১৪৪ বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ। স্বাধীন ভারতে এটাই প্রথম মহাকুম্ভ। আর যে কারণে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করতে এসেছেন কোটি কোটি মানুষ। বলিউডের তারকা থেকে শুরু করে হলউডের সেলেবরাও ভিড় জমিয়েছেন এই মহাকুম্ভে। আর সেই প্রয়াগরাজের মহাকুম্ভে যোগ দিলেন তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিনই তিনি বিশেষ স্নানে যোগ দিলেন। এক সংবাদমাধ্যমকে তাঁর কুম্ভ স্নানের অভিজ্ঞতা জানাতে গিয়ে যোগী আদিত্যনাথের রাজ্যের ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল সাংসদ।
গেরুয়া পোশাক ও কপালে তিলক কেটে রচনা মহাকুম্ভে গিয়ে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করলেন। ঝটিকা সফরে এলাহাবাদ ও বেনারস ঘুরে তিনি ফিরে যাবেন দিল্লি। সেখানে যোগ দেবেন অধিবেশনে। আর সেই স্নানের অভিজ্ঞতা জানাতে গিয়েই রচনা উত্তরপ্রদেশ সরকারের প্রশংসায় পঞ্চমুখ হন। রচনার কুম্ভস্নানের ভিডিও প্রকাশ্যে এসেছে। পরনে গেরুয়া পোশাক, চোখ ছলছল। রচনার কথায়, ত্রিবেণী সঙ্গমে পিতৃপুরুষের জন্য তর্পণ করতে পেরেছি, এর থেকে ভাল আর কী বা হতে পারে! স্নানের সময় প্রার্থনা করতে গিয়ে বাবার কথা ভেবে আবেগতাড়িত হয়ে পড়ি। ১৪৪ বছর পর এই মহাকুম্ভ। সেখানে বাবার জন্য প্রার্থনা করতে পারা, এটা চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।
গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার বিশেষ তিথিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের, অগণিত মানুষের খোঁজ নেই। সরকারি হিসাব বলছে, মৃত্যু হয়েছে মাত্র ৩০ জন মানুষের। কিন্তু বিরোধীরা সেই হিসেব মানতে নারাজ। অভিযোগ উঠেছে, মৃতের সংখ্যা লুকিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এই ঘটনা নিয়ে যোগী সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। আর সেই সময়ই রচনার গলায় শোনা গেল উত্তরপ্রদেশ প্রশাসনের প্রশংসা। তৃণমূল সাংসদ এক সংবাদমাধ্যমকে বলেন যে তাঁর দারুণ অভিজ্ঞতা হয়েছে। প্রয়াগরাজের ব্যবস্থাপনার জন্য তিনি যোগী আদিত্যনাথের সরকারকে সাধুবাদ জানান। রচনার কথায়, দুর্ঘটনা তো দুর্ঘটনাই। সেটা ঘটেছে। তবে এই দুর্ঘটনার পর উত্তরপ্রদেশ সরকার কিন্তু আরও বেশি তৎপর ও সতর্ক হয়ে গিয়েছে।
রচনা জানিয়েছেন, অগুণিত মানুষের শৌচাগার থেকে শুরু করে থাকার ব্যবস্থা, জলে নেমে যাতে কেউ ডুবে না যান, সেই সুরক্ষার ব্যবস্থা করে রেখেছে উত্তরপ্রদেশ সরকার। এ এক বিরাট কর্মযজ্ঞ বলেই জানিয়েছেন তৃণমূল সাংসদ। প্রসঙ্গত, দিল্লিতে চলছে অধিবেশন। আর সেখান থেকে একটু সময় বের করেই রচনা পৌঁছে যান প্রয়াগরাজে। রচনা আরও জানিয়েছেন যে ভিভিআইপি বলে কোনও বিশেষ ব্যবস্থা নেই। কেউ বিশেষ প্রভাব খাটিয়ে গাড়ি নিয়ে ঢুকে যাবেন, সে রকম কোনও ব্যবস্থাই নেই। একেবারে বন্ধ এ সব। রচনা জানান যে উত্তরপ্রদেশ সরকার সফলভাবে এই বিরাট কর্মকাণ্ডটা করতে পেরেছেন। সাধারণের জন্য উত্তরপ্রদেশ সরকার সব ধরনের ব্যবস্থাই করেছেন এবং তাঁর চোখে কোনও অব্যবস্থাপনা নজরে আসেনি, জানান রচনা।