একদিকে অভিনেতা আবার অন্যদিকে তৃণমূলের ব্যস্ততম বিধায়ক। সিনেমার শ্যুটিং থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পুরোটাই একা হাতে সামলান অভিনেতা তথা তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক। তার ওপর সদ্য বাবা হয়েছেন এক মেয়ের। সেই দায়িত্বও আছে আবার স্ত্রী শ্রীময়ীকেও সামলাতে হয়। সব মিলিয়ে কাঞ্চন এখন ব্যস্ততার তুঙ্গে বসে। তারই মধ্যে কাঞ্চনের আগামী ছবি আমার বস-এর প্রচারও সারছেন। রক্তবীজ ২-এর শ্যুটিংও করছেন। দম ফেলার ফুরসত নেই অভিনেতার। আর এইসব করতে গিয়েই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন কাঞ্চন। কিন্তু ঠিক কতটা অসুস্থ হয়েছিলেন অভিনেতা-বিধায়ক, সবটা খোলসা করলেন স্ত্রী শ্রীময়ী।
শ্রীময়ী তাঁর ভিডিওতে বলেন যে অনেকেই নাকি তাঁকে ফোন করে জিজ্ঞেস করছেন যে কাঞ্চন মল্লিক নাকি গুরুতর অসুস্থ। এ প্রসঙ্গে কাঞ্চন-পত্নী বলেন, প্রথমেই বলি আমার কাছে গুরুতর অসুস্থর সংজ্ঞাটা আলাদা। কাঞ্চন গুরুতর অসুস্থ নয়। ভুল বুঝবেন না। তবে কাঞ্চন অসুস্থ হয়েছিল মাঝে। আসলে যে কোনও শারীরিক অসুস্থতাই তো অসুস্থতা। গত ১৩-১৩ তারিখ থেকে কাঞ্চনের প্রায় দিনরাত শ্যুটিং চলছিল। মানে সারারাত জেগে শ্যুটিং করছিল। তারপর আমাদের অন্য শ্যুটিংও ছিল এবং ১৫ তারিখে কাঞ্চনের প্রচণ্ড বাড়াবাড়ি হয়। মানে পেট খারাপ ও বমি শুরু হয়ে যায়। আর সেটা কাঞ্চন ওষুধ খেয়ে ম্যানেজ করার চেষ্টা করছিল।
এরপর শ্রীময়ী আরও বলেন, আসলে কাঞ্চন অতটা হাসপাতাল নার্সিংহোমে ভর্তি হতে পছন্দ করে না। ১৬ তারিখে শ্যুটিং করতে করতে কাঞ্চন আর পারে না, সকালে একটা অন্য শ্যুটিং ছিল রাতে আবার রক্তবীজ ২-এর শ্যুটিং চলছিল। সেখান থেকে ফোন করে যে আমি আর পারছি না। সেদিন রাত ১২টার সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় প্রচণ্ড ডায়েরিয়া ও ডিহাইড্রেশন নিয়ে। শ্রীময়ীর এই ভিডিওতে কাঞ্চনকে বলতে শোনা যায় যে তিনি ফিট অ্যান্ড ফাইন রয়েছেন। তবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন সেই কথা স্বীকার করেছেন অভিনেতা-বিধায়ক। রক্তবীজ ২ শ্যুটিং চলাকালীন প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। যদিও অসুস্থতা নিয়ে শ্যুটিং করলেও পরে আর শরীর দেয়নি। আর এই কথা শুনে শ্রীময়ী মজার ছলে কাঞ্চনকে বলেন যে এটা প্রমাণিত অভিনেতার প্রথম ভালোবাসা, প্রথম বউ তাঁর কাজ। তবে কাঞ্চন একেবারে সুস্থ রয়েছেন তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেন সকলকে।
এরই সঙ্গে কাঞ্চন এও বলেন যে তিনি একটু অনিয়ম করে ফেলেছিলেন। আর এই কথা শুনেই শ্রীময়ী অভিযোগ করেন যে তাঁকে উইন্ডোজ প্রোডাকশন থেকেই বলা হয়েছে যে কাঞ্চনকে বাড়ি থেকে খাবার পাঠালেও তিনি সেই খাবার খেতেন না বরং তেল-ঝাল মশলাদার খাবার আনিয়ে খেতেন। যার ফলেই এই অসুস্থতা। শিবপ্রসাদ-নন্দিতা রায়ের প্রায় সব ছবিতেই কাঞ্চনের উপস্থিতি দেখা গিয়েছে। আর অভিনেতা নিজেও এই প্রযোজনার পরিবারের সদস্য হয়ে গিয়েছেন।