
একদিকে যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের গুঞ্জনে সরগরম টলিপাড়া। আর তার মধ্যেই শোনা যাচ্ছিল যে টলিপাড়ার আরও এক দম্পতির নাকি ঘর ভাঙতে চলেছে। সব্যসাচী চক্রবর্তীর বড়ছেলে অর্জুন ও সৃজা সেনের দাম্পত্যে নাকি চিড় ধরেছে। টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল যে অর্জুন নাকি এক নায়িকার সঙ্গ ঘন্ষ্ঠ হচ্ছেন। আর সেই খবর সৃজার কানে পৌঁছতে দেরি হয়নি। কিছুদিন আগেও সৃজা তাঁর সোশ্যাল মিডিয়া পেজ থেকে অর্জুনের সঙ্গে সব ছবি ডিলিট করে দেন। তবে সেই সমীকরণ এখন বদলেছে। আবারও কাছাকাছি এসেছেন সৃজা-অর্জুন।
তাঁদের মধ্যে দুরত্ব আসলেও এবার সেই দুরত্ব ঘোচানোর দায়িত্ব নিজেরাই নিলেন অর্জুন-সৃজা। শনিবার ডিনার ডেটে যান এই তারকা দম্পতি। আর সেখান থেকেই তাঁদের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেন অর্জুন ও সৃজা তাঁদের ইনস্টাগ্রামের স্টোরিতে। কালো ফ্লোরাল ওয়ান পিসে নিজেকে সাজান সৃজা। অর্জুনের গায়েও প্রিন্টেড শার্ট। সৃজা ডিনার ডেটের সময় তোলা সেলফিখানা শেয়ার করে নেন সোশ্যালে। সঙ্গে নিজের একটা ছবি। এদিকে অর্জুন আবার নিজেকে বাদ দিয়ে শুধু সৃজারই এটি ছবি দিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। আর সঙ্গে একটি রেড হার্ট ইমোজি।
সম্প্রতি আমেরিকার বঙ্গ সম্মেলনে যোগ দিতে শিকাগো গিয়েছিলেন অর্জুন। আর সেখানে গিয়েই এক নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। যদিও বিষয়টি কলকাতা থেকেই শুরু হয়েছিল। আর অর্জুনের সঙ্গে নায়িকার এই মাখো মাখো সম্পর্ক চোখ এড়ায়নি কারোরই। আর কলকাতায় ফিরে আসতেই অর্জুনের সঙ্গে দুরত্ব তৈরি হয় তাঁর সুন্দরী স্ত্রী সৃজার। এমনকী সৃজা আনফলো করে দেন অর্জুনকে। তবে এখন সবকিছু দেখে মনে হচ্ছে সৃজা-অর্জুনের দুরত্ব কমেছে। একে-অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন অর্জুন-সৃজা।
২০১৫ সালের ১০ মার্চ গাঁটছড়া বেঁধেছিলেন অর্জুন-সৃজা। দাদা গৌরবের বেশ কিছু বছর আগেই বিয়ে করে নিয়েছিলেন ছোটবেলার বন্ধুকে। ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি মেয়ের জন্ম দেন সৃজা। খুব একটা জনসম্মুখে আসেন না অর্জুন-পত্নী। তবে এই ফ্যাশনিস্তার অনুরাগী সংখ্যা নেহাত কম নয়। কোনও টলিউড অভিনেত্রীর চেয়ে কম সুন্দরী নন সৃজা। মাঝে মাঝেই মেয়েকে নিয়ে নানান ধরনের পোস্ট করে থাকেন সৃজা। অপরদিকে, অর্জুন নিজের কাজ নিয়ে ব্যস্ত। তাঁকে পরবর্তীতে সৃজিতের সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে দেখা যাবে।