
যিশু-নীলাঞ্জনার ডিভোর্সের গুঞ্জনের মাঝেই টলিপাড়ায় আরও এক জুটির বিচ্ছেদ নিয়ে চর্চা তুঙ্গে ওঠে। তাঁরা হলেন অর্জুন চক্রবর্তী ও সৃজা সেন। টলিপাড়ার গুঞ্জন, ইন্ডাস্ট্রির এক নায়িকার সঙ্গে সম্পর্ক বেড়েছে অর্জুনের। আর সেই কথা স্ত্রী সৃজার কানে আসতেই তাঁদের দাম্পত্যে চিড় ধরে। সৃজা তাঁর সোশ্যাল মিডিয়া থেকে অর্জুনের সঙ্গে কাটানো তাঁর সব ছবি সরিয়ে দেন। তবে এই গুঞ্জনকে ধামাচাপা দিয়ে অর্জুন জানিয়েছিলেন যে তাঁদের মধ্যে সবকিছু ঠিক রয়েছে। সৃজাও জানান তাঁরা ভাল আছে। এরপর একের পর এক দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আদৌও কি দুজনের মধ্যে সব ঠিক আছে? সম্প্রতি সৃজার কিছু পোস্ট নিয়ে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে।
মঙ্গলবার রাতে সৃজা তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে দুটো পোস্ট করেন। প্রথম পোস্টে লেখেন, যদি আমাকে জিজ্ঞাসা করেন কী কারণে আমি আজও এগিয়ে চলেছি, একটাই উত্তর হবে, আমার মেয়ের জন্য। আর দ্বিতীয় পোস্টে সৃজা বার্তা দেন, অধৈর্য হয়ে পড়লে ভালো সময় আসের আগেই সব নষ্ট হযে যেতে পারে। আর এই পোস্টের পরই নেটিজেনরা প্রশ্ন করছে তাহলে কি মেয়ের জন্যই অর্জুনের সঙ্গে সম্পর্ক জিইয়ে রেখেছেন সৃজা। যদিও এ নিয়ে সৃজা কিন্তু নীরব।
সৃজার ইনস্টাগ্রামে ঢুঁ মারলে এখন শুধুই মেয়েকে নিয়েই বেশিরভাগ ছবি দেখা যাবে। অর্জুনের স্ত্রীর এই পোস্ট ফের উস্কে দিল তাঁদের সাংসারির অশান্তির আগুনকে। শোনা গিয়েছিল যে আমেরিকায় বঙ্গ সম্মেলনে গিয়ে অর্জুন নাকি টলিপাড়ার এক নায়িকার প্রেমে পড়েছিলেন। দুজনের ঘনিষ্ঠতা এতটাই বেড়ে গিয়েছিল যে তা বঙ্গ সম্মেলনে উপস্থিত কারোরই নজর এড়ায়নি। অর্জুনের সঙ্গে সেই নায়িকা এক সিনেমাতে একসঙ্গে কাজও করছেন। সেই খবর কানে আসতেই সৃজার সঙ্গে অর্জুনের দুরত্ব বাড়ে। কিন্তু অর্জুন আবার সৃজার সঙ্গে ছবি পোস্ট করে বুঝিয়ে দেন যে তাঁদের মধ্যেকার সব সম্পর্ক ঠিক আছে।
২০১৫ সালের ১০ মার্চ গাঁটছড়া বেঁধেছিলেন অর্জুন-শ্রীজা। দাদা গৌরবের বেশ কিছু বছর আগেই বিয়ে করে নিয়েছিলেন ছোটবেলার বন্ধবীকে। ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি মেয়ের জন্ম দেন শ্রীজা। খুব একটা জনসম্মুখে আসেন না সৃজা। তবে এই ফ্যাশনিস্তার অনুরাগী সংখ্যা নেহাত কম নয়। সুন্দরী সৃজাকে ইনস্টাগ্রামে ফলো করেন ২৮ হাজারেরও বেশি মানুষ।