টলিপাড়ার পাওয়ার কাপলদের মধ্য়ে অন্যতম হলেন অর্জুন চক্রবর্তী ও সৃজা সেন। গত নয় বছর ধরে চুটিয়ে সংসার করছেন তাঁরা। যদিও গত বছর অন্যান্য দম্পতিদের ঘর ভাঙার খবরের মাঝে এঁদের সংসারে চিড় ধরেছিল বলে গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেইসব গুঞ্জনকে নিছকই ভুয়ো বলে দাবি করে অর্জুন-সৃজা চুটিয়ে প্রেম করেছেন আর ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সোমবার এই দম্পতির বিয়ে ৯ বছরে পা দিল। আর এদিন অর্জুন তাঁর ও সৃজার বিয়ের ছবি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়া পেজে।
অর্জুন তাঁর বিয়ে ও রিসেপশনের বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে সৃজাকে দেখা যাচ্ছে লাল বেনারসী ও সোনার গয়নায়। সিঁথিতে চওড়া করে সিঁদুর। অপরদিকে বরবেশে অর্জুন পরেছেন লাল রঙের পাঞ্জাবি। বিভিন্ন পোজে ছবি তুলেছেন তাঁরা। তবে নেটিজেনদের চোখ আটকেছে একটা ছবিতেই। যেখানে সৃজাকে কোলে তুলে নিয়েছেন অর্জুন। অভিনেতা এই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে আবার বিয়ের দিনে ফিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। অভিনেতা লিখেছেন, বিয়ের ন’টা বছর সুন্দর ভাবে কাটল। আমার স্ত্রী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমার কাছে সুযোগ থাকলে, ৯ বছর আগের সেই সন্ধ্যায় আমি ফিরে যেতাম এবং সেই দিনটা আবার উপভোগ করতাম। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।
গত বছর আমেরিকায় বঙ্গ সম্মেলনে গিয়েছিলেন অর্জুন। সেখানে গিয়ে এক টলি নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার গুঞ্জন রটে। কানে পৌঁছতে দেরি হয়নি অর্জুন-পত্নী সৃজার। সেই সময় তাঁদের দাম্পত্যে চিড় ধরার খবরে সরগরম ছিল টলিপাড়া। যদিও এইসব গুজবে জল ঢেলে অর্জুন ও সৃজা নিজেদের আদুরে মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ইঙ্গিত দেন যে তাঁদের মধ্যে সবকিছুই ঠিক আছে।
প্রসঙ্গত, অর্জুন ও সৃজার বন্ধুত্ব সেই স্কুল জীবন থেকে। অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের ছাত্র-ছাত্রী ছিলেন অর্জুন-সৃজা। সেই স্কুল ক্যাম্পাস থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু, তারপর সেই বন্ধুত্ব পরবর্তী সময়ে বদলে গিয়েছিল প্রেমে। বহুবছর সম্পর্কে থাকার পর ২০১৬ সালের ১০ মার্চ সাতপাকে বাঁধা পড়েছিলেন অর্জুন-সৃজা। ৯ বছরের বিবাহিত জীবনে অর্জুন-সৃজার এক কন্যা সন্তানও রয়েছে। যদিও মেয়েকে খুব একটা সামনে নিয়ে আসেন না অর্জুন-সৃজা। প্রসঙ্গত, দাদা গৌরবের আগেই সাতপাকে বাঁধা পড়েছিলেন ছোটভাই অর্জুন।