দেবের পান্তা খাওয়ার ভিডিও ভাইরালকাঁচের বাটিতে পান্তা ভাত, প্লেটে কাঁচা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা আর একটি প্লেটে মুচমুচে মাছ ভাজা। আর এই লোভনীয় খাবারের সামনে বসে রয়েছেন কে জানেন? টলিপাড়ার সুপারস্টার দেব। শুধু বসে ছিলেন তা নয়, হাপুস হুপুস করে খেলেন পান্তা ভাতও। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। গরমকালের খাবার এই পান্তা ভাত আর বিশেষ করে গ্রামের দিকের মানুষেরা আগের দিনের ভাতে জল দিয়ে সেটাই সকালে প্রাতঃরাশে খেয়ে যান। কিন্তু ফিটনেস ফ্রিক দেব হঠাৎ করে কেন পান্তাতে মজলেন?
পান্তা ভাত প্রধানত গ্রীষ্মপ্রধান খাবার হলেও শীতের দুপুরে আয়েস করে দেবকে খেতে দেখা গেল এই ভাত। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুপারস্টার নিজেই। দেবকে ভিডিওতে বলতে শোনা গেল, ‘আজ দুপুরের মেনুতে রয়েছে ফিস পান্তা। পান্তা হলো বাঙালির সবচেয়ে পুরোনো খাবার। যখন আমরা ‘প্রজাপতি ২’-এর প্ল্যানিং করছিলাম তখন আমাদের টিমের মনে হয়েছিল যে খাবারের একটা ঐতিহ্য রয়েছে, বাঙালির ঘরে ঘরে থাকে সেটাকে আমরা কী ভাবে সেলিব্রেট করব। সেখান থেকেই পান্তার আইডিয়া। আমি সত্যিই খুব খুশি একজন টিম মেম্বার হিসেবে। পান্তা নিয়ে যে সেলিব্রেশন গোটা বাংলাজুড়ে হচ্ছে সেটা অনবদ্য। অনেক ধন্যবাদ সকলকে ছবিটাকে এতটা ভালোবাসার জন্য।’
এই ভিডিও পোস্ট করে দেব ক্যাপশনে লেখেন, ভাতের মধ্যে জল, সস্তার খাবার। জয় বাংলা, জয় পান্তা। এরপরই দেব একেবারে হাত ডুবিয়ে পান্তা খেলেন। বাটি ভর্তি পান্তার সঙ্গে কাঁচা পেঁয়াজ আর মাছ ভাজাও রয়েছে। তবে পান্তা নিয়ে হঠাৎ করে এই পোস্টের পিছনেও রয়েছে দেবের প্রচারমূলক কৌশল। প্রজাপতি ২ ছবিতে দেখানো হয়েছে কীভাবে বিদেশের মাটিতে পান্তা ভাতকে সেলিব্রেট করা হচ্ছে। আর এটা যে দেবের ছবি প্রচারের একটি অংশ তা বলাই বাহুল্য়। শুধু মাছ ভাজা দিয়ে নয়, পান্তার সঙ্গে আর কোন কোন পদে জমে যেতে পারে সেই সন্ধানও দিয়েছে দেবের এই ছবি।
২৫ ডিসেম্বর বড়দিন আর তার সঙ্গে ছিল দেবের জন্মদিন। এদিনই মুক্তি পায় দেব-মিঠুন চক্রবর্তীর প্রজাপতি ২। মুক্তির প্রথম দিন থেকেই এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল অন্য পর্যায়ে। বক্স অফিসে দারুণ ফল করছে এই ছবি। পিছিয়ে পড়েছে শুভশ্রীর লহ গৌরাঙ্গের নাম রে এবং কোয়েলের মিতিন মাসি। বছরের শুরুতেও দেবই ছিলেন টলিপাড়ার কিং আর বছরের শেষেও তিনি ফের তাঁর ম্যাজিক বুঝিয়ে দিলেন।