্কর থেকে শুভশ্রী, 'কারণে-অকারণে' ট্রোলড হয়ে ২০২৫-এ শিরোনামে ছিলেন কারা?২০২৫-এ কারা কারা ট্রোলড হলেন?
হাইলাইটস
  • গত কয়েক বছরে সোশ্যাল মিডিয়া তারকাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ফেলেছে।

গত কয়েক বছরে সোশ্যাল মিডিয়া তারকাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ফেলেছে। পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন, সবকিছুরই আপডেট দেওয়ার মাধ্যম হল এই নেট দুনিয়া। তবে সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে কটাক্ষ কম হয় না। কখনও কোনও ছবিকে ঘিরে আবার কখনও কোনও পোস্টকে ঘিরে, একের পর এক কটাক্ষ-খারাপ মন্তব্য আসতে থাকে। ২০২৫ সালেও সেরকমই কিছু ঘটনা ঘটেছে। বছরভর যে সব তারকারা ট্রোলের মুখে পড়েছেন, আসুন দেখে নিই সেই তালিকায় কারা কারা রয়েছেন। 

নুসরত জাহান
টলিপাড়ার বিতর্কিত নায়িকাদের মধ্যে অন্যতম নুসরত জাহান। যিনি কোনও না কোনও বিষয় নিয়ে সর্বদাই আলোচনার কেন্দ্রে থাকেন। প্রতি বছরই নুসরত কোনও না কোনও বিষয় নিয়ে ট্রোলড-কটাক্ষের শিকার হন। এই বছর অগাস্টে জন্মাষ্টমী বাড়িতে পালন করে ট্রোলের মুখে পড়েছিলেন নায়িকা।  মুসলিম হয়েও হিন্দুদের উৎসবে অংশ কেন নিয়েছেন তিনি, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলে তুঙ্গে। যদিও এইসব ট্রোল-কটাক্ষ নিয়ে কোনও সময়ই চিন্তিত নন নুসরত। বরং যশ ও ঈশানকে নিয়ে চুটিয়ে সংসার করছেন তিনি। 

শুভশ্রী চক্রবর্তী
এই বছরের শেষবেলায় এসে চরম কটাক্ষের শিকার হতে হয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এই মাসের ১৩ তারিখে কলকাতায় এসেছিলেন মেসি আর তাঁর সঙ্গে ছবি তুলে চরম কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। কারণ তার আগেই ফুটবলের মহাতারকাকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় স্টেডিয়ামে। আর সেই আবহে শুভশ্রীর সঙ্গে মেসির ছবি পোস্ট হতেই একের পর এক খারাপ মন্তব্য ধেয়ে আসে তাঁর দিকে। তবে এই নিয়ে চুপ করে থাকেননি নায়িকা। ট্রোলারদের মোক্ষম জবাব দিয়েছেন তিনি। 

শ্রীময়ী ও কাঞ্চন
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজকে নিয়ে ট্রোলিং হামেশাই হতে থাকে। কখনও তাঁদের ব্যক্তিগত জীবনকে টেনে আবার কখনও বা কাঞ্চনের আগের দুটো বিয়ের প্রসঙ্গ টেনে। তবে এবার কটাক্ষ করা হল শ্রীময়ী ও কাঞ্চনের ছোট্ট মেয়ে কৃষভিকে। মেয়েকে নিয়ে ভিডিও পোস্ট করতেই সেখানে এক নেটিজেন কমেন্ট করে লেখেন, ‘এই বাচ্চাটাকে দেখতে অড লাগে…’! তবে চুপ থাকেন নি শ্রীময়ী। যোগ্য জবাব দেন সেই ট্রোল-কমেন্টের। এর আগেও শ্রীময়ী ও কাঞ্চনের আদুরে মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায়, তখনও কটাক্ষ ধেয়ে আসে এই তারকা দম্পতির দিকে। 

Advertisement

দিতিপ্রিয়া রায়
এই বছর সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন দিতিপ্রিয়া রায়। চিরদিনই তুমি যে আমার সিরিয়াল নিয়ে দিতিপ্রিয়া ও জিতু কমলের সঙ্গে চলা ঠান্ডা লড়াই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়ে পরিণত হয়। জিতুর অনুগামীরা ক্রমাগত দিতিপ্রিয়াকে কাঠগড়ায় তুলে একের পর এক কটাক্ষ করতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় বয়কট দিতিপ্রিয়া হ্যাশট্যাগ শুরু হয়। সিরিয়াল ছেড়ে দেওয়ার পরও অভিনেত্রীকে ট্রোলিং করা বন্ধ হয় না। যদিও এই নিয়ে কখনও পাল্টা জবাব দিতে দেখা যায়নি তাঁকে। এখন অবশ্য কিছুদিন হল দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়া থেকে দূরে রয়েছেন।   

দেবলীনা দত্ত
জুলাই মাসে 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে পারফর্ম করতে দেখা যায় দেবলীনা দত্তকে। বিশেষ বিচারকের আসনে উপস্থিত ছিলেন মমতা শঙ্কর। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য 'চণ্ডালিকা' পরিবেশন করেন প্রতিযোগী অনুষ্কা চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী দেবলীনা দত্ত । যা জন্ম দেয় তুমুল বিতর্কের ৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকারও হন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’র সঙ্গে 'আঁধি' ছবির গান 'তেরে বিনা জিন্দেগি সে কোয়ি' গানটি ব্যবহার করা হয় দেবলীনা এবং অনুষ্কার নৃত্য পরিবেশনায়। আর তা দেখে বিরক্ত হন দর্শক থেকে টলিপাড়ার অন্দরের অনেকেই। বিরক্ত হন বিচারক মমতা শঙ্কর স্বয়ং। তিনি প্রতিবাদ করেন এবং পরিবেশনার নিন্দা করেন ৷

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
মুম্বইয়ের সাংবাদিক সম্মেলনে গিয়ে বিতর্কে জড়ান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 'মালিক' ছবির সাংবাদিক সম্মেলনে কলকাতার এক সাংবাদিক প্রসেনজিৎকে প্রশ্ন করেছিলেন বাংলায়। সঙ্গে সঙ্গে তিনি পাল্টা প্রশ্ন তোলেন, "এখানে বাংলায় কথা বলার কী প্রয়োজন?" এমন মন্তব্য সামনে আসার পরেই নেটপাড়ায় কটাক্ষের শিকার হন অভিনেতা ৷ পরবর্তী সময়ে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে বাংলা ভাষার প্রতি ভালোবাসার কথা জানান অভিনেতা ৷ পাশাপাশি তিনি জানান, কাউকে আঘাত তিনি করতে চাননি ৷ পুরো বিষয়টা নিয়ে তিনি অত্যন্ত দুঃখিত ৷

মমতা শঙ্কর
অন্যদিকে, ফের একবার পদ্মশ্রী মমতা শঙ্করের বক্তব্য ঘিরে উত্তাল হয় নেটপাড়া ৷ ফের বিতর্কিত মন্তব্য করে কটাক্ষের শিকার হন অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্কর ৷ তিনি মেয়েদের স্যানিটারি প্যাড বাড়ির ছেলে বা বাবাকে কিনতে দেওয়ার বিপক্ষে কথা বলেন ৷ পাশাপাশি, বিজ্ঞাপনে যেভাবে মেয়েদের পিরিয়ডস দেখানো হয় ও স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার দেখানো হয়, তা নিয়ে সরব হন অভিনেত্রী ৷ এরপরেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসে একের পর এক তীক্ষ্ণ সমালোচনার বাণ ৷ মমতা শঙ্করের এমন ব্যক্তিগত মন্তব্য সামনে আসার পরেই অভিনেত্রীর মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা।

ঋজু বিশ্বাস
শাড়িতে নারী কথাটা সকলেই বলে থাকেন ৷ কিন্তু শাড়ি পরে সুন্দর লাগছে এমন মন্তব্য আগুনের মতো ছড়িয়ে পড়বে তা কেউ কখনও ভাবেননি ৷ সামাজিক মাধ্যমে 'বৌ কথা কও' খ্যাত অভিনেতা ঋজু বিশ্বাসের সঙ্গে উঠতি মডেল ও বেশ কিছু মহিলাদের ব্যক্তিগত কথোপকথন ঝড় তোলে নেটপাড়ায় ৷ বিশেষ করে 'btw you look good in saree' মন্তব্য ঘিরে শুরু হয় সমালোচনা৷ এমনকী, নেটপাড়ায় ট্রোলিংয়ের শিকার হন অভিনেতা ঋজু বিশ্বাসের ক্যান্সার আক্রান্ত মা-ও ৷

POST A COMMENT
Advertisement