Ambarish Bhattacharya: দেবচন্দ্রিমা-অদ্রিজাদের পর হিন্দি সিরিয়ালে অম্বরীশ, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে

Ambarish Bhattacharya: কেরিয়ার ছোটপর্দা দিয়ে শুরু হলেও অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য বড়পর্দাতেও নিজের ছাপ রেখেছেন। তাঁর অভিনয় বরাবরই সকলের খুবই পছন্দ। সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও চুটিয়ে অভিনয় করছেন অম্বরীশ। তবে টলিপাড়ার গুঞ্জন, এবার নাকি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করতে চলেছেন অভিনেতা।

Advertisement
দেবচন্দ্রিমা-অদ্রিজাদের পর হিন্দি সিরিয়ালে অম্বরীশ, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকেঅম্বরীশ ভট্টাচার্য
হাইলাইটস
  • কেরিয়ার ছোটপর্দা দিয়ে শুরু হলেও অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য বড়পর্দাতেও নিজের ছাপ রেখেছেন।

কেরিয়ার ছোটপর্দা দিয়ে শুরু হলেও অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য বড়পর্দাতেও নিজের ছাপ রেখেছেন। তাঁর অভিনয় বরাবরই সকলের খুবই পছন্দ। সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও চুটিয়ে অভিনয় করছেন অম্বরীশ। তবে টলিপাড়ার গুঞ্জন, এবার নাকি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করতে চলেছেন অভিনেতা। যদিও এই নিয়ে অম্বরীশ নিজে কিছু বলেননি। 

জানা যাচ্ছে, একটি সর্বভারতীয় চ্যানেলের জন্য নতুন ধারাবাহিকের পাইলট শ্যুটিং শুরু হয়েছে মুম্বইতে। এই ধারাবাহিকেই দেখা যাবে অম্বরীশকে। অভিনেতা যদিও এর আগে একাধিক হিন্দি বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন। সূত্রের খবর, এমনই একটি বিজ্ঞাপনী ছবির পরিচালকের তরফে অম্বরীশের কাছে ধারাবাহিকের প্রস্তাব আসে। চরিত্রটি নাকি বাঙালি। তাই অম্বরীশকে নির্বাচন করেছেন নির্মাতারা।

তবে এখন এই ধারাবাহিকের সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। কিছু শ্যুটিং হয়েছে, যেখানে অম্বরীশ ছিলেন। চলতি মাসেও এই ধারাবাহিকের একপ্রস্ত শুটিং হওয়ার কথা। ধারাবাহিকের নামকরণও এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের দাবি, অন্যান্য কাস্টিং চূড়ান্ত হলেই ধারাবাহিকের শ্যুটিং শুরু হওয়ার কথা। অম্বরীশ একাধিক বাংলা সিনেমাতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। যমালয়ে জীবন্ত ভানু-তেও তাঁর অভিনয় সকলের মন জয় করেছে। শাস্ত্রী ছবিতেও তাঁকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। এই মুহূর্তে রোশনাই সিরিয়ালে অভিনয় করছেন অভিনেতা। 

এই মুহূর্তে টলিপাড়া থেকে মুম্বইয়ে হিন্দি ধারাবাহিকে অনেকেই অভিনয় করছেন। দেবচন্দ্রিমা সিংহ রায়, অদ্রিজা রায় এবং ঋষি কৌশিক অন্যতম। এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে অম্বরীশের নাম। অম্বরীশের অভিনয় একেবারেই অন্য মাত্রার। কমেডি হোক বা নেগেটিভ সবেতেই দারুণ দক্ষ তিনি। এই বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে পেয়েছেন চলচ্চিত্র অ্যাওয়ার্ড। 

 

POST A COMMENT
Advertisement