Subhashree Ganguly: প্রসেনজিৎকে বিয়ে করতে চেয়েছিলেন শুভশ্রী, ১৮ বছর পর খোলসা করলেন নায়িকা

Subhashree Ganguly: টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অন্যতম। একসময় দর্শকদের একের পর এক কর্মাশিয়াল ছবি যেমন উপহার দিয়েছেন তেমনি নিজের চেনা গণ্ডি পেরিয়ে অন্যরকম ছবিতেও শুভশ্রী বার বার নিজেকে প্রমাণ করতে সফল হয়েছেন।

Advertisement
প্রসেনজিৎকে বিয়ে করতে চেয়েছিলেন শুভশ্রী, ১৮ বছর পর খোলসা করলেন নায়িকা  প্রসেনজিৎকে বিয়ে করতে চেয়েছিলেন শুভশ্রী
হাইলাইটস
  • টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অন্যতম।

টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অন্যতম। একসময় দর্শকদের একের পর এক কর্মাশিয়াল ছবি যেমন উপহার দিয়েছেন তেমনি নিজের চেনা গণ্ডি পেরিয়ে অন্যরকম ছবিতেও শুভশ্রী বার বার নিজেকে প্রমাণ করতে সফল হয়েছেন। দেব থেকে জিৎ, পরমব্রত থেকে ঋত্বিক সকলের সঙ্গেই জুটি বেঁধেছেন শুভশ্রী। নয় নয় করে এই ইন্ডাস্ট্রিতে ১৮টা বছর কাটিয়ে ফেললেন নায়িকা। আর এত বছর পর নিজের সুপ্ত ইচ্ছার কথা সকলের সামনে তুলে ধরলেন তিনি। 

কেরিয়ারের ১৮ বছর যাঁদের ভালোবাস-সমর্থন পেয়ে আজ এই জায়গায় এসেছেন শুভশ্রী, সেই সকল ভক্ত-অনুগামীদের সঙ্গে সময় কাটালেন নায়িকা। সম্প্রতি এক পাঁচতারা হোটেলে এই ব্যবস্থা করা হয়েছিল। আর সেখানেই শুভশ্রী তাঁর মনের গোপন ইচ্ছের কথা জানিয়ে দিলেন। এদিন নিজের প্রিয়া নায়িকাকে এক ঝলক দেখার জন্য বহুদূর থেকেই ভক্তেরা এসেছিলেন। কিন্তু নায়িকা কোন নায়ককে পছন্দ করতেন জানেন?

শুভশ্রী এদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি বলিউডের শাহরুখ খান ও টলিউডের জিৎ-কোয়েল জুটির খুবই ভক্ত। তবে ছোটবেলায় তিনি নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করতে চেয়েছিলেন। শুভশ্রীর কথায়, সত্যিই ভাবতাম বড় হলে বুম্বাদার সঙ্গে আমার বিয়ে হবে। রিয়্যাল লাইভে প্রসেনজিতের সঙ্গে একাধিকবার দেখা হলেও পর্দায় কখনও একসঙ্গে কাজ করেননি শুভশ্রী ও প্রসেনজিৎ। তবে বুম্বাদার সঙ্গে বিয়ে না হলেও, পরিচালক রাজ চক্রবর্তার ঘরণী শুভশ্রী। তার ওপর দুই সন্তানের মা। সংসার এবং অভিনয় দুটোই দক্ষ হাতে সামলান তিনি। 

জীবনে সব সময় ভাল একজন মানুষ হতে চেয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, সিনেমা আমার জীবন নয়, জীবনের একটা অংশ। জীবনের এই অংশে আমি অনেক কিছু পেয়েছি, প্রাপ্তির সংখ্যাই বেশি। সবচেয়ে বেশি পেয়েছি মানুষের ভালবাসা। 'চ্যালেঞ্জ' বা 'পরাণ যায় জ্বলিয়া রে'র সময় যাঁরা দেখেছেন আজ তাঁরা 'সন্তান'ও দেখছেন। এক ইভাবে ভালবাসা দিচ্ছেন আমায়। এটাই তো বড় পাওয়া। এদিন ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসা দেখে আবেগে ভাসেন নায়িকা। 

Advertisement

কর্মাশিয়াল ছবির পাশাপাশি শুভশ্রী নিজেকে ভেঙে অন্যরকম ছবির যোগ্য করে তুলেছেন। শুভশ্রীকে শেষবার পর্দায় দেখা গিয়েছে রাজ চক্রবর্তীর সন্তান ছবিতে। হাতে বেশ কয়েকটি কাজও রয়েছে। সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।  

POST A COMMENT
Advertisement