শ্রীময়ী চট্টরাজসোশ্যাল মিডিয়ায় সর্বদাই খুব সক্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এখন অভিনয় থেকে নিজেকে দূরে রাখলেও ভার্চুয়াল দুনিয়ায় নিজের ছোট ছোট ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করতে ভোলেন না তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী। তবে বিগত বেশ কয়েকদিন ধরেই শ্রীময়ীকে দেখা যাচ্ছিল না সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ভেবেছিলেন হয়তো ব্যস্ততার কারণে সময় দিতে পারছেন না। কিন্তু আসলে তা নয়। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কাঞ্চন-পত্নী। সেই কথা নিজেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় জানালেন তিনি।
২ নভেম্বর এক বছরে পা দেবে কাঞ্চন-শ্রীময়ীর কন্যা কৃষভির। আর মেয়ের জন্মদিনের আগেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন শ্রীময়ী। শ্যুটিংয়ের সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন কাঞ্চন-পত্নী। শুধু তাই নয়, একাই হাসপাতালে গিয়ে ভর্তি হন শ্রীময়ী। শুক্রবার সন্ধেতে শ্রীময়ী তাঁর ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন শ্রীময়ী। কাঞ্চন-পত্নী বলেন, গত ২৮ অক্টোবর থেকে তিনি হাসপাতালে ভর্তি।
ঠিক কী হয়েছিল শ্রীময়ীর? অভিনেত্রী বলেন, যে দিন নৈহাটি যাই তখন থেকেই অল্প অল্প জ্বর ছিল। পেটটাও ঠিক ছিল না। একটা বিজ্ঞাপনের শ্যুটিং ছিল। সেখানে গিয়ে মনে হয় চারপাশ যেন অন্ধকার হয়ে আসছে। রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কমে যায়। সে সময় কাঞ্চন ছিল ‘প্রজাপতি ২’-এর শুটিংয়ে। ওকে খবর দেওয়া হয়। কাঞ্চন তখনই ফোনে আমার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে। তারপরেই শ্রীময়ী একা গিয়ে হাসপাতালে ভর্তি হন। কারণ কাঞ্চন শ্যুটিংয়ে থাকার কারণে আসতে পারেননি। হাসপাতালে ভর্তি হওয়ার পর বিভিন্ন ধরনের পরীক্ষা হয়।
শ্রীময়ীর ভিডিও থেকেই জানা যায় যে তাঁর রক্তচাপ কমে গিয়েছিল। গ্যাসট্রিকের সমস্যাও দেখা দিয়েছিল, বুকে সংক্রমণও হয়ে গিয়েছিল, তার সঙ্গে জ্বর। প্রধানত, পেটের সমস্যা থেকেই সমস্ত ধরনের শারীরিক দুর্বলতার সৃষ্টি হয়েছিল। আসলে দুর্গাপুজোর পর থেকেই খাওয়া-দাওয়ায় বিশাল অনিয়ম হয়েছে। এছাড়াও শ্রীময়ী ও কাঞ্চনের বাড়িতেও প্রায় সব পুজো হয়। সেই সঙ্গে কাজের জন্যও নানা জায়গায় যেতে হয় তাঁদের। সব মিলিয়ে কালীপুজো পর্যন্ত অনিয়ম চলেছে। আর তারই প্রভাব দেখা গিয়েছে শ্রীময়ীর শরীরে। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন।